![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আবেগহীন এক মানব ।তবে আমার ও মাঝে মাঝে ভালো লাগে,ভালবাসতে ইচ্ছে হয়!সবাই আমাকে অনেক ভালোবাসে তাই সবার কাছে ঋণী । মাঝে মাঝে আমার প্রচণ্ড রাগ হয় আবার পরক্ষনেই সব ভুলে যাই @@@
বন্ধু তোকে মিস করছি ভীষণ
অনেকদিন হয় দেখিনা তোরে,দেখিনা তোর মুখ-
আমায় ছেড়ে সত্যি বলতো,পাছ কি কোন সুখ?
মনটা আমার নীরব হয়ে থাকে সারাক্ষণ,
তুই না থাকলে কে বা আবার বুঝবে আমার মন!
তোরই আশায় বসে থাকে আনমনা এই মন-
কবে যে তুই আসবি আবার,ভাবি সেই ক্ষণ
তোর জন্য আছে রাখা অনেক অভিমান-
এবার এলে সত্যি কিন্তু ছিঁড়ে দিবো তোর কান!
রাগ করেছিস আবার তুই কে ভাঙাবে মান-
তোর জন্য কাঁদে আবার আমার এই প্রান
বন্ধুরে তুই আয়না ফিরে,সপ্ন আমার তোকে ঘিরে-
স্মৃতি গুলো ইচ্ছে করে,আমার দিকে থাকে ফিরে;
কবে আবার আসবে সেই সোনালি সুদিন-
কোন দিনই ভুলবো না যে বন্ধু তোরই ঋণ ।
ভোর
পিয়াস শিশু নিকেতন ও স্মৃতি সংঘ
©somewhere in net ltd.