![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আবেগহীন এক মানব ।তবে আমার ও মাঝে মাঝে ভালো লাগে,ভালবাসতে ইচ্ছে হয়!সবাই আমাকে অনেক ভালোবাসে তাই সবার কাছে ঋণী । মাঝে মাঝে আমার প্রচণ্ড রাগ হয় আবার পরক্ষনেই সব ভুলে যাই @@@
তোমায় খুঁজে ফিরি
ঘুরতে বেড়িয়েছি আজ,না আছে পথ জানা-
সীমার মধ্যে থেকেও কেন,দৃষ্টির অন্তরালে চলে যাওয়া?
গাঁয়ের মেঠোপথ পথ ছেড়ে এ কোন পথে যাত্রা?
আমার জীবনে বয়ে এনেছে এক নতুন মাত্রা!
ভ্রমনপিয়াসী এ মন আজ হারিয়েছে নীড়,
এতটা পথ পাড়ি দিয়েও তাই,মনে ধরেনি চিড় ।
চির নতুনের কেতন উড়িয়ে এটুকু বলতে চাই-
আদি রুপেই কেন তোমার,মুগ্ধতা খুঁজে পাই !
রাখালিয়ার করুণ সুর তোমায় খুঁজে ফিরে,
পণ করেছি আজ;তোমায় নিয়েই ফিরবো নীড়ে
জীবন যদি থেমে যায় হটাৎ কোন ঝরে-
সর্ববিসর্জনে ও তোমায় হাত দুটি রাখবো ধরে !
সাগর-নদী আজ মিলেছে একই মোহনায়,
সুখের হাওয়ায় পাল তুলেছি মন যমুনায় ।
নাম না জানা ফুল ও আজ সুভাস ছড়ায়,
সত্যি বল তুমি ;এ কার ইশারায়?
একা একা হাঁটছি আমি,এ কোন অজানায়-
দেখতে পাবো কি তোমায় আজকের জোছনায়?
মন শুধু চলে যায় সেদিনের সেই ক্ষণটায়-
যেদিন তুমি করেছিলে সিক্ত;স্পর্শহীন ছোঁয়ায় !
জীবনের বাকি পথটা চেয়ে আছে একটি আশায়-
সত্যি না হয়,স্বপ্ন হয়ে ও কি ধরা দেবে আমায়?
সেই স্বপ্নের পথ পানে চেয়ে,আজকের এই পথ চলা-
তোমার সাথে হয়নি আমার অনেক কথা বলা !
ভোর
পিয়াস শিশু নিকেতন ও স্মৃতি সংঘ
©somewhere in net ltd.