নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেলিম রেজা। সম্পাদকঃ মৃত্তিকা (একটি সাহিত্যের কাগজ), দেশান্তর( অন্তরে নিরন্তর বাংলাদেশ),কবিতাই মূলতঃ লেখালেখির মূল বিষয়অনুষঙ্গ। প্রকাশিতগ্রন্থ : সপ্তর্ষী নক্ষত্রমালা (কবিতা, ২০০৫), স্বপ্ন মৃত্তিকায় নবীন ঘাসফুল (কবিতা, বইমেলা- ২০০৯)।

সেলিম রেজা

কবি ও কবিতার পড়শি

সেলিম রেজা › বিস্তারিত পোস্টঃ

প্রেমছায়ায় জলের নৃত্য উৎসব// সেলিম রেজা

২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২৩


চার দেয়াল থেকে বেরিয়ে চলো একটু হাঁটি
একাকীত্ব দূরে রেখে মনটাকে ভিজিয়ে নিই
রহস্যবন্ধনী খুলে বেঁচে থাকার মানে খুঁজি
অনেকতো করেছি দায়ী নিজেকে ভুল ইশতেহারে;
সন্ধ্যায় পাশের ঝিলে না হয় দাঁড়ায় মুখোমুখি
চলো যাই দীর্ঘপথ মাড়িয়ে নির্জন কোন জায়গায়
কী দ্যাখো এদিক ওদিক ?
দিনরাত অঝোর কান্নায় পড়েছ ভেঙে
অন্তরীণ হয়েই কাটালে দীর্ঘ সময়-কাঠের পুতুল
কতশত বার মরতে চেয়েছ দুঃখছায়ায়
মুক্তি চেয়েও পাওনি মুক্তি ফিরেছ খালি হাতে
করুণা নয়; ছায়াপ্রিয় ফিরেছে প্রেমছায়ায়
আর কত পুড়বে ! আর কত পোড়াবে ?
কোমল সুন্দর পূর্ণিমায় চলো ঝিলের ধারে
বকুলঘ্রাণের মুগ্ধতায় চলুক জলের নৃত্য উৎসব।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতায় ভাল লাগা রইল।

২| ২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৭

সেলিম রেজা বলেছেন: ধন্যবাদ, মতামতের জন্যে

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩২

রোকসানা লেইস বলেছেন: ভালোলাগা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.