নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যার মধ্যে পরমত সহিষ্ণুতা নেই তার থেকে সাবধান

শরফুদ্দিন আহমদ (লিংকন)

আমি ছাত্র। পড়াশুনা করছি ফার্মেসী বিভাগে। ভালোবাসি তাদের,যারা অহংকার মুক্ত আর যারা অন্যের মতের প্রতি শ্রদ্ধা রেখে নিজের মত প্রকাশ করে।

শরফুদ্দিন আহমদ (লিংকন) › বিস্তারিত পোস্টঃ

সি এন জি অটোরিক্সায় মিটার স্থাপন করার দরকারটা কি????

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৪





সাধারণত নিজে যখন কোথাও যাওয়া আসা করি, তখন সি এন জি’র দরকার হয় না। কিন্তু সাথে বয়ষ্ক কোন মুরব্বী বা অসুস্থ কেউ থাকলে সি এন জি নিতেই হয়। ২০০৫ সালের দিকে যখন প্রথম ঢাকা আসি, তখন সি এন জি চলতো মিটারে। এর কিছু দিন পর দেখি ড্রাইভাররা বলতো-মিটার থেকে দশ টাকা বাড়িয়ে দেয়ার জন্য। যাই হোক, তাও মানা যায়।



কিন্তু এখন!!!



সি এন জি যেন হয়ে গেলো সোনার হরিণ। যে কোন দূরুত্বে যাবার নির্দেশ থাকলেও বেশির ভাগ সময়েই তারা তাদের পছন্দ মত গন্তব্য ছাড়া যেতে চায় না। এমন কি কখনো কখনো তাদেরকে “মামা যাবেন?”-এ কথাটি বলতেও যেন সংগ্রাম করতে হয়। যাই হোক আমার গন্তব্য যদি তাদের পছন্দ মত হয়, তাহলে দাম হাঁকায় মিটারের চেয়ে কয়েক গুন বেশি। তারা যা বলে তা। কোন প্রকার দরকষাকষির সুযোগ নেই। তাই এগুলো সইতে সইতে এখন আমরাও খুব সহনশীল।



মাঝে মাঝে আমার নানুকে সাথে নিয়ে মোহাম্মদপুর থেকে সদর ঘাঁট আসতে হয়। ভাড়া দিতে হয় মোটামুটি সাড়ে তিনশ থেকে চারশ টাকা। আজ আমার এক চাচী ঢাকা এসেছেন। আমি তাঁকে রিসিভ করতে সদর ঘাঁট গেলাম। পরে যখন সি এন জি ঠিক করতে গেলাম, তখন পড়ে গেলাম মহা মুসিবতে। কেউ মধ্য বাড্ডা যেতেই চায় না। যাই হোক কিছুক্ষন অপেক্ষা করার পর দু-এক জন যেতে রাজি হলো। কিন্তু চারশ টাকার কম যাবেই না।



বেশ কিছুক্ষন অপেক্ষা করলাম। অবশেষে একটিতে উঠলাম। তবে উঠার আগেই ড্রাইভারের শর্ত- সার্জেন্ট যদি ধরে, তবে বলতে হবে মিটারে যাচ্ছি। কিছুই করার নেই আমাদের। আন্টি অসুস্থ। তাই বাসে যাওয়াও সম্ভব না। অনেকগুলো সি এন জি কে বললেও তারা যাবেই না, ভাড়া তো পরের কথা। এদিকে আন্টিকেও বেশিক্ষন দাঁড় করিয়ে রাখা যাচ্ছে না। উনি অপারেশনের রোগী। কী আর করার!!! ড্রাইভারের শর্ত মেনে সি এন জি’তে উঠতে হলো। যাত্রী সাধারন আজ তাদের কাছে জিম্মী। তাই মেনে নিতে হচ্ছে অন্যায় শর্ত। আমার প্রশ্ন হচ্ছে-এগুলো দেখার কি কেউ নেই? আর যদি এগুলো দেখার মত যথাযথ কর্তৃপক্ষের সময় না থাকে, তাহলে সি এন জি’তে মিটার বসিয়ে যাত্রীদের সাথে প্রতারনা করার কী দরকার? মিটার না বসালেই তো হয়! বর্তমানে রাজধানীতে দু-একটি সি এন জি’ও মিটারে চলে কিনা আমার সন্দেহ।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৬

কালোপরী বলেছেন: right u r


+++++++++++

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৩

শরফুদ্দিন আহমদ (লিংকন) বলেছেন: ধন্যবাদ ভাইজান

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৪

মেঘ বালকের কথা বলেছেন: জীবনে ২ টা অপুর্ন শখ আছে প্রথম টা হলো ১টা ৭১ এর রাজাকারকে মারা দ্বিতিয়টা হলো একটা সি.এন.জি ড্রইভারে ইচ্ছামত থাপড়ানো...

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৬

শরফুদ্দিন আহমদ (লিংকন) বলেছেন: প্রথম শখ পূর্ণ হবে বলে মনে হয় না। কারন সব দলেই রাজাকার আছে। কোন দল যখন ক্ষমতায় আসে, তখন তারা নিজ দলের রাজাকারদেরকে মন্ত্রী বানাতেও দ্বিধাবোধ করে না।তাদের বিচার আর কী হবে! তবে অন্য দলের রাজাকারদেরকে নিয়ে গলা পাটায়!!!!

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৯

সৌমিক রহমান বলেছেন: সহমত পোষণ করছি।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৭

শরফুদ্দিন আহমদ (লিংকন) বলেছেন: অনেক ধন্যবাদ

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৩

আতিকুল০৭৮৪ বলেছেন: CNG driver der thapraia luv nai,,asole bojjat holo cng malik gula..ora thik holei driver gula thik hobe..daily joma ney 700-1000 taka,,gas ace..police er gush,,sob milaia onek pore jai oder,,joma komalei sob thik hoye jabe

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৮

শরফুদ্দিন আহমদ (লিংকন) বলেছেন: এগুলো দেখার কি কেউ নেই?! তাহলে মিটার বসিয়ে যাত্রীদের সাথে প্রতারনা করার কি প্রয়োজন????!!!!

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৮

বেগুনী ক্রেয়ন বলেছেন: ঢাকা শহরের জাতিয় সমস্যা

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৯

শরফুদ্দিন আহমদ (লিংকন) বলেছেন: ঠিক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.