নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

*'আলসেমী' রোগটা খুব ভালো ভাবেই পেয়ে বসেছে**

**তবুও কিছু কথা না বলাই থেকে যায়**

সালমাহ্যাপী

***আমার মাঝেই সর্বদা বিচরন করি।এর মাঝেই আনন্দ খুজে পাই।কল্পনায় বাস্তবতার নিষ্ঠূর লাল নীল বেগুনী রঙ গূলোকে আমার মত করেই সাজিয়ে নেই...তখন সবকিছু ভুলে গিয়ে অন্য রকম এক ভালো লাগায় মন ভরে যায়...***

সালমাহ্যাপী › বিস্তারিত পোস্টঃ

বেলা শেষে...

১০ ই আগস্ট, ২০১২ রাত ৯:২৩

জানিস কি তুই আমার প্রতিটা মুহুর্ত কাটে

আজ অভিনয়ের মাঝে,হেসে খেলে,

বুঝিস কি তুই অজস্র সুখের আড়ালে

কত যে দুঃখ লুকিয়ে আছে,

বেদনার রঙটি আজ

ছেয়ে গেছে নীল থেকে গাঢ় নীলে ...

তাইতো চঞ্চল মন আর খুজেনা তোকে...

সময়গুলো যেন থমকে আছে স্থির হয়ে...

কাটেনা আর কোন মুহুর্ত,

অস্থিরতার মাঝে ...

আজ কারও দেয়া কষ্টগুলো

আর কাঁদায় না আমায়...

কিংবা সুখের ক্ষনগুলোর মাঝে

সুখ খুজে হয়না

পাওয়া আর...!!





আমার নীলাকাশ আজ ছেয়ে গেছে

গাড় কালো মেঘে,

হারিয়ে গেছে রংধনুর রঙ্গে আঁকা

সাতটি রঙ,

হাসিগুলো যেন মলিন হয়ে গেছে

কোন এক শূন্যতারই মাঝে...

চোখের জলগুলো শুকিয়ে মিশে গেছে

কোন এক কষ্টের সাগরে

হারাতে বসেছি আজ নিজেকে

কোন এক অচীন দেশে...





হয়ত হারিয়ে যাবো না ফেরার দেশে...

হয়তো আর হবেনা পাওয়া তোকে

নিজের মত করে...

শুধু যতন করে আগলে

রাখব প্রিয় স্মৃতিগুলোকে...







কিছু কথাঃ খুব কাছের একজন মানুষ তার মনের ভেতর লালন করা কিছু লুকানো কথা বলে নিজেকে হালকা করতে চেয়েছি্ল।জানি না তার সেই চেষ্টা কি সফল হইয়েছিলো নাকি ব্যর্থ হয়েছিলো।কিছু মানুষের মনের ইচ্ছাগুলো আসলে কখনই বাস্তবে রূপ নেয় না। কখনই না। তারা শুধু স্বপ্নকে লালন করতে করতেই তার দিনগুলো বার করে দেয়।





ভালো থাকুক সেই সব মানুষগুলো যারা স্বপ্নভঙ্গের কষ্টে জর্জরিত হয়ে দিন কাটাচ্ছে!!!



ভালো থাকুক সেই সব মানুষগুলো যারা আজও স্বপ্ন পূরনের আশায় বুক বেঁধে আছে।





ভালো থাকুক সেই প্রিয় মানুষগুলো যারা আর কখনই কোন স্বপ্ন দেখবে না বলে নিজের কাছেই প্রতিজ্ঞা করেছে



সবশেষে সবাই খুব বেশি ভালো থাকুক।

মন্তব্য ৫৪ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১২ রাত ৯:৩২

মাহবু১৫৪ বলেছেন: অসাধারণ!

১ম ভাল লাগা

+++++

১১ ই আগস্ট, ২০১২ দুপুর ২:০৪

সালমাহ্যাপী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া


ভালো থাকবেন সবসময় :) :)

২| ১০ ই আগস্ট, ২০১২ রাত ৯:৪৯

ইমরাজ কবির মুন বলেছেন:
ভাল ভাল ভাল সালমাপা
যত যাই হোক, ভাল থাকতে হবে :)|

১১ ই আগস্ট, ২০১২ দুপুর ২:০৬

সালমাহ্যাপী বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ মুন ভাইয়া


যত যাই হোক আমি ভালই থাকি সবসময় :)

৩| ১০ ই আগস্ট, ২০১২ রাত ১০:১৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ভালো লাগলো :)

১১ ই আগস্ট, ২০১২ দুপুর ২:০৭

সালমাহ্যাপী বলেছেন: অনেক ধন্যবাদ :)

৪| ১০ ই আগস্ট, ২০১২ রাত ১০:৪৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
খুব সুন্দর।

ভালো থাকুক সকলে।

১১ ই আগস্ট, ২০১২ দুপুর ২:০৮

সালমাহ্যাপী বলেছেন: হুম সবাই খুব বেশি ভালো থাকুক ।

আপনিও :)

৫| ১০ ই আগস্ট, ২০১২ রাত ১১:০৫

শহিদুল ইসলাম বলেছেন: আমার নীলাকাশ আজ ছেয়ে গেছে
গাড় কালো মেঘে,
হারিয়ে গেছে রংধনুর রঙ্গে আঁকা
সাতটি রঙ,

আহা ! সুন্দর ও কষ্টের !

পঞ্চম ভাল লাগা আপু !

১১ ই আগস্ট, ২০১২ রাত ১১:৩৩

সালমাহ্যাপী বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া


ভালো থাকবেন

শুভ রাত্রি :)

৬| ১০ ই আগস্ট, ২০১২ রাত ১১:১৭

রাতুল_শাহ বলেছেন: কবিতার মধ্যে এত কষ্ট ঢালা হয়েছে কেন???

১১ ই আগস্ট, ২০১২ রাত ১১:৩৭

সালমাহ্যাপী বলেছেন: একটা মানুষের চরম কিছু সত্য গল্প শুনেই এই কবিতাটা লেখার চেষ্টা করলাম।কি জানি কত টুকু লিখতে পেরেছি।

ভালো আছেন নিশ্চয়ই

৭| ১০ ই আগস্ট, ২০১২ রাত ১১:১৮

ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: ৭ম ভালোলাগা, আপনিও ভালো থাকুন :)

১১ ই আগস্ট, ২০১২ রাত ১১:৩৮

সালমাহ্যাপী বলেছেন: অনেক ধন্যবাদ।

আমি কিন্তু সবসময়ই ভালো থাকি।

আপনিও ভালো থাকবেন :)

৮| ১১ ই আগস্ট, ২০১২ রাত ১২:৫৪

আরিফ রুবেল বলেছেন: কিছু মানুষের মনের ইচ্ছাগুলো আসলে কখনই বাস্তবে রূপ নেয় না। কখনই না। তারা শুধু স্বপ্নকে লালন করতে করতেই তার দিনগুলো বার করে দেয়

ভালো বলছেন। :)

১১ ই আগস্ট, ২০১২ রাত ১১:৩৯

সালমাহ্যাপী বলেছেন: হুম কি জানি কি লিখেছি।

যাই হোক তুই যেহেতু কইসিস ভালো লিখসি তাইলে মনে হয় আসলেই ভালো লিখসি :-B

৯| ১১ ই আগস্ট, ২০১২ রাত ১:৫০

চেয়ারম্যান০০৭ বলেছেন: জলদি বিলাতে খবর পাঠান লাগবো বুঝতাছি ;)

১১ ই আগস্ট, ২০১২ রাত ১১:৪১

সালমাহ্যাপী বলেছেন: ওমা কেন কেন???? কেন বলেত খবর পাঠাইবেন??????? আমাকে বলেন কি খবর পাঠাইতে চান আমিই না হয় পাঠাই দিমুনে।আপনার আর কষ্ট করতে হবে না ।

ভালো বুদ্ধি না???? :-P :-B :-B

১০| ১১ ই আগস্ট, ২০১২ রাত ১:৫১

চেয়ারম্যান০০৭ বলেছেন: ঐ পিলাস দিছি কৈলাম :) কোবতে দেখি ভালৈ লেখেন

১১ ই আগস্ট, ২০১২ রাত ১১:৪৩

সালমাহ্যাপী বলেছেন: যান যান আমিও কিছু ধইন্যা দিলাম।


কি জানি কি লিখি?হাবিজিবি যা মনে আসে তাই লিখার টেরাই করি আর কি /:)

১১| ১১ ই আগস্ট, ২০১২ রাত ২:২৩

তামিম ইবনে আমান বলেছেন:
কবিতা অসাম হইছে। মনে হচ্ছে আমি যেন গদ্য পড়তেছি :P

১১ ই আগস্ট, ২০১২ রাত ১১:৪৫

সালমাহ্যাপী বলেছেন: ধইন্যা ধইন্যা

যাক তাও তো মনে হয়েছে কিছু একটা যে পড়ছেন এটাই বা কম কিসে??? /:) /:)

১২| ১১ ই আগস্ট, ২০১২ রাত ৩:২৯

মুনসী১৬১২ বলেছেন: ভালো লাগল সবাই ভাল থাকুক

১১ ই আগস্ট, ২০১২ রাত ১১:৪৬

সালমাহ্যাপী বলেছেন: হুম সবাই ভালো থাকুক। সবাই সবাই

১৩| ১১ ই আগস্ট, ২০১২ দুপুর ১:০৫

জেমস বন্ড বলেছেন: B:-) B:-) এত দুঃখ কার লাই ;)


পিলাচ ++

১১ ই আগস্ট, ২০১২ রাত ১১:৫৭

সালমাহ্যাপী বলেছেন: একটা ফ্রেন্ডের কিছু কথা শুনে লেখাটা লিখেছি।তার দুঃখ টাকে ফিল করেছিলাম অনেক বেশি ।এই তো......


আর পিলাচের জন্য অনেক অনেক থ্যাঙ্কস :)

১৪| ১১ ই আগস্ট, ২০১২ দুপুর ১:৪৭

হাসান মাহবুব বলেছেন: শেষের কথাগুলো ভালো লাগলো। ভালো থাকুক...

১১ ই আগস্ট, ২০১২ রাত ১১:৫৯

সালমাহ্যাপী বলেছেন: বুচ্চি কবিতাটা ভালো লাগেনাই /:) /:) :(


যাই হোক অনেক ধন্যবাদ ভাইয়া লেখাটা পড়ার জন্য

শুভ রাত্রী :)

১৫| ১১ ই আগস্ট, ২০১২ দুপুর ২:১১

আবু সালেহ বলেছেন: ১০ তম ভালো লাগা.........

ভালো থাকুক সেই সব মানুষগুলো যারা স্বপ্নভঙ্গের কষ্টে জর্জরিত হয়ে দিন কাটাচ্ছে!!!

ভালো থাকুক সেই সব মানুষগুলো যারা আজও স্বপ্ন পূরনের আশায় বুক বেঁধে আছে।

১২ ই আগস্ট, ২০১২ রাত ১২:০০

সালমাহ্যাপী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে

ভালো থাকবেন :)

১৬| ১১ ই আগস্ট, ২০১২ দুপুর ২:১৩

মাহবুবুল আজাদ বলেছেন: এমনটা আমি ও করেছি।মনের কথাগুলো বলে কেমন জানি অনেক শান্তি পেয়েছি।এবং ব্লগের অনেকের কাছ থেকে নিঃশ্বার্থ ভালবাসা পেয়েছি। তাই ভুলে গেছি অনেক কষ্ট।ভাল থাকবেন।লেখাটা ভাল লাগল

১২ ই আগস্ট, ২০১২ রাত ১২:০৮

সালমাহ্যাপী বলেছেন: আপনিও ভালো থাকবেন :)

১৭| ১১ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:০৩

বেঈমান আমি বলেছেন: তোমার শেষের কথা গুলো পড়ে কার কথা জানি মনে পড়লো।বেচারার জন্য ব্ড্ড মায়া হয়। :( :( :( :(

১২ ই আগস্ট, ২০১২ রাত ১২:১৬

সালমাহ্যাপী বলেছেন: আহা মায়া মায়া !!!!!


বাই দ্যা ওয়ে কার কথা মনে পড়েছে শুনি??? B:-)

১৮| ১২ ই আগস্ট, ২০১২ রাত ১২:৩৪

বাঁধ ভেঙে যাই....... বলেছেন: আসলে কি বলবো বুজতে পারছিনা।কবিতা আমাকে কখনও তেমন আবগ তাড়িত করেনা। কিন্তু আজ এমন এক সময় আপনার লেখাটা চোখে পড়লো অর্থাৎ মোক্ষম সময়ে ,যে সময় এমন কিছু শোনা প্রয়োজন ছিল।
মনের কথা গুলো লেখার জন্য অনেক ধন্যবাদ

১২ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৪৮

সালমাহ্যাপী বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ সুন্দর করে মন্তব্য করার জন্য

ভালো থাকবেন :)

১৯| ১২ ই আগস্ট, ২০১২ রাত ১২:৩৮

বাঁধ ভেঙে যাই....... বলেছেন: ও-হ্যাঁ, একটা কথা পোষ্টে প্লাস এবং প্রিয়তে। অনুসরনও করলাম বৈকি।

১২ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৫৭

সালমাহ্যাপী বলেছেন: হা হা হা আপুনি অনেক অনেক অনেক ধণ্যাবাদ।

অনেক ভালো থাকবেন :)

২০| ১২ ই আগস্ট, ২০১২ রাত ২:০০

বেঈমান আমি বলেছেন: আমার কথা মনে পড়ছে ;)

বাঁধ ভেঙে যাই @কিন্তু আমাদের ইউএসএন এ আছে ;) বুজলা।

১২ ই আগস্ট, ২০১২ রাত ৮:০০

সালমাহ্যাপী বলেছেন: ওওওওওওও আপনার কথা মনে পড়েছে?????????


কেন আপনার আবার কিতা হইসে ঝাতি জানতে চায়?????? B:-) B:-)

২১| ১২ ই আগস্ট, ২০১২ ভোর ৪:২০

বাঁধ ভেঙে যাই....... বলেছেন: tai naki? good news dilen bey-eman(?)vai. apnar kotha vabchi, eta kintu vhul na. tobe in different view(positively). u'll glad to know that, I m following that u've advice@bey-eman vai.

১২ ই আগস্ট, ২০১২ রাত ৮:০৩

সালমাহ্যাপী বলেছেন: ্কানে কানে বলি ডোন্ট হেয়ার এনি এডভাইস হুইচ হি গ্যাভ টু ইউ :-P :-P :-P (কিডিং)

২২| ১২ ই আগস্ট, ২০১২ বিকাল ৩:৪৪

নক্ষত্রচারী বলেছেন: ভাল লাগার এক অনন্য উপাদান
আপনারই পঙক্তিমালায় বিদ্যমান ।।

১২ ই আগস্ট, ২০১২ রাত ৮:০৪

সালমাহ্যাপী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে

ভালো থাকবেন প্রতিনিয়ত :)

২৩| ১২ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৪২

শায়মা বলেছেন: অনেক অনেক সুন্দর আপুনি!!!:)

১২ ই আগস্ট, ২০১২ রাত ৮:০৭

সালমাহ্যাপী বলেছেন: আরে আপুনি ম্যালা দিন পর তোমাকে আমার কোন পোস্টে দেখলাম


অনেক ভালো লাগছে তোমার মন্তব্য পেয়ে

থ্যাঙ্কস এগেইন

২৪| ১২ ই আগস্ট, ২০১২ রাত ৮:০৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: অনেক সুন্দর :) :)

১২ ই আগস্ট, ২০১২ রাত ৮:১০

সালমাহ্যাপী বলেছেন: অনেক ধন্যবাদ আপুনি


ভালো থাকা হয় যেন :)

২৫| ১২ ই আগস্ট, ২০১২ রাত ৮:৫৮

রাতুল_শাহ বলেছেন: সে একজন মানুষটি কেমন আছে?

১৩ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৫৪

সালমাহ্যাপী বলেছেন: সে মানুষটি আছে তার মতই ভালো আছে !!

২৬| ১২ ই আগস্ট, ২০১২ রাত ৯:০২

মাহী ফ্লোরা বলেছেন: সুন্দর! ভাল থাকুক প্রিয় মানুষেরা সত্যিই ভাল থাকুক।

১৩ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৫৫

সালমাহ্যাপী বলেছেন: হুম ভালো থাকায় ভরে থাকুক সবার জীবন :)

২৭| ১৩ ই আগস্ট, ২০১২ ভোর ৪:০৫

শিপন মোল্লা বলেছেন: কবিতার পরে মোটা মোটা লাইনে লিখা কথা গুলো বেশি মন ছুয়ে গেলো। কবিতায় প্লাস। আসলে খুব সুন্দর একটি

১৩ ই আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:৫৭

সালমাহ্যাপী বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ

ভালো থাকবেন সবসময় :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.