নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জমে থাকা কথাগুলো থরে থরে সাজাতে চাই ব্লগে

দূর পাহাড়ে

দূর পাহাড়ে › বিস্তারিত পোস্টঃ

সাবাস আনোয়ার ইব্রাহিম

১৬ ই মে, ২০১৮ বিকাল ৪:১০


সাবাস আনোয়ার ইব্রাহিম। তাকে স্বাগত জানাই। জেল থেকে মুক্তি পেয়েই তিনি প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গে নি:সংকোচে কাজ করতে সম্মতি প্রকাশ করেছেন। তিনি গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে দাঁড়ানোয় দেশের মানুষের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন। মাহাথির মোহাম্মদের সঙ্গে অতীতের ঘটনাবলী নিয়ে তিনি বলেন, বহু আগেই মাহাথিরের সঙ্গে শত্রুতার অবসান ঘটেছে। এখন আমরা একই লক্ষ্যে কাজ করছি।
দ্বিতীয় মেয়াদে তিন বছর কারাগারে বন্দি থাকার পর বুধবার মুক্তি পেয়ে এক সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম এ কথা বলেন। তিনি বলেন, এখন থেকে মালয়েশিয়ায় এক নতুন সূর্য উঠেছে। মালয়, চীনা, ভারতীয়, কাদাজান, ইবান- ধর্মবর্ণ নির্বিশেষে সবার কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি বলেন, জনগণ পরিবর্তন চেয়েছে। এখন পাকাতান হারাপানের দায়িত্ব হচ্ছে, জনগণের কাছে দেয়া তাদের প্রতিশ্রুতির মর্যাদা রক্ষা করা বলে মন্তব্য করেন দেশটির এই জনপ্রিয় রাজনীতিবিদ।
প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেন, তিনি এক থেকে দুই বছর সরকার পরিচালনা করবেন। এর পর আনোয়ারের হাতেই ক্ষমতা হস্তান্তর করবেন বলে আভাস দিয়েছেন। আনোয়ার বলেন, মাহাথিরের সঙ্গে আগে যা কিছু ঘটেছে, তা অতীত হয়ে গেছে। আমাদের মধ্যে সব ধরনের শত্রুতার অবসান ঘটেছে। বহু আগেই তা হয়েছে। সরকারপ্রধান মাহাথিরের হাত থেকে যাতে মসৃণভাবেই ক্ষমতার পালাবদল ঘটে তা নিশ্চিত করতে তিনি কাজ করবেন বলে জানিয়েছেন। আনোয়ার ইব্রাহিম বলেন, আমি মাহাথিরকে ক্ষমা করে দিয়েছি।
গত মঙ্গলবার জেল থেকে তার মুক্তি পাওয়ার কথা থাকলেও পরে তা স্থগিত করা হয়। বুধবার সকালে ক্ষমা পরিষদের বৈঠকে রাজা ঘোষিত সাধারণ ক্ষমা নিয়ে আলোচনার পর আনোয়ার মুক্তি পান।স্থানীয় সময় দুপুর ১২টার দিকে তিনি হাসপাতাল (প্রিজন) থেকে বেরিয়ে আসেন। মুক্তির পর হাসপাতালের বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে কথা বলে তিনি রাজপ্রাসাদে যান।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০১৮ বিকাল ৪:১৫

চাঁদগাজী বলেছেন:


ইব্রাহিমের ব্যাপারে মানুষ সব সময় সন্দেহ পোষণ করবে, ইনি ভালো প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নেই।

২| ১৬ ই মে, ২০১৮ বিকাল ৪:২৯

দূর পাহাড়ে বলেছেন: মাহাথিরের সঙ্গে দ্বন্দ্ব মিটিয়ে ফেলার ঘোষণাই আনোয়ার ইবরাহিমকে উচু স্তরে নিয়ে যাবে।

৩| ১৬ ই মে, ২০১৮ বিকাল ৪:৪৪

সামছুল মালয়েশিয়া প্রবাসী বলেছেন: আনোয়ার ইব্রাহিম বলছেন,
'আমি এমন একটা সময়ের মধ্য দিয়ে বড় হয়েছি, পরিনত হয়েছি যখন অামাদের চিন্তাভাবনা এবং চারপাশের ঘটনা প্রবাহ মারাত্মকভাবে ছাত্র অান্দোলন, ধর্মীয় শক্তিসমূহের উত্থান এবং রাজনৈতিক অস্থিরতার দ্বারা প্রভাবিত হয়েছে। আমি নিরবে একজন দর্শক হিসেবে গোটা সময়টা পার করতে পারতাম। কিন্তু তা না করে আমি সক্রিয় একজন কর্মী হওয়ার পথটাকেই বেছে নিয়েছি।
আমি এটা জানি, নিজের মতো করে আত্মবিভোর হয়ে কিংবা নিজের স্বার্থ বা জীবন নিয়ে ব্যস্ত থাকলে নিরাপদে থাকা যায়, সহজে অনেক কিছু পাওয়াও যায়। কিন্তু আমি বিশ্বাস করি, তার চেয়ে অনেক বেশি কিছু পাবেন যদি আপনি চারপাশের ঘটনায় সক্রিয় থাকতে পারেন। আমি সেই নিরাপদ জীবনটা বেছে নেইনি বলে আমার কোন আফসোস নেই। কারন, আমার এই সক্রিয় জীবনটাই অামাকে এত বেশি চ্যালেঞ্জিং এবং গনমুখী জীবন উপহার দিয়েছে। অার জীবনের প্রকৃত অর্থকে আবিস্কার করার জন্য আমি আজীবন এভাবেই সক্রিয় কর্মীই থাকতে চাই।'

১৬ ই মে, ২০১৮ বিকাল ৪:৫৩

দূর পাহাড়ে বলেছেন: একারণেই আনোয়াই ইব্রাহিম বিরল ব্যক্তিত্ব। তাকে স্বশ্রদ্ধ সালাম।

৪| ১৬ ই মে, ২০১৮ বিকাল ৪:৪৬

চাঁদগাজী বলেছেন:

গত কয়েক তিনি বছর উঁচু স্তরে (জেলে) ছিলেন; সামনেও যাবেন। আগামী ১ বছরের ভেতরে মাহাথিরের সাথে উনার সমস্যা দেখা দিবে।

১৬ ই মে, ২০১৮ বিকাল ৪:৫১

দূর পাহাড়ে বলেছেন: সেটা হতে পারে। তবে আমার মনে হয় আনোয়ার ইব্রাহিম অতটা বোকা নন আপনি যতটা ভাবছেন

৫| ১৬ ই মে, ২০১৮ বিকাল ৫:০৭

জাতির বোঝা বলেছেন: আনোয়ার ইব্রাহিম ভালো প্রধানমন্ত্রী হবেন। আমার ধারণা তিনি বিগত দিনগুলোতে যথেষ্ট শিক্ষা পেয়েছেন। এবার তার দেবার পালা।

১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

দূর পাহাড়ে বলেছেন: তাকে শিক্ষা দেয়ার কিছু নেই। তার প্রতি অন্যায় করা হয়েছে

৬| ১৬ ই মে, ২০১৮ বিকাল ৫:৪০

রাজীব নুর বলেছেন: লোকটার বুদ্ধি আছে।

১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

দূর পাহাড়ে বলেছেন: মাহাথির না আনোয়ার ইব্রাহিমের?

৭| ১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দেখা যাক কী পরিবর্তন তাঁর জীবন ও কর্মে এসেছে...

১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

দূর পাহাড়ে বলেছেন: সেই অপেক্ষায়

৮| ১৬ ই মে, ২০১৮ রাত ৯:৫০

বোববুরগের বলেছেন: Why are you so excited about Malaysian politics? Do you live there?

১৭ ই মে, ২০১৮ রাত ৯:১৫

দূর পাহাড়ে বলেছেন: আনোয়ার ইব্রাহিম একজন অনুকরণীয় মুসলিম। এজন্য তাকে ভাল লাগে...।

৯| ১৯ শে মে, ২০১৮ সকাল ৮:২৩

বোববুরগের বলেছেন: Ah. I like Lee Kuan Yew better, he knows how to build a country from ground up.

১০| ০৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:১৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: মাহাথির না আনোয়ার ইব্রাহিমের?

মাহাথির।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.