নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে সোচ্চার সর্বদা।

নারীরা মায়ের জাতি। এদের সন্মান করুন। মাকে সন্মানিত করা হবে।

সালমা রহমান

যুদ্ধাপরাধীরা জাতির দেহে মারাত্মক ক্যান্সার।এদের এখনই বিচারের আওতায় আনা উচিত।সমস্যা আছে বলেই আমরা সম্ভাবনার স্বপ্ন দেখি। হাজারো প্রতিকূলতা, সমস্যার পরও আমরা আগামীর স্বপ্ন দেখি! সে স্বপ্ন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন!

সালমা রহমান › বিস্তারিত পোস্টঃ

বন্ধু তুমি চলে গেলে আমায় একা রেখে

০৬ ই জুলাই, ২০১০ দুপুর ২:৫৫

তুমি ভুলে যেও বন্ধু মোরে মনে রেখো না

একা আছি ভাল আছি নিয়ে বেদনা।

আমায় ছেড়ে থাক যত দুরে

আমার কথা জাগবে তোমার অন্তরে-

একই বাসায় ছিলাম দুটি পাখি

প্রেমানন্দে ছিলাম মাখামাখি।

এখন সাথী হারা পাখি আমি নেই ঠিকানা।

আমার মরার সংবাদ যদিও পাও

মনে চাইলে একটু দেখে যেও

সেদিন আমায় দিয়ে যেও

শেষ শান্তনা............।

আমাকে আর শেষ শান্তনা তোমার দেওয়া হলো না । তার আগেই তুমি আমায় ছেড়ে বিদায় নিলে। একদিন আমার উপর অভিমান করে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়ছিলে। তোমার অভিমান ভাঙ্গার সুযোগ আর আমি পেলাম না । বুক ভরা অভিমান নিয়েই তুমি বিদায় নিলে আমার অন্তপুরের সীমানা থেকে।

তুমি এখন এক শব্দহীন মানুষ। আমি জলভরা চোখে তোমাকে দেখছি। তুমি তো অনড় আমাকে আর দেখতে পাচ্ছ না। এই দেখাই শেষ দেখা। এই পৃথিবীর কোথাও আর তোমার সাথে দেখা হবে না। সারা জীবন শুধু বলতে হবে - আমি আমার প্রিয় বন্ধুকে হারিয়ে ফেলেছি। সে আমার পরম বন্ধু। আমি কখন বিমর্ষ থাকি, কেন আমার চোখে জল আসে, কেন আমার মুখে মেঘের ছায়া পড়ে, কথা না বলেও সে আমার ব্যথা বেদনার কথা জানত। নিজের জীবনের চেয়ে আমার জীবনটিকে সুন্দর সুচারু করে তৈরী করতে যা কিছু প্রয়োজন, সে এক পায়ে দাড়িয়েছিল তা করার জন্য। সে হয়ে উঠে আমার সবচেয়ে দীর্ঘক্ষনের সঙ্গী, সবচেয়ে বড় বন্ধু। আমাদের বন্ধুত্বের মধ্যে অলক্ষে এক সীমানা থাকে।আমরা কেউই ভুলেও এই সীমানা পার হওয়ার চেষ্টা করিনি। শুদ্ধ জীবন যাপন করতে গিয়ে কোনও অশ্রীলতাকে অন্তত দু'জনের মধ্যে আমরা ঠাই দেইনি। এত কাছের মানুষ ছিলাম আমি, তারপরও এই দুরত্বটুকু কিছুতেই ডিঙোতে পারি নাই।আমাকে সে যেমন ভালবাসত, তেমন ভয়ে পেত। আমি বুঝতে পারিনি যে তার ভিতরে নিজের অস্তিত্ব হীনতা দেখা দিয়েছিল। তোমাকে অভিবাদন বন্ধু। মান অভিমানে প্রতিদিন মরে যাওয়ার চেযে একেবারে চলে যাওয়াই ভাল। আমি কোন দিন ভাবতে পারিনি আমার আগে তুমি চলে যাবে। বন্ধু, তুমি চলে গেছ, আর আমি অপার হয়ে বসে আছি। তুমি তো ঠিকানা নিয়েছ বন্ধু। আমি ছেলে মেয়ে নিয়ে কোন ঠিকানায় যাব? আমি এখন বিধ্বস্ত, শোকে মূহ্যমান, ভগ্ন হৃদয়ের মানুষ। যে শোকের শান্তনা নাই ।বেচে থেকেও আমার বড় কষ্ট বন্ধু - বড় কষ্ট..............................

মন্তব্য ৩৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১০ বিকাল ৩:০৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বন্ধু কেন চলে গেল, কোথায় চলে গেল।

২| ০৬ ই জুলাই, ২০১০ বিকাল ৩:৪৪

সালমা রহমান বলেছেন: সে চলে গেছে পরপারে।যেখান থেকে কেউ আর ফেরত আসে না। কিন্তু তার স্মৃতি রয়েছে আমায় চারিপাশ ঘিরে।

৩| ০৬ ই জুলাই, ২০১০ বিকাল ৪:১৩

এম. হাবীব বলেছেন: বন্ধু হারানোর সহমর্মিতা...............

৪| ০৬ ই জুলাই, ২০১০ বিকাল ৪:৫৬

সালমা রহমান বলেছেন: কি যাতনা বিষে বুঝিবে সে কিসে কভু আসি বিষে দংশিনে যারে। বন্ধু হারানোর বেদনায় ব্যথিত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৫| ০৮ ই জুলাই, ২০১০ রাত ১:০৬

ওমাহীভাই বলেছেন: তুমি বন্ধু ভুলে যেও মনে রেখো না,
একা আছি ভাল আছি নিয়ে বেদনা।।
আমায় ছেড়ে থাক বন্ধু তুমি যত দুরে,
আমার কথা জাগবে শুধু তোমার অন্তরে।।
একই বাসায় ছিলাম মোরা দুটি সুখ পাখি,
প্রেমানন্দে ছিলাম মোরা সদাই মাখামাখি।।
সাথী হারা পাখি এখন ঠিকানা আমার নাই,
আমার মরার সংবাদ যেন জানেন মালেক সাই।।
মনে চাইলে বন্ধু তুমি একটু দেখে যেও,
শেষ শান্তনা পাব বলে শান্তির গান গেও।।


আপু মনে কিছু নিবেন না ছন্দ মিল করতে করতে জীবন টা আমার ত্যানা ত্যানা হয়ে গেল।।।
কবিতাটা আপনারই থাকল।

৬| ১০ ই জুলাই, ২০১০ দুপুর ১২:৩৬

ওমাহীভাই বলেছেন: আপু উপরের কবিতাটা কিন্ত আপনারই । শুধু একটু সংশোধন করেছি মাত্র। এখনো মন্তব্য দিচ্ছেন না কেন? অপেক্ষায় থাকলাম..........................................

৭| ১০ ই জুলাই, ২০১০ দুপুর ১২:৫৫

সালমা রহমান বলেছেন: ছন্দ মিলাতে মিলাতেই একদিন হয়তো আপনার জীবনের ছন্দ পতন হবে। ছোট ছোট ত্যানার টুকরো থেকে কিন্তু আজ বালিশ তৈরী হয়। শান্তির গান গেয়ে যান। মালেক সাই অবশ্যই আপনার সাথে থাকবে। ছন্দ মিলানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জীবনের ছন্দ কি মিলাতে পেরেছেন?

৮| ১২ ই জুলাই, ২০১০ রাত ৯:৫২

ওমাহীভাই বলেছেন: জীবনের ছন্দ পতন হতেই পারে । সে কারণে মন খারাপ করে না থেকে জীবনের ছন্দটা আবার মেলানোর চেষ্টাতো করতে পারেন? সেই সেই সেই নরম বালিশটা মাথায় দিয়ে আরেকবার না হয় ছন্দ পতন ঘটল তাতে দোষের কি? সত্যি মেলাতে পারি নাই। কেন জানি মনে হয় কেউই মেলাতে পারে না। আবার মনে হয় শুধুই কি আমারটাই এমন হয়ে গেল। সবাই কত সুন্দর তালের সাথে ছন্দ মেলায়ে গাছ পাকা তাল খেয়ে বিছানায় শুয়ে শুয়ে তাল পাতার বাশি বাজিয়ে আদরের বউ যেন তালপাখার বাতাস করছে অবিরত সকাল সাঝে। ভাল লাগে না । আমার কিছু ভাল লাগছে না। মনে হয় ভাল লাগবে না কোনদিন।।।।

৯| ১৩ ই জুলাই, ২০১০ দুপুর ২:২৪

সালমা রহমান বলেছেন: চেষ্টা চালিয়ে যান, হয়তো মিলে যাবে। অদম্য ইচ্ছা শক্তিই তো মানুষকে বেচেঁ থাকার প্রেরনা যোগায়। হতাস হলেতো চলবে না। হতাশাকে জয় করতে হবে কর্মের সফলতা দিয়ে। দোয়া করি অতি দ্রুত কেউ তাল পাতার পাখা নিয়ে এসে ছন্দ পতনের অবসান করুক। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

১০| ১৪ ই জুলাই, ২০১০ রাত ২:৩৬

ওমাহীভাই বলেছেন: ভাইরে হয়তো ছন্দ আর কোনদিন মেলাতে পারবো না। যাকে নিয়ে ছন্দ করবো বলে লিখতে বসেছিলাম সেতো হারিয়ে গেছে কোন এক অমাবস্যার তিথিতে, চাদের আলোয় জোনাকিরা হয়ত জ্বালাবে না আলো ভুল করে। এখনো ঘুম ভাঙ্গে মাঝরাত্রে বিষণ্ণ হতাশায় কোন এক প্যাচার কোমলতাহীন কন্ঠে।। একাকী রাত জাগা পথহারা পাখির মত পথভুলে অজানা বকুলগাছে ঘ্রাণ নেবার চেষ্টা মাত্র। চোখে জল এসে যায় সত্যি আবার এ পাশে ো পাশে তাকিয়ে দেখি অজানার ধুলোমাখা পথে হাটছি একাকী।।।
মনটা ভাল নেই ।।

১১| ১৪ ই জুলাই, ২০১০ বিকাল ৪:৫৪

সালমা রহমান বলেছেন: মেঘ দেখে কেউ করিস না ভয়, আড়ালে তার সূর্য হাসে। হারা শশির হারা হাসি অন্ধকারেই ফিরে আসে। জনারন্যে আমরা কেউ একা নই, কেউ না কেউ আমাদের সাথে আছে, তা না হলে আমরা বাচঁতে পারতাম না।হতাশার চাদরে নিজকে জড়িয়ে না রেখে আলোতে নিজকে প্রকাশিত করুন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন, বেশী বেশী বই পড়ুন দেখবেন মন ভাল হয়ে গেছে।আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চাইতেও খাঁটি। এই মাটিতে জন্ম আমার, এই মাটিকেই অঙ্গে মাখি। তারপরও যদি মন ভাল না হয় তবে আপন মনে গাইতে থাকুন ---- যদি তোর ডাক শোনে কেউ না আসে, তবে একলা চলরে..........................।

১২| ১৬ ই জুলাই, ২০১০ রাত ১২:০৯

ওমাহীভাই বলেছেন: আপু আসসালামু আলাইকুম। হয়ত আছে হয়ত নাই। এভাবেই দিন গুলো কেটে যাবে। কোন এক পথের ধুলায়, স্মৃতি কাদায়, দৃষ্টি হারায় অভাব দেখে। সুতোয় পরিবে টান, মুখ পানে কেন চান। জীবনের হাসি ফুরিয়ে যাবে একদিন। বটবৃক্ষের ছায়া শীতল মনোহর দৃষ্টিনন্দন আখি ঝুকি ঝুকি স্মৃতিময় চোখ, সত্যি ভাবনাময়। একলা চলার চেষ্টা করছি...
(আপু আপনার আসল নামটা কি?) সালমা, সুমা, বেনু, রহমান,

১৩| ১৭ ই জুলাই, ২০১০ দুপুর ১২:৫৬

সালমা রহমান বলেছেন: ওয়ালকুম সালাম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারকাতুহু। প্রত্যেকেরই একদিন সুতোয় টান পড়বে তাতে সন্দেহ নাই। তারপরও আমরা আমাদের নিজের বিবেক বুদ্ধি দিয়ে অন্যকে সামান্যতম হলেও বুঝার চেষ্টা করি। জীবনের হাসি আনন্দ সবই ফুরাবে, শেষ হবে সব লেনদেন। তারপরও হাসিখুশি থাকতে হবে। জীবনের শেষ দিন পর্যন্ত হাসি খুশি থাকতে চেষ্টা করতে হবে।বটবৃক্ষের ছায়া সুশীতল মনোহর দৃষ্টিনন্দন প্রাঙ্গনে নিজকে বিলিয়ে দিয়ে অনেকে আনন্দ খোজে নিজকে হারানোর। ভাবনার বেড়া জাল ডিঙিয়ে হয়তো একদিন স্মৃতিময় অতীত উকি দিবে আপনার পবিত্র মনোআঙ্গিনায়। না পেয়ে তোমার দেখা দিন যে আমার কাটে নারে, ভেঙ্গে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার। হয়তো এই গানটির মতই কেউ আসবে আপনাকে নিয়ে যেতে সেদিনের অপেক্ষায় থাকুন। একলা থাকার মাঝেও মানুষ আনন্দ অনুভব করে। আপনার জন্য শুভ কামনা। আমার নাম আসলে সালমা ইয়াসমিন। স্বামীর নামের শেষটুকু জোড়ে দেওয়ার কারনে সালমা রহমান। স্বামীর নাম হামিদুর রহমান।

১৪| ১৯ শে জুলাই, ২০১০ রাত ১:৩০

ওমাহীভাই বলেছেন: আসসালামু আলাইকুম। সালমা ইয়াসমিন আপু আপনার কবিতা পড়ে প্রথমের ধারণা শেষে এসে ভেঙ্গে গেল। ভাবছিলাম আপনার ছদ্ম নাম বুঝি। আপনি বলেছেন তিনি আর নেই । তার মানে তিনি (আপনার স্বামী) কি মারা গেছেন। জানি না আল্লাহ মাফ করুক। আমার ভুল হতে পারে। তবে প্রোফাইলের আগের ছবিটা বদল করে এখন এমন ছবি দিলেন কেন? আপনি এখন কোন সার্ভিস করছেন কি? মনে কিছু নিবেন না। জাষ্ট মাই কিউরিসিটি। তবে মেয়েদের চাকুরী করার মধ্যে কোন ভাল দিক আমার কাছে নেই। এটা যেন মুসলিম সমাজে আমাদের কাম্য নয়। আপনার সুন্দর মন্তব্য দেয়ার জন্য ধন্যবাদ না দিয়ে থাকতে পারলাম না। আসা করি লিখতে থাকবেন। আপনার দেশের বাড়ী জানতে পারি কি?

১৫| ১৯ শে জুলাই, ২০১০ দুপুর ২:০২

সালমা রহমান বলেছেন:
ওয়ালকুম সালাম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারকাতুহু।ছদ্ম নামের মাধ্যমে অনেকে নিজকে আড়াল করতে চায়। যেটাকে আমি সমর্থন করি না। নিজকে আড়াল করা মানে নিজের বিবেককে আড়াল করা বলে আমি করি, হয়তো আমার ধারনা ভুলও হতে পারে। হ্যাঁ তিনি আর নেই, তার মানে আমি কিন্তু আমার স্বামীকে বুঝাবার চেষ্টা করিনি। লেখার শেষে বলেছি তুমি তো ঠিকানা নিয়েছ বন্ধু। আমি ছেলে মেয়ে নিয়ে কোন ঠিকানায় যাব? তার মানে আমার ছেলে মেয়ে স্বামী সংসার অর্থাৎ আমি সব দিকেই পরিপূর্ন। আমার মা-বাবা ভাই, শ্বশুর- শ্বাশুড়ী, দেবর -ননদ নিয়ে আপনাদের দোয়ায় খুব ভাল আছি। তবে আমি আমার প্রকৃত একজন বন্ধুকে হারিয়েছি । যে ছিল আমার আজকের সুখের পেছনের কারিগর । ছবিটা আমার কলেজ জীবনের । তাই যোগ করেছি যদি মনে করেন বর্তমান প্রেক্ষাপটে মানান সই নয় তবে পরিবর্তন করতে নিশ্চয়ই আপত্তি থাকবে না। হ্যাঁ আমি শিক্ষকতা পেশায় নিয়োজিত আছি। আমার স্বামী ২০০৩ সালে নাজমুল হুদার ক্যাডার বাহিনীর হামলা, ৫টি মিথ্যা মামলা মাথায় নিয়ে স্বেচ্ছায় প্রবাস জীবন বেচে নিতে বাধ্য হয়। সে বর্তমানে সৌদি আরবে একটি আর্ন্তজাতিক তেল কোম্পানীতে চাকুরীরত। আপনি বলেছেন মেয়েদের চাকুরী করার মধ্যে কোন ভাল দিক আমার কাছে নেই। এটা যেন মুসলিম সমাজে আমাদের কাম্য নয়।এই ধারনাটা আপনার কেন হলো? দয়া করে একটু ব্যাখ্য দিবেন কি? বিশ্বের প্রতিটি মুসলিম দেশেই এখন মেয়েরা ভাল ভাল পদে চাকুরী করছে। আমি জানিনা চাকুরীজীবি কোন মেয়েকে নিয়ে আপনার কোন দুঃখের স্মৃতি আছে কিনা? যত দিন আপনার কাছ থেকে সুন্দর, গঠনমূলক আচরন পাব ততদিন লিখতে কোন আপত্তি থাকবে না। এখন পর্যন্ত ভাল আচরনই পেয়েছি। আমি কিন্তু আমার সবই বললাম। আপনি যদি মনে করেন আপনার কিছু বলা উচিত তবে আমার কিন্তু শোনতে কোন আপত্তি থাকার কথা নয়। আমার দেশের বাড়ী ঢাকা জেলার, দোহার থানার, জয়পাড়ায়।

১৬| ১৯ শে জুলাই, ২০১০ দুপুর ২:৪১

ওমাহীভাই বলেছেন: আবার ো সালাম। দোয়া করি সবাইকে নিয়ে ভাল থাকেন সুস্থ থাকেন। খারাপ মন্তব্য করিনি। ছবিটা আপনার খুবই সন্দর পরিপাটি, সুন্দরতো তাই মনে হয় বাজে লিখিয়েরা খারাপ মন্তব্য করতে পারে এই ভযে বলছিলাম আরকি। মেয়েদের শিক্ষকতা চাকুরী মানায়। পড়ালেখার মধ্যে সবসময় থাকা ভাল। তবে অন্য কোন অফিসিয়াল হলে খারাপ হতো। কেননা বসের আচার আচরণ সাধারণত খারাপ বলে আমার মনে হয়। সবাই লোলুপ কামনায় তাকায়। তবে আমার মধ্যে যে খারাপ দিক নাই তা কিন্ত না । তাই বলছিলাম আর কি।আমার বোনেরাো কিন্ত শিক্ষকতা পেশায় নিয়োজিত। আমার বাবাো শিক্ষক আর মাত্র বার দিন চাকুরী আছে। তাছাড়া শিক্ষককে আমি সবসময় সম্মান করি। ভাল মানুষেরা সব সময় কষ্ট পাবে। এটা তাদের পরীক্ষা। আমার ো অনেক কথা বলার আছে কিন্ত বলার আবেগ খুব কঠিন তাই পরে আরেকদিন বলব।।।

১৭| ১৯ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৩২

সালমা রহমান বলেছেন: I will be waiting for your next response. I will tell you, We can live with hope. We can be happy with small things we can create to enjoy in the moment. And we can make a plan, a project for serious ideas.

So,

Joy in the moments

The most consistently miserable people are those who can't be happy unless everything always goes their way. The most consistently happy and fulfilled people are those who decide to enjoy and make the best of whatever comes their way. It's great to expect the best for yourself, because your expectations drive your reality. Yet life will deliver many unexpected twists, turns and disappointments on the way to fulfilling those expectations. Making yourself miserable about those disappointments and misfortunes won't achieve anything positive. Stop and think how much more effective you would be if you could simply accept those disappointments and then move on past them. Expect the best, and make the most of the rest. That's the quickest way to get where you're going while finding plenty of joy in the precious moments along the way.

All the best you & your family members........and pray for me to Allah who always help me in my right way.

১৮| ১৯ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৪২

সালমা রহমান বলেছেন: Its my own realization:

Family Relations are important, it depends what kind of attitude you got towards your family. Its natural relationship which is equally important to everyone either its human being or animals. If you see and think in details why i said animals, you will find that more than a human being now day’s animal’s love their family and they live to protect their family. Human being changes his mind according to circumstances around and his feelings. But it’s not happening in animals they all love their family in all kind of conditions. May you feel that I am more concerned about animals, but no you are wrong, i am more concerned about human being I want everyone to understand that we are human being we can think more than animals they why we need to change our feelings for our own family? I strongly disagree that some situations make you change your mind, because this is my life time experience that whenever you are in trouble only your family supports in any conditions.
Now about friends, what you can say about friends and friendship. Its unique relationship where you can’t choose your friends because friends comes by nature you have. And if you think you can make friends or you can change friends it’s not true. Friends come together who have same kind of choices, same type of attitude and same thinking. I don’t mean it will match 100% but somehow percentage reaches up to 75% where you will come together and share. What you share? It depends on what kind of your personality is. There are lots of different kind personalities, which varies with you own attitude and behavior. Now days most of relations depends on your financial position. But friendship is kind of relation that never compares money, it only compares your feelings towards your friend.

১৯| ১৯ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৫২

ওমাহীভাই বলেছেন: I don't know enough English word. I am anxious that you are so clever cause of my bad side in English.Its my think. so I am trying heart and soul how can i speak English very clearly. please pardon me madam. can you detail it bangla? I know you are creative in English, your language and pronunciation and other necessary things are so good. I will all time pray to ALLAH for you and your family. May ALLAH live long to help you for working right way. Don't forget me. and also pray for me.I will wait for you as good reply.

২০| ১৯ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৫৪

ওমাহীভাই বলেছেন: Why you can change your profile picture. Its my comments review?

২১| ১৯ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:০২

ওমাহীভাই বলেছেন: How is it possible? Your first comment written at 06:32 pm and second comment at 06:42pm. Just 10 minute differ between 1st and 2nd. I think your writing speed so good. But mind able. Please don't mind it. I will flow you must. Thanks a lot.

২২| ১৯ শে জুলাই, ২০১০ রাত ৮:৩১

সালমা রহমান বলেছেন: আমি আপনাকে কোন দিক দিয়ে ছোট করার জন্য কিন্তু ইংরেজী লিখিনি। আমি তখন ইংরেজী নিয়ে ব্যস্ত ছিলাম তাই এ লেখার অবতাড়না। কিছু মনে করবেন না। জানিনা আপনি আমার চেয়ে বয়সে বড় হবেন কিনা। তারপরও আপনার মতামতকে সন্মান করেই ছবিটা পরিবর্তন করলাম। আপনার মতামতের পেছনে যথেস্ট যথেষ্ট পজেটিভ যুক্তি ছিল। তাছাড়া অন্য একজন হিতাকাঙ্খি একই কথা বলেছে। আপনার জন্যও দোয়া রইল।

২৩| ১৯ শে জুলাই, ২০১০ রাত ১১:৪৯

ওমাহীভাই বলেছেন: আপনার কথাগুলো সত্যিই ভাল এবং বাস্তবধর্মী। আমি আপনার সমবযসী হয়ত হব। পড়াশুনা এম,এ (অনার্স), মাষ্টার্স । বর্তমানে ছোটখাট একটা চাকরী করছি। আসলে এসব জব ভাল লাগার মত না। বাবাকে অনেক বার বলেছি বিদেশে যাব। প্রয়োজনে রাস্তার কাজ করব। কিন্ত তার কাছে বিদেশ নাকি ভাল না। ছবি পরিবর্তন করে ভাল করেছেন কিন্ত আমার খুব খারাপ লাগছে। কেন জানি না। আপনি কি ইংরেজীতে পড়ছেন নাকি ? বই পড়ার শখ ? সব সময় ভাল থাকবেন এটাই চাই। সামুতে লগইন করলেই কেন জানি আপনার কমেন্টস খুজতে থাকি। আপনার উপরের আর্টিকেলটা খুবই কঠিন আর জোড়ালো। আমারও কিন্ত আসল নাম মাহি।।। সবাই ওমাহীভাই বলে ডাকে বলে ইউজার নেম হিসাবে এটাই ব্যবহার করছি।।। আপনার জন্যও দোয়া রইল।

২৪| ২০ শে জুলাই, ২০১০ দুপুর ২:৩১

সালমা রহমান বলেছেন: আপনার সুচিন্তিত মনোভাবের জন্য ধন্যবাদ। কোন বিষয়ে এম.এ? ছোট খাট চাকুরীটা কি জানতে পারি কি? দেশের চাকুরী ভাল না লাগার কারনটাই বা কি? আমি বিদেশ যাবার পক্ষপাতি নই। কারন আমার স্বামী প্রবাসী । আমি এর বাস্তবদিকটা উপলব্ধি করতে পারি। আপনার বাবা ঠিকই বলেছেন। এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি নিজের ছবি আর ব্যবহার করব না। আপনার খারাপ লাগার কারনটা বলতে পারেন। আমি মাকেটিং এর ছাত্রী। আমার স্বামী ইংরেজী সাহিত্যে এম.এ । অনেকটা স্বামীর অনুপ্রেরনায় ইংরেজীটা নিয়ে একটু ঘাটাঘাটি করি। আমার ছেলে মেয়েও ইংরেজীতে ভাল। বই পড়া, গান শোনা, রাত জেগে টিভি দেখা আমার শখের তালিকায়। হয়তো আমরা ভাল বন্ধু বলেই মনে পড়ে। প্রত্যেকটা মানুষই কম বেশী পারিবারিক সম্পর্ক এবং বন্ধু নির্বাচনের সমস্যায় ভোগে। আমার জীবনে এ দুইয়ের যথেষ্ট প্রভাব তাই আমি আমার অনুভূতিটা শেয়ার করলাম। পবিত্র সম্পর্ক পবিত্রতা জন্মদানের পাশাপাশি চিরদিন টিকে থাকে। যদি কোন আপত্তি না থাকে তবে আপনার দেশের বাড়ীর ঠিকানা, আপনার বোন এবং বাবার কর্মস্হল কোথায়? জানাবেন । আপনার মন মানষিকতার সাথে প্রোফাইল ছবিটার মিল নাই, ছবিটার ব্যাপারে সিদ্ধান্ত নেবার অধিকার একমাত্র আপনারই। কারো ব্যক্তিগত পছন্দ অপছন্দ নিয়ে মতামত দেবার অধিকার নিশ্চয় কারো থাকা উচিত নয়। আপনিও না হয় আমার ভাই। ভাই শব্দটা যে কত গভীর যাদের বড় ভাই নাই তারাই উপলব্ধি করতে পারে। আপনার জন্যও দোয়া রইল।

২৫| ২০ শে জুলাই, ২০১০ রাত ১০:৩৬

ওমাহীভাই বলেছেন: সাহিত্যে তবে আপনার স্বামীর মত ইংরেজী সাহিত্যে নয় বাংলা সাহিত্যে।। তাই বাংলায় লেখালেখির অভ্যাস আছে আর কি। তবে ভাল লাগে না, লিখতে বসলেই প্রণয়ের পরিবর্তে করুণাভাব চলে আসে। আসলে আমার প্রোফাইলের ছবিটা বাস্তবে নিউড হলেও এর বিশালতা, তাৎপর্য কিন্ত সমুদ্রের ন্যায় গভীর। আসলে কেন জানি ছবিটার ব্যাপারে আপনি বলছেন তাই হয়তবা বদল করে দিলাম। আমার দেশের বাড়ী গাইবান্ধায় শহরে । আপনার প্রোফাইল ছবি টা হঠাৎ করে এভাবে সরিয়ে নিবেন আমি বুঝতেই পারি নাই। খুব খারাপ লাগছে কারণ আপনার ভাল লাগার বিষয়ে আমি হাত দিয়ে হয়ত খারাপ কিছু করলাম না তো। জীবনের প্রয়োজনে বন্ধু প্রয়োজন তবে সেটা কঠিন বিষয় নির্বাচন করার ব্যাপারে। আপনি পেশায় মার্কেটিং এর ছাত্রী হয়ে শিক্ষকতা করছেন কেন? তবে আমার কিন্তু এই জবটা খুব ভাল লাগল। বিশেষকরে মেয়েদের জন্য এটাই শ্রেয়। বাড়ীর ঠিকানাটা দিলে বন্ধুত্ব কমে যাবে, নাকি বেড়ে যাবে। জানি না তবে আমার পরিবারে সবাই যে যার মত ছোট খাট সরকারী কাজে চাকুরীরত। আমিও সরকারী চাকুরী করি কিন্ত আমার পছ্ন্দ না। শিক্ষকতার চাকুরী পেয়েছিলাম কিন্ত করিনি। শখ ছিল বি.সি.এস দেব। একবার দিয়েওছিলাম। আশা পূরণ হল না। মনের আবেগে এ পর্যন্ত ৫টা চাকুরী ছেড়ে দেই। তবে বাবা মার অনুরোধে এবারের সরকারী চাকুরীটা করছি এখন পর্যন্ত। ভবিষ্যত কি হবে জানি না। দোয়া করবেন যেন আল্লাহ আমার মনের আশা পুরণ করেন। ভাল থাকবেন এ কামনায়।।।।।।

২৬| ২০ শে জুলাই, ২০১০ রাত ১১:২৬

সালমা রহমান বলেছেন: বন্ধু হল ছায়াদানকারী বৃক্ষের মতো। পবিত্র বন্ধুত্ব কখনো নিঃশেষ হয় না। দোয়া করি মনের আশা পূরন হোক। মনের জোড় থাকলে বি.সি.এস টা দেবার আবার চেষ্টা করুন। নিশ্চয়ই সফল কাম হবেন।

২৭| ২১ শে জুলাই, ২০১০ রাত ১২:০৩

ওমাহীভাই বলেছেন: ইচ্ছে ছিল কিন্ত বয়সটা বাধ ভেঙ্গে ততক্ষণে অনেক দুরে চলে গেছে। আপনি এত রাত্রে নেটে বসে আছেন। তবে আমিও কিন্ত অনেক রাত পর্যন্ত জেগে থাকি।

২৮| ২১ শে জুলাই, ২০১০ দুপুর ২:১৮

সালমা রহমান বলেছেন: সত্য ও সুন্দরের পথে রুচিশীল আর সাংস্কৃতিক বোধের বাধাহীন প্রকাশই হলো পরিপূর্ণ মেধার লক্ষণ, যা তার নিজস্ব সত্তা থেকে দিনের পর দিন তৈরী হয়। পরিবারের সুদৃঢ় বন্ধনে এ বিষয় গুলো আরো ত্বরান্বিত হয়।
রাতের খাবার শেষে পরিবারের অন্য সদস্য এবং বাচ্চারা ঘুমিয়ে পড়ে। তখন স্বামীর সাথে নেটে কিছুটা সময় কাটাই। আমিও রাত জেগে নিজের প্রয়োজনীয় কিছু কাজ করি। আমার স্বামীও অনেক রাত পর্যন্ত জেগে থাকে। বাংলাদেশে যখন রাত ৩/৪ বাজে তখন সে ঘুমাতে যায়। আপনার কথা আমার স্বামীকে বলেছি।

২৯| ২১ শে জুলাই, ২০১০ রাত ১১:২৪

ওমাহীভাই বলেছেন: আমার কথা আমার বড় ভাইকে জানানোর আগে আমাকে একবার জিজ্ঞাসা করলেন না কেন? ওনি যদি মাইন্ড করে তাহলে কিন্ত আপনার দোষ। আমি আপনাকে বোন বলছি। সেক্ষেত্রে ওনি আমার বড় ভাই। আমারতো বড় ভাই নেই। তবে বিষয়টা বলা ঠিক হয়নি। আপানাকে আর লিখব না। ডিষ্টার্ব মনে করছেন বলে।।।।।।।।।।।।।।।।।।।।।।

৩০| ২২ শে জুলাই, ২০১০ রাত ২:০২

ওমাহীভাই বলেছেন: প্লিজ ভুল বুঝবেন না। আল্লাহ হাফেজ।

৩১| ২২ শে জুলাই, ২০১০ সকাল ১১:২৭

সালমা রহমান বলেছেন: As you wish. Sorry for that. My husband is big hearted man. Never mind also I tell you goodbye.

৩২| ২২ শে জুলাই, ২০১০ রাত ১১:৪৬

ওমাহীভাই বলেছেন: Hey, Please don't mind. I am as your brother. so I called you sister. But It is very difficult to do it. Because a boy and a girl they are not good friend always so May be your husband is big hearted but it seems to be a gender verification problem. I like him for his big mind and I think he must accept it generally but may be create a confusion. However I alltime remember you as my sister. I want to believe.

৩৩| ২৩ শে জুলাই, ২০১০ রাত ১:৩০

সালমা রহমান বলেছেন: Life is really unpredictable, anything happens with a purpose.I agree with you more than 100% that over caring in our life today becomes unfortunately (self destruction)!! It is a mystery why we fall in love? It is a mystery how it happens? It is a mystery when it comes. It is a mystery why some love grows and it is a mystery why some fails?You can analyze this mystery and look for reasons and causes, but you will never do anymore than take the life out of the experience. I have many friends in my life. I think they are the most precious resources to me. No matter what happened, they will keep me company and make me happy. I always appreciate it. I want to say because of you I will never give up or feel disappointed.
Sharing a special moments
to a very special friends
Seems sharing the true color of life!

The hardest part of any friendship
is when it is time to say goodbye.
All the best you and your others relatives.

৩৪| ২৪ শে জুলাই, ২০১০ রাত ১১:০০

ওমাহীভাই বলেছেন: আমি বিশেষ একটা কােজ ঢাকায় আছি। আগামী কাল রাত্রে চলে যাব। তাই েনট ব্যবহার করতে পারিছ না। .....

৩৫| ২৬ শে জুলাই, ২০১০ রাত ১১:০৩

ওমাহীভাই বলেছেন: আপু ভাল আছেন তো? আবার লিখতে বসলাম বাড়ীতে এসে।

৩৬| ২৭ শে জুলাই, ২০১০ দুপুর ১২:২৭

সালমা রহমান বলেছেন: ভাল আছি। ধন্যবাদ। ভাল থাকবেন।

৩৭| ২৭ শে জুলাই, ২০১০ রাত ৯:৫১

ওমাহীভাই বলেছেন: নামাজে শেষে দোয়া করবেন যেন ভাল থাকি।।।

৩৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৫৩

নিঝুম আখতার বলেছেন: জীবনের নির্জন মহাসড়কে চলার পথে দু'একজন ভালো বন্ধু পাওয়া সবচেয়ে কঠিন।
Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.