নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সালমা রুহী

সালমা রুহী › বিস্তারিত পোস্টঃ

অদম্য শক্তি

০৭ ই মার্চ, ২০১৮ রাত ১০:৩৬


★ "অস্ত্রোপচার চলাকালীন সময়ে রোগীর মৃত্যুর জন্য কর্তৃপক্ষ দায়ী থাকিবে না।" এই লেখাটা দিয়ে সিজার শুরু, ও সন্তান জন্মের 'বার্থ সার্টিফিকেট' লেখা দিয়ে শেষ।
মাঝখানে কত সময়ের কত প্রয়োজনীয়তা....
★ হাঁটি হাঁটি পায়ে স্কুলে ভর্তি থেকে শুরু, পরীক্ষা পাশ দিয়ে শেষ..।
★ মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে শুরু, এমবিবিএস পাশ করা দিয়ে শেষ..।
★ বিসিএস দিয়ে শুরু, বিসিএস ক্যাডার হয়ে শেষ..।
★ বুয়েটে এডমিশন দিয়ে শুর, ইঞ্জিনিয়ার হয়ে শেষ।
★ 'ল' তে ভর্তি হওয়া দিয়ে শুরু, এডভোকেট হয়ে বের হয়ে শেষ.....।
★ সাংবাদিকদের লেখনী শক্তি দিয়ে শুরু, সমাজ বদলানো দিয়ে শেষ।
★ শিক্ষক দ্বারা একটা জাতিকে শিক্ষিত করা থেকে শুরু, শিক্ষিত হয়ে শেষ..।
★ ডাক্তার এর প্রেসক্রিপশন লেখা মাধ্যমে রোগীর জীবন বাঁচানো থেকে শুরু, মৃত্যুতে শেষ..।
★ একটা ইমারতের নকঁশা আঁকা থেকে শুরু, ইমারত তৈরি করে শেষ।
★ খুনের মামলায় হাইকোর্টের জজের রায় দিয়ে শুরু, মৃত্যুদণ্ড দিয়ে শেষ।
★ মিথ্যা মামলা দিয়ে শুরু, মামলার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে শেষ।
★ রাজনৈতিক নেতাদের বড় বড় রাজনৈতিক কর্মকাণ্ড চারটা অক্ষরের 'হরতাল' লেখা দিয়ে শুরু, সাধারণ পাবলিকের ভোগান্তি দিয়ে শেষ.......
★ বাৎসরিক বাজেট ঘোষনা দিয়ে শুরু, দ্রব্যমূল্য বৃদ্ধির যাঁতাকলে মধ্যবিত্তের ঘুম হারাম করে শেষ।
★ বাপের ভিটা শেষ সম্বলটুকু, দেড়শত টাকার স্টাম্পপেপারে একটা স্বাক্ষর দিয়ে শুরু, বিক্রি দিয়ে শেষ.......
★ অনাহারী এক পাগলী মা তার বুকের ধনকে তিন বেলা খাওয়াতে না পেরে, মাত্র পাঁচশত টাকায় এফিডেভিট করে শুরু, নিঃসন্তান কোনো দম্পতির কাছে বিক্রি দিয়ে শেষ।
★ ঋণ করে বাড়ী বানিয়ে ঋণের বোঝা বাড়ানো দিয়ে শুরু, বাড়ী নিলামে উঠিয়ে শেষ।
★ বৃদ্ধ মার চিকিৎসার জন্য বউয়ের শখের কানের স্বর্ণের দুলটা স্বর্ণকারের কাছে নেওয়া থেকে শুরু, বন্ধক দিয়ে শেষ।
★ প্রেমের চিঠি আদান প্রদান দিয়ে শুরু, ব্রেকআপ দিয়ে শেষ।
★ বিয়ের কাবিনে সাক্ষর দিয়ে শুরু, ডিভোর্সপেপারে সাক্ষর দিয়ে শেষ.......
★ আদরের মেয়ে ঘর ছেড়ে চলে যাওয়া দিয়ে শুরু, "আমি চলে যাচ্ছি, আমার খোঁজ করোনা" পত্র দিয়ে শেষ।
★ প্রেমিকার অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে শুরু, ফ্যানের সাথে ঝুলন্ত লাশের পাশে পড়ে থাকা চিরকুট, "আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়" দিয়ে শেষ।
★ যা একজন লেখক ও অজস্র কবি-সাহিত্যিকের সর্বকালের সেরা প্রতিবাদী অস্ত্র..........
★ "বার্থ সার্টিফিকেট থেকে শুরু, ডেথ-সির্টিফিকেটে শেষ।"

জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রয়োজনীয় যে অস্ত্র, তা সামান্য একটা 'কলম'।
এই সব কিছুর শুরু থেকে শেষ অব্ধি যার অফুরন্ত অবদান, সে কিনা একটা 'কলম'.....!!!
হ্যা আমি এতক্ষণ মাত্র পাঁচ টাকা দামের একটা কলমের কথা বলছিলাম......
এই কলমের লেখা দিয়েই শুরু আর এই কলমের লেখা দিয়েই শেষ, মাঝখানে অনেকটা দীর্ঘ জীবন।
এই পাঁচটাকা দামের কলমটার কালি শেষ হয়ে গেলে যখন ওয়েস্টবক্সে ছুড়ে ফেলি, তখন একবারো ভাবি না, এই কলম নামের অদম্যশক্তিটার কথা.......

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৮ রাত ১১:৪২

জুনায়েদ বি রাহমান বলেছেন: প্রয়োজন ফুরিয়ে গেলে কেউ রাখতে চায় না। আর অপ্রয়োজনীয় জিনিশ রেখেও তো লাভ নেই। তবে ভাবা উচিত, মহত্ত্ব স্মরণ বা স্বীকার করা উচিত।

০৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

সালমা রুহী বলেছেন: ঠিক বলেছেন ।

২| ০৮ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪৫

রাজীব নুর বলেছেন:

০৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

সালমা রুহী বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.