নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সালমা রুহী

সালমা রুহী › বিস্তারিত পোস্টঃ

এক বোতল সমুদ্রজল

২১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৮


আসলে আমার ঝুলিতে তেমন কোন ভ্রমন কাহিনী নেই। ব্যস্ততায় কোথাও যাওয়ার সুযোগই হয় না। এই যাবো, এই যাবো করি, কিন্তু যাওয়া আর হয় না......
ছোট ভাই ও তার সাত বন্ধু মিলে কক্সবাজার যাবে। আমাকেও বলছে যেতে কিন্তু ঐ যে যাবো, এখন না পরে।
তাদের বলেছি, "আমিও তোদের সাথে সমুদ্রভ্রমন করবো...!" ভাইটা অবাক হয়ে বললো, "তুমি যাবে আমাদের সাথে।" বললাম, নারে পাগল যাবো না কিন্তু তোদের সাথে থাকবো।" তোরা যেখানে যেখানে যাবি, যা যা দেখবি সব আমাকে ভিডিও কলে দেখাবি, আর তোদের ফোনে সব জায়গার ছবি তোলে আনবি।

ওরা সাতজন রাতের ট্রেনে রওনা দিলো, কুয়াশার চাঁদরে ঢেকে ট্রেন ছুটে চলেছে চট্টগ্রামের পথে। ভোরে গিয়ে পৌছালো চট্টগ্রাম, সেখান থেকে বাসে করে যাবে কক্সবাজার। বিকেল বেলা গিয়ে পৌঁছালো সমুদ্রসৈকত। খোকারা পানিতে নামার আগে ভিডিও কল দিলো। চারিদিকে পানি আর পানি.........বড় বড় ঢেউ এসে আঁছড়ে পড়ছে, সমুদ্রের ঢেউ এর গর্জন শুনা যাচ্ছে। কিছুক্ষণের জন্য আমি হারিয়ে গেলাম, আমি যেনো খোকাদের সাথে সমুদ্রসৈকতে....পায়ে যেন পানির ছোঁয়া টের পাচ্ছি....!!!
এই খোকা শোন, "তোর কাছে পানির বোতল হবে??"
"কেনো আপু?" খোকার জিজ্ঞাসা....। বললাম, "আসার সময় আমার জন্য এক বোতল সমুদ্রের পানি নিয়ে আসবি "
খোকা অবাক হয়ে বললো, "সমুদ্রের পানি দিয়ে কি করবে? সমুদ্রের পানিতো নোনতা!!!"
"আরে বোকা আমি কি পানি খাবো নাকি!!! আমি তো সমুদ্রের পানি শুধু হাত দিয়ে ছুঁয়ে দেখবো......

ওরা সাতজন কতো জায়গায় গেলো, ইনানী বীচ, ছেঁড়া দ্বীপ, নারিকেল জিঞ্জিরা, সেন্টমারটিন..........
ভাইয়ের চোখ দিয়ে বোন সব দেখছি, যেন কল্পনার চোখ দিয়ে ভ্রমণ করছি......!
ওরা যখন বোটে করে সেন্টমার্টিন যাচ্ছে, 'সি গাল' পাখিরা তাদের পিছনে পিছনে উড়ে যাচ্ছে। মনে হচ্ছে তারা বোটের যাত্রীদের পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে........

চারদিন পর খোকা কক্সবাজার থেকে বাড়ি ফিরলো।
ব্যাগ থেকে কত কি যে বের করছে আর বলছে, "আপু এই সব কিছু তোমার জন্য। " বিভিন্নরকম আচার, ঝিনুক, শুটকি আরও কত কি!!!!
অবাক হয়ে বললাম, "এতো কিছু তোকে কখন আনতে বললাম, আমি তো তোকে শুধু এক বোতল সমুদ্রের পানি আনতে বলেছিলাম??"
আছে আপু তোমার পানিও আছে, বলেই খোকা ব্যাগ থেকে এক বোতল সমুদ্রের বালি মেশানো পানি আমার হাতে দিলো।

পানিটা হাতে নিয়ে ছুঁয়ে দেখলাম, কল্পনার চোখ দিয়েই যেন এক বোতল পানিতে পুরো সমুদ্রকে উপভোগ করতে পারছি.......।
ভাবনায় আমার সমুদ্রবিলাস হয়ে গেলো........

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

নীল মনি বলেছেন: আয় হায় একি হল :) আরে আপনি জানেন আমি কি করেছিলাম প্রথম বার সাগরে গিয়ে এক বোতল জল এনে পড়ার টেবিলের নিচে রেখেছিলাম।একমাস পর বাড়িতে গিয়ে বোনকে দিয়েছিলাম

২১ শে মার্চ, ২০১৮ রাত ১০:১৯

সালমা রুহী বলেছেন: আরে আপনি দেখি আমার দলের লোক।

২| ২১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

খালেদা শাম্মী বলেছেন: ইশ! পড়ে মনে হচ্ছিল আমিও এক বোতল সমুদ্রজল পেয়েছি।

২১ শে মার্চ, ২০১৮ রাত ১০:২১

সালমা রুহী বলেছেন: সমুদ্রজলের বোতল টা আমি আলমারিতে স্বযত্নে রেখেছি নেয়ার নিমন্ত্রন রইলো।

৩| ২১ শে মার্চ, ২০১৮ রাত ৮:২১

তারেক_মাহমুদ বলেছেন: একবার বেড়িয়ে আসলেই পারেন, আমি গত শুক্রবার বউবাচ্চা নিয়ে বেড়িয়ে এলাম।

২১ শে মার্চ, ২০১৮ রাত ১০:২৩

সালমা রুহী বলেছেন: ইনশাল্লাহ চেষ্টা করবো ভাই ।

৪| ২১ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩৮

আকতার আর হোসাইন বলেছেন: সুন্দর লিখেছেন.. কল্পনায় কল্পনা বিলাস..

২১ শে মার্চ, ২০১৮ রাত ১০:২৪

সালমা রুহী বলেছেন: ধন্যবাদ।

৫| ২১ শে মার্চ, ২০১৮ রাত ১১:৩৩

সুমন কর বলেছেন: ভাইয়ের চোখ দিয়ে বোন সব দেখছি...... লাইনটা খুব ভালো লাগল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.