নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সালমা রুহী

সালমা রুহী › বিস্তারিত পোস্টঃ

আহা ঈদের চাঁদ......!!!

১৬ ই জুন, ২০১৮ সকাল ১০:৫৬


ছোট বেলার ঈদের কথা মনে পড়ছে, আব্বা টেইলরের কাছে নিয়ে গজ কাপড় দিয়ে ফ্রক বানিয়ে দিতেন। দোকান থেকে চুড়ি ক্লিপ জুতা কিনে দিতেন।
বান্ধবীদের কাছ থেকে সব লুকিয়ে রাখতাম, দেখে ফেললে ঈদের মজা শেষ।

আহা, কি আনন্দ লাগতো! বার বার লুকিয়ে লুকিয়ে জামা জুতা দেখতাম। খুশিতে রাতে ঘুম হতো না, কখন আসবে সেই কাঙ্ক্ষিত ঈদ! কখন উঠবে ঈদের চাঁদ! কখন পরবো নতুন জামা জুতা।
কত অল্পে আমরা সন্তুষ্ট ছিলাম, কত অল্পে আমরা ঈদের আনন্দ করতাম।
ঈদের দিন সকালে উঠেই গোসল করে নতুন কাপড় পরে ফিটফাট হয়ে ঘরের বড়দের সালাম করতাম। প্রতিবেশীদেরও সালাম করতাম।

আর এখনের বাচ্চারা প্রতিবেশী দূরে থাক, ঘরের বড়দেরই সালাম করতে চায় না।
আর এখন কত কম্পিটিশান, কার চেয়ে কে বেশী দামের জামা জুতা কিনবে। এবার বাবা মায়ের দেয়ার সামর্থ থাক আর না থাক, বড় বড় শপিংমল থেকে ব্যান্ডের দামী জামা জুতা কিনতে হবে। কারণ প্রেষ্টিজের ব্যাপার, ঈদ যেন আসে দামী জামা জুতা কেনার জন্য। আহারে মানুষ, আহারে ঈদ.....!

ঊনত্রিশ রমজানে আকাশের দিকে তাকিয়ে চোখ ব্যাথা করে ফেলতাম ঈদের চাঁদ দেখার জন্য।
আর এখন আকাশে কেউ চাঁদ দেখে না, টিভি বা ফেসবুকেই ঈদের চাঁদ উঠে যায়....!
একবার উনত্রিশ রোজায় সবাই চাঁদের অপেক্ষায় আকাশের দিকে তাকিয়ে আছি। সেদিন আকাশ মেঘলা, চাঁদ আর দেখা যায় না।

জানার জন্য তখন টিভি, ইন্টারনেট এসব ছিল না, একটাই মাধ্যম ছিল কিছুকিছু ঘরে হাতেগুনা কয়েকটা রেডিও।
রেডিওতেও বলছে কোথাও চাঁদ দেখা যায় নি। আব্বা সহ মসজিদের মুসল্লি সবাই তারাবি পড়লেন, আমাদের মনটা খুব খারাপ হলো।
রাতে আব্বা আম্মা সেহরি খেতে উঠলেন। কি মনে করে আব্বা রেডিওটা অন করলেন, "ঈদের চাঁদ দেখা গিয়েছে আজ ঈদ" ঘোষকের কন্ঠে ভেসে উঠলো...!

আব্বা মসজিদের মুয়াজ্জিন কে দিয়ে মাইকে বলালেন, "এলাকা বাসী আপনারা কেউ রোজা রাখবেন না, ঈদের চাঁদ দেখা গিয়ে ছে' আজ ঈদ'।"

ঘরে ঘরে আমরা বাচ্চারা কিলবিল করে উঠে গেলাম, কিসের ঘুম কিসের রাত। সেই মাঝরাত থেকে শুরু হয়ে গেলো আমাদের ঈদের আনন্দ।

আজও ভুলি না মাঝরাতের সেই ঈদের কথা......!

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৮ সকাল ১১:৩৪

রাজীব নুর বলেছেন: ' ইদ মুবারক '

বাংলা একাডেমির নিয়মে ইদের শুভেচ্ছা জানালাম। কেমন যেন খাপছাড়া লাগছে। আহা ঈদ

২| ১৬ ই জুন, ২০১৮ সকাল ১১:৫০

সৈয়দ তাজুল বলেছেন: তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম,

৩| ১৬ ই জুন, ২০১৮ দুপুর ১২:১৭

কবি হাফেজ আহমেদ বলেছেন: ঈদ মোবারক!

৪| ১৬ ই জুন, ২০১৮ দুপুর ১২:২৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঈদ মোবারক। আগের স্মৃতিই অনেক মজার। তারপরও ইদ সবার জন্য আনন্দ বয়ে আনুক।

৫| ১৬ ই জুন, ২০১৮ দুপুর ১২:৩৫

স্রাঞ্জি সে বলেছেন: আগের স্মৃতি গুলো অনেক মজার।
এখনকার সব মাটি।
ঈদ মোবারক

৬| ১৬ ই জুন, ২০১৮ দুপুর ১২:৪৬

মোঃ ইকবাল ২৭ বলেছেন: মধ্য রাতে ঈদের যে ঘোষণাটার কথা উল্লেখ করলেন তা খুব সম্ভবত ১৯৯৯ হতে ২০০৫ সালের মধ্যে এই রকম ঈদের কথা আমার মনে পড়ে।আগের ঈদ আর এখনকার ঈদের মধ্যে অনেক তফাৎ। এখন ছেলেমেয়েরা নিজের পরিবারের সদস্যদেরও সালাম করতে চাই না এটা একেবারে সঠিক। ডিজিটাল হয়ে গেছে দেশ জাতি তাই ঈদও ডিজিটাল হয়ে গেছে। কি জানি ভবিষ্যতে আরো কি কি দেখতে হয়।খুব সুন্দর লিখেছেন ভাল লাগল আবার একটু কষ্ট ও পেলাম অতীতের ঈদের কথা মনে করিয়ে দেওয়াতে।

১৬ ই জুন, ২০১৮ রাত ১১:৩৮

সালমা রুহী বলেছেন: আমার লেখায় একমত হওয়ায় ধন্যবাদ, ঈদ মোবারক.....

৭| ১৬ ই জুন, ২০১৮ দুপুর ১:১২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঈদমুবারক ।

৮| ১৬ ই জুন, ২০১৮ দুপুর ২:৩২

মোঃ খুরশীদ আলম বলেছেন: অনেক সুন্দর স্মৃতি বিজড়িত লেখা। একই ঘটনা আমার জীবনেও ঘটেছিল, হালকা মনে পড়ে। তবে আমরা রাতে সেহেরি খাইনি, তারাবি পড়েছিলাম।
সুস্থ থাকবেন, ভাল লাগল আপনার লেখাটি। ধন্যবাদ।

১৬ ই জুন, ২০১৮ রাত ১১:৪০

সালমা রুহী বলেছেন: আপনাকে ও ধন্যবাদ, ঈদ মোবারক......

৯| ১৬ ই জুন, ২০১৮ বিকাল ৪:১৮

সনেট কবি বলেছেন: ঈদ মোবারক।

১০| ২৪ শে জুন, ২০১৮ বিকাল ৩:০১

মোস্তফা সোহেল বলেছেন: আগেকার ঈদের স্মৃতি গুলো সত্যি অমলিন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.