নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সালমা রুহী

সালমা রুহী › বিস্তারিত পোস্টঃ

একটি পাঠাগার

২৮ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৯



'রাবেয়া খাতুন স্মৃতি পাঠাগার' ও 'আকছির চৌধুরী' চ্যারাটি ট্রাষ্ট স্কুল।
ধলেশ্বর চৌধুরী কানন, আব্দুল্লাপুর, আখাউড়া চেকপোস্ট ।
এর প্রতিষ্ঠাতা 'আকছির এম চৌধুরী' এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

উনি এবার জেএসসি তে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিবেন।
জেএসসিতে জিপিএ ৫ পাওয়া 'নাহিয়ান আঞ্জুম' কে নিয়ে রওয়ানা দিলাম।
ওই গ্রামে আমার কখনো যাওয়া হয়নি, রিক্সাওয়ালা পরিচিত হওয়ায়, অপরিচিত গ্রামের মেঠো পথ দিয়ে আমাদের নিয়ে চলছে।
অবাক হচ্ছি, "এমন প্রত্যন্ত অঞ্চলে পাঠাগার..!"

গ্রামের ভিতরে গিয়ে পাঠাগারটি দেখে আমার ধারণা পালটে গেলো।
'আকছির এম আহমেদ' তার গ্রামের বাড়িতে নিজের মায়ের নামে 'রাবেয়া খাতুন স্মৃতি পাঠাগার' দিয়েছেন।
যত দেখছি ততই অবাক হচ্ছি, চারদিকে বই, মনীষীদের বাঁধাই করা ছবি, মনীষীদের বানী, বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থানের ছবি, বিভিন্ন ইতিহাস..!
কে নাই এখানে, বঙ্গবন্ধু থেকে শুরু করে ফ্রিদেল ক্রাস্ত্রো, চে'গুয়েভা, শেক্সপিয়ার, মাদাম কুরি, সুভাষ চন্দ্র বসু, মাদার তেরেসা,বেগম রোকেয়া, আরো অনেকে।
এমন অনেক মনিষীর ছবি ও বৃত্তান্ত, যাদের নাম এই জেনারেশন শুনেই নি..!
আমাদের তিতাস নদী নিয়ে লেখা 'তিতাস একটি নদীর নাম' এর লেখক 'অদ্বৈত মল্লবর্মন' ও আছেন।

সম্মানিত অতিথিগন পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করলেন।
বিশেষ অতিথিগনঃ
#কবি শাহনাজ মুন্নী (প্রধানবার্তাসম্পাদ, নিউজ টুয়েন্টিফোর টিভি)।
#ড.শোয়াইব জিবরান( অধ্যাপক উন্মুক্ত বিশ্ববিদ্যাল)।
#ড. জেসমিন সুলতানা (অধ্যাপক)।
#কথাশিল্পী সাদিয়া মাহজাবীন ইমাম (সাংবাদিক এটিএন বাংলা)।
#কথাশিল্পী স্বকৃত নোমান (কর্মকর্তা বাংলা একাডেমি)।
#কথাশিল্পী মোজাফফর হোসেন (কর্মকর্তা বাংলা একাডেমি)।
#কবি ফেরদৌস মাহমুদ (সাংবাদি)
#ড.সরকার আমিন (উপ পরিচালক, বাংলা একাডেমি )

অতিথিদের সবাইকে অনুষ্ঠানের সভাপতি 'আকছির এম চৌধুরীর' পক্ষ থেকে উত্তরীয় পড়ানো হলো, এবং 'পিছ এন্ড হারমোনী' বইটি উপহার দেয়া হলো।
ভালো লাগলো অতিথি যারা এসেছেন, তারা কোন রাজনৈতিক বক্তৃতা দিয়ে আমাদের সময় নষ্ট করেননি। কারণ, এমনিতেই আমাদের অনেক অপেক্ষা করতে হয়েছে, অতিথিদের আসতে পথে দেরি হয়েছিলো।

সবাই মাইক্রোফোন ডেস্কে এসে দুই মিনিট করে কথা বলেছেন।
সবার কথার মূলকথা একটাই ছিলো, " তোমাদের ভালো রেজাল্টের জন্য অভিনন্দন ।
তবে তোমরা জ্ঞানার্জনের জন্য পাঠ্যবই এর পাশাপাশি বিভিন্ন রকমের বই পড় এবং পাঠাগারে যাও।"
অতিথিদের মধ্যে একজন আবার আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃতি সন্তান..!

ঢাকা থেকে এতদুরে প্রত্যন্ত অঞ্চলে এসেও কারো মুখে কোন ক্লান্তির ছাপ নেই, সবাই স্বতস্ফূর্ত ভাবে শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ করেছে, সবার সাথে ফটো সেশন করেছে।
সবাই 'নাহিয়ান আঞ্জুম' কে তাদের পুরুষ্কার দেয়া বইটিতে অটোগ্রাফ দিয়েছে।

অনুষ্ঠানের উদ্যোক্তা এবং সভাপতি 'আকছির এম চৌধুরী' গ্রামের মধ্যে, এত গুনী ও ব্যাস্ত মানুষদের উপস্থিতিতে এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করে অবাক করে দিয়েছেন।
ধন্যবাদ, 'আকছির এম চৌধুর', " অভিনন্দন আপনার উদ্যোগে গ্রামের মধ্যে এত সুন্দর পাঠাগারটি জন্য....!"

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৬

রাজীব নুর বলেছেন: এই দেশে কেউ পাঠাগার কেউ করতে চায় না।
সবাই মসজিদ আর মাদরাসা করতে চায়।

২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৩

সালমা রুহী বলেছেন: আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ, আমিও আপনার কথায় একমত....

২| ২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:০১

এস এম ইসমাঈল বলেছেন: বাহ! খুব সুন্দর উদ্যোগ। পোস্টের জন্য মাননীয় ব্লগারকে মুবারাকবাদ। আর যিনি এমন সুন্দর একটা পাঠাগার গড়ে দিলেন, তাকে শুকরিয়া।

২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৪

সালমা রুহী বলেছেন: ধন্যবাদ ভাইয়া....

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৮

ইব্‌রাহীম আই কে বলেছেন: জাতিকে সঠিক পথের দিশা বই ছাড়া কেউ দিতে পারেনা। বেশি বেশি বই পড়া উচিত, পাঠাগারে যাওয়া উচিত। এর জন্য দেশের সকল স্থানে পাঠাগার প্রতিষ্ঠা করা দরকার, সরকারি ও বেসরকারি প্রচেষ্টায়।

২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৫

সালমা রুহী বলেছেন: ভালো বলেছেন....

৪| ২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩২

আর্কিওপটেরিক্স বলেছেন: বইয়ের বিকল্প নেই :)

২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৬

সালমা রুহী বলেছেন: ঠিক বলেছেন....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.