নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ভাল না খারাপ দূর থেকে নয়, কাছে এসে মিশে বন্ধু হয়ে দেখুন৷

খলিলুর রহমান ফয়সাল

ভাল আছি ভাল থেকো, আমার ঠিকানায় চিঠি লিখো

খলিলুর রহমান ফয়সাল › বিস্তারিত পোস্টঃ

আমরা সবাই লোকাল বাস

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫৮


আমাদের মধ্যে সম্মান করা এবং অসম্মান করার দুটি প্রবণতাই প্রবলভাবে আছে। কাউকে মাথায় নিয়ে নাচানাচি করার পর খানিকবাদে তাকে পায়ের নিচে চেপে ধরতে আমাদের সময় লাগে না। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার প্রত্যন্ত গ্রাম কলসিন্দুরের মেয়েদের কথা ভুলে যাননি নিশ্চয়ই? অবশ্য ইস্যু পরিবর্তনের চাপে কদিন আগে ওদেরকে নিয়ে আমরা সারা ফেইসবুক যে মাতিয়ে রেখেছিলাম-তা ভুলে যেতে পারি। প্রোফাইল পিকচার চেইঞ্জ, লাইক-শেয়ার, হ্যান-ত্যান; মাতবোই না বা কেন?চূড়ান্ত পর্বে যোগ্যতা অর্জন করতে গিয়ে ৫ ম্যাচে বাংলাদেশের কিশোরীরা গোল করেছে ২৬টি। বাছাইপর্বে প্রতিটি ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশের টাইগ্রেসরা। সে অনুযায়ী প্রাপ্য সম্মান কি পেলেন এই দুর্দান্ত ফুটবলাররা?

গতকালই যমুনা টিভিতে দেখলাম অভিবাবকহীন অবস্থায় মেয়েদের লোকাল বাসে তুলে দেয়া হলো। সেখানে নুনুভূতি সম্পন্ন পুরুষেরা তাদের গালাগাল করেছে, অশ্লীল কটুক্তি করেছে। নারীবাদি নয় একজন মানুষ হিশেবে ভাবুন, কি অন্যায়টা হয়েছে আমাদের খেলোয়ারদের সাথে।

বাড়ি ফিরে আরো অপমানিত নিজ স্কুলের কর্তৃপক্ষের কাছেই। আগামী ১৬ সেপ্টেম্বর গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নিতে কুমিল্লা যাচ্ছে কলসিন্দুর উচ্চ বিদ্যালয়। সেখানে তাদের খেলতে হবে বলে চাপ প্রয়োগ করা হয়। মেয়েদের সামনে সাফ চ্যাম্পিয়নের প্রস্তুতি নিতে হবে। তাই তারা রাজী হয়নি। শরীরচর্চা শিক্ষক জোবেদ আলী ক্ষেপে গিয়ে তাদের স্কুল থেকে টিসি দিয়ে বেড় করে দেবার হুমকি দিয়েছেন।শুধু তাই নয় ফুটবলার তাসলিমার বাবা সবুজ মিয়াকে মারধরও করা হয়েছে। সামনে তাঁদের এসএসসি পরীক্ষা। এরা না পারবে ভালো মতন পড়তে, না পারবে ভালো মতন খেলতে। অভিবাবকরাও অনুৎসাহিত হবে। দুদিন পর হয়তো কিশোরী মেয়েকে স্বামীর ঘরে পাঠানো হবে। ফুটবল বাদ দিয়ে পাতিল মাজো, সন্তান উৎপাদন করো।

হায় আমাদের দেশ! হায় আমাদের মানুষ!! মমতাজের গানের কথা মনে পরে যায়- বন্ধু তুই লোকাল বাস, আদর কইরা ঘরে তুলস ঘাড় ধইরা নামাস।

মন্তব্য ২৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩২

রক্তিম দিগন্ত বলেছেন: বাহ! এইভাবেই তো উন্নতি হবে। ঘটনাগুলো শুনে মনে হল - এখনো মধ্যযুগেই আছি আমরা।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৬

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: গোটা সিস্টেমের একটা পরিবর্তন দরকার

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৮

গেম চেঞ্জার বলেছেন: কুকুররে সওয়ারীতে তুললে ধপ কইরা পইড়া যায়!

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৭

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: কে যে কুকুর সেটা বিচার করাই মুশকিল

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৪

মোটা ফ্রেমের চশমা বলেছেন: বাংলাদেশ...................হায়রে আমার বাংলাদেশ!

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৭

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: লোকাল বাসে ভর্তি বাংলাদেশ

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫১

মারুফ মোহাম্মদ বদরুল বলেছেন: এইটাই ভাইজান আমাগো ডেশ... :-<

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৮

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: দেশকে ভুল করেও ডেশ লিখবেন না

৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৪

ডঃ এম এ আলী বলেছেন: দেশকে এরা গৌরবের আসনে বসিয়েছে, দেশে বিদেশে । এরা দেশের গৌরব । দেশের জাতীয় ফুটবল দল যেখানে একরাশ পরাজয়ের গ্লানি নিয়ে বাফুকের মেহমানদারীতে দেশে মানে ঘরে ফিরল সেখানে বাফুকে এই অপ্রাপ্ত মেয়ে ফুটিলারদেরকে লোকাল বাসে তুলে দিল অভিবাবকহীনভাবে । এ ধরনের কর্মকান্ডের জন্য তারা নিন্দার যোগ্য । বিষয়টি সংশ্লিস্ট কতৃপক্ষ তলিয়ে দেখতে পারে কি কারণে এ ধরনের দায়িত্বহীন কর্মকান্ড তারা করল । অপরদিকে লোকালবাসে যে সমস্ত কুলাঙ্গার দেশের জন্য গৌরব অর্জনকারী এই কলসিন্দুরের মেয়েদেরকে উত্তক্ত করেছে তাদের চিহ্নিত করে বিচারের সন্মুখীন করার জন্য দাবী জানাচ্ছি । এই ফুটবলারদেরকে কটুবাক্যে উত্তক্ত করা শুধু মাত্র একটি দিকই নয়, এর সাথে দেশের গৌরব অর্জনে বিরোধিতার প্রতিও তাদের কার্যকলাপের বহিপ্রকাশ ঘটিয়েছে ।

দেশের মিডিয়াও কম যায়নি । এই ফুটবল ম্যাচের প্রতিটি সংবাদ মিডিয়াতে এসেছে । কিন্তু একটবারেও কলসুন্দরের নামটি আসেনি । কলসুন্দরকে তারাও এড়িয়ে গেছে । যমুনা টিভি কিভাবে তাদেরকে লাইভ কভারেজ দিল , সেটাও ভাবার বিষয়। বিষয়টি এখানেই শেষ নয়। এটা স্কুল পর্যন্ত গড়িয়েছে । অতএব পুরা ঘটনাটিকে হালকাভাবে নেয়ার অবকাশ নেই , এর পিছনে বড় কোন দুরভিসন্ধি আছে কিনা তাও তলিয়ে দেখার অবকাশ রাখে ।
ধন্যবাদ বিষয়টি আমাদেরকে অভিহিত করার জন্য ।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৯

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: আমি আসলে কোন ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি না। আমাদের চিন্তাভাবনাগুলো দিন দিন নষ্ট হচ্ছে, সেটাই ভয়ের কারণ। নৈতিক উন্নতি দরকার।

৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫১

সত্যের ছায়া (সংস্করণ) বলেছেন: আবেগে কান্দালাইছি।

................. পিতার স্বপ্ন আছিল।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৮

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: চোখ মুছেন। কেঁদে লাভ নাই

৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৬

মারুফ হোসেন বলেছেন: বাফুফে একটা ধ্বজভঙ্গ সংগঠন। এদের দিয়ে কিছুই হবে না। :(

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৯

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: বাস ভর্তি কুলাঙ্গার আর অই শরীরচর্চা শিক্ষককে কি বলবেন?

৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

খোলা মনের কথা বলেছেন: আমরা বাঙ্গালী আমরা সবই পারি। মাথাই তুলে নাঁচতেও পারি আবার আছড়ে ফেলে দিতে পারি। এই ভাল এই খারাপ আমাদের বৈশিষ্ট্য। পুরাই সেলুকাস জাতি আমরা।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৬

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: এক সেকেন্ডের নাই ভরসা, এই আশা এই হতাশা

৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

তামান্না তাবাসসুম বলেছেন: হায় বাংলাদেশ!
তোমার জন্য আফসোস হয় :(

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৮

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: আমি অবশ্য আশাবাদীদের দলে

১০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১৫

বিলিয়ার রহমান বলেছেন: বাংলাদেশ বীরদের এভাবেই খাতির করে!!!!!!!!

১১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:২২

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: সালাউদ্দিন ভাইতো ব্যাখ্যা দিয়েছেন।মেয়েরা নাকি এসি মাইক্রোবাসে যেতে রাজি হয় নাই!

১২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: আমাদের ভবিষ্যত সম্পদ এই সোনার মেয়েদের আর যেন কোন অবহেলা না হয় সেই প্রত্যাশা থাকবে বাফুফে তথা দেশের কর্ণধারদের প্রতি।

১৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৬

আহা রুবন বলেছেন: ‌আমার মনে হয় ওরা মেয়ে না হয়ে ছেলে হলে বাসের ওইসব যাত্রীরাই তাদের নিয়ে নাচানাচি করত।

১৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: এই দেশে এভাবেই গুনীদের অবহেলা করতে হয়।।। শিখে নাও জনগন।।

১৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪৩

হোসাইন শাহীদ বলেছেন: ৫ নম্বর কেমন্ট এ বলা হয়েছে যমুনা এটা লাইভ কাভােরজ কেরেছে। আসলে এই সংবাদটি প্রচার হয়েছে মেয়েরা বাড়ি ফেরার পেরের দিন। আগেরদিন আমি ময়মনসিংহ থেকে তােদের সাথে বাসে উঠি। কথা ছিলো মেয়েদের বাড়ি ফেরার আনন্দ নিয়ে রিপোর্ট করবো। কিন্তু সেই আনন্দ তাদের মধ্যে ছিলো না। আমি ময়মনসিংহ থেকে কলসিন্দুর প্রায় ৮২ কিলো: তাদের সাথে গিয়েছিলাম।

১৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:১৮

আজিব দুনিয়ার মানুষ। বলেছেন: লেখকের সাথে একমত। গোটা সিস্টেমের পরিবর্তন দরকার।

যেকোন বিষয় নিয়ে কাউকে ছোট করতে করতে মাটির সাথে মিশিয়ে ফেলার প্রবণতা কাজ করে। কি নিদারুণ পশুত্ব বাঙালি সমাজ নিজেদের ভিতরে লালন করে চলেছে ভাবলে হতবাক হতে হয়!!! আমরা দেশের মানুষেরা এবং এই দেশ হয়ত কখনোই বসবাসযোগ্য এবং সভ্য দেশ হিসেবে মাথা তুলে দাড়াতে পারবে না।

১৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৯

মারুফ হোসেন বলেছেন: বাস ভর্তি কুলাঙ্গার আর অই শরীরচর্চা শিক্ষককে কি বলবেন? এটা তো আপনি শিরনামেই বলে দিয়েছেন - 'আমরা সবাই লোকাল বাস।'

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.