নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের সাথে চলি, সময়ের কথা বলি।

সমালোচনা অপছন্দ করি না। ভিন্নমতকে শ্রদ্ধা করি। গঠনমুলক সমালোচনাকে ভালবাসি।

সময়ের কন্ঠ

সত্য বলা পছন্দ করি। অন্যের কাছ থেকে শিখতে চাই। ভিন্নমতকে শ্রদ্ধা করি।

সময়ের কন্ঠ › বিস্তারিত পোস্টঃ

প্রচলিত ৫ ওয়াক্ত নামাজ এলো কিভাবে (হাদিসের আলোকে) [বুখারি-মুসলিম-এর মেরাজের ঘটনাঃ যা কেবল ঠাকুরমার ঝুলির সাথেই তুলনীয়]

০৭ ই মে, ২০২১ সকাল ১১:৩৬


পবিত্র কোরআনে মেরাজের কোন ঘটনার উল্লেখ নেই। ইসরার বর্ণনায় আল্লাহপাক তার রাসুলকে উর্ধ্বাকাশ ভ্রমন করানোর কথা বলেছেন।
কিন্তু এ নিয়ে তৎকালীন লোকজনের নানা শুনা কাহিনী বুখারি-মুসলিম তাদের হাদিছে বর্ণনা করেছেন। শুনুন সেই ঘটনা।
রাসুল (সা.) এক রাতে হজরত উম্মে হানি (রা.)-এর ঘরে বিশ্রামে ছিলেন। তার অর্ধনিদ্রা অবস্থায় জিবরাইল (আ.) অন্যান্য ফেরেশতাসহ ওই ঘরে অবতরণ করেন এবং তাকে মসজিদে হারামে নিয়ে যান। রাসুলের কলিজা বের করে তা ধুয়ে ফেলেন। তারপর বুরাক নাম বাহনে তাকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে যান। (বুখারি, হাদিস নং: ৩৮৮৭, মুসলিম, হাদিস নং: ২৬৭)

[বিঃদ্রঃ ইসলাম বিদ্বেষীরা এই ঘটনাকে বর্ণনা করেছে এই ভাবে, মুহাম্মদ তার চাচাতো কোন উম্মেহানিকে ভালবাসতেন। তার ঘরে রাত কাটিয়ে তা ধামাচাপা দিতে মেরাজের ঘটনার অবতারনা করেছেন। (নাউজুবিল্লাহ)]

জিবরাইল (আ.) তার সামনে এক পাত্র শরাব ও এক পাত্র দুধ নিয়ে আসেন। রাসুল (সা.) দুধের পাত্রটি গ্রহণ করেন। তখন জিবরাইল (আ.) বললেন, আপনি ফিতরাত (স্বভাবজাত ও প্রকৃত জিনিস) গ্রহণ করেছেন। (মুসলিম, হাদিস নং : ২৫৯)
অন্য বর্ণনায় এসেছে, বায়তুল মামুরেও রাসুল (সা.)-এর সামনে ওই দুটি পাত্রসহ একটি মধুর পাত্রও আনা হয়েছিল। সেখানেও তিনি দুধের পাত্রটি গ্রহণ করেন। (বুখারি, হাদিস নং: ৩৮৮৭, মুসলিম, হাদিস নং: ২৬৪)
[বিঃ দ্রঃ রাসুলকে এইভাবে পরীক্ষা করা কেন হলো? আল্লাহ কি রাসুলকে চিনতেন না? তার কলবের কথা জানতেন না?]

অতঃপর জিবরাইল (আ.) নবীজি (সা.)-কে প্রথম আসমানের কাছে গিয়ে দরজা খোলার আবেদন জানান।
[বিঃ দ্রঃ আসমানের দরজা থাকে, আবার দারোয়ানও থাকে?]

এভাবে বিভিন্ন আসমানে বিভিন্ন নবীর দেখা পান।
সিদরাতুল মুনতাহায় রাসুল (সা.) জিবরাইল (আ.)-কে তার স্বরূপে দেখেন, তার ছয় শ পাখা ছিল।
[বিঃদ্রঃ জিব্রাইলের ৬০০ ডানা! এটা কিন্তু ঠাকুরমার ঝুলিকেও হার মানালো!]
[কোরআনের বাইরে গিয়ে মনুষ্য রচিত এইসব হাস্যকর হাদিছ দ্বারা ইসলামকে হাস্যকর ধর্মে পরিণত করে গেছে বুখারি গং। অবশ্যই এসব গাঁজাখুরি গল্প থেকে মুক্ত হয়ে আল্লাহর কালামকে আঁকড়ে ধরতে হবে। ইসলাম কোন আজগুবি ধর্ম নয়।]

এরপর আল্লাহ তাআলার পক্ষ থেকে উপঢৌকনস্বরূপ ৫০ ওয়াক্ত নামাজের বিধান দিয়ে পাঠিয়ে দেয়া হলো।
[বিঃদ্রঃ আল্লাহ কি গাঁজা খেয়েছিলেন, মানুষের জন্যে ৫০ ওয়াক্ত নামাজ? কোরআনে তো আল্লাহ বলেছেন, মানুষকে তার সাধ্যের অতিরিক্ত কোন বোঝা তিনি চাপান না।]

যাক, পথিমধ্যে মুসা (আ.)-এর পরামর্শক্রমে কয়েকবার আল্লাহর কাছে গিয়ে নামাজের সংখ্যা কমানোর আবেদন জানান। অবশেষে পাঁচ ওয়াক্ত নামাজে সীমাবদ্ধ করে দেয়া হলো। (বুখারি, হাদিস নং: ৩৪৯, ৩৩৪২, ৩৮৮৭; মুসলিম, হাদিস নং: ২৬৩ ও ২৬৪; ফাতহুল বারি: ৭/২৫০-২৫৯, মা’আরেফুল কোরআন : ৭৬৪-৭৬৫, সিরাতে মুস্তফা : ১/২৮৫-২৮৬)

[বিঃদ্রঃ রাসুলের কি বুদ্ধি কিম্বা বিবেক ছিল না, মুসা নবীর পরামর্শে তাকে বার বার দৌড়াতে হয়েছে?]

বুখারি গং-এর বর্ণনা অনুসারে এইভাবে মেরাজের রাতে ৫ ওয়াক্ত নামাজ নামিয়ে আনা হয়েছে। আসলে কি তাই? সত্যটা আমরা গবেষনা করে বের করে আনবো ইনশাল্লাহ।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০২১ দুপুর ১২:৫২

রাজীব নুর বলেছেন: সেই যুগে যদি ইন্টারনেট থাকতো তাহলে এত প্রশ্ন তৈরি হতো না। আমরা ঘরে বসে টিভিতে লাইভ দেখলাম।

২| ০৭ ই মে, ২০২১ দুপুর ১:২৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: নতুন হুজুর।

৩| ০৭ ই মে, ২০২১ বিকাল ৩:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

যতই দিন যাচ্ছে ব্লগের
পাল্লায় পাগলের দল
ভারী হচ্ছে !! ভাবছি
৮ বছর টিকলো কি
করে !! কৈ মাছের প্রাণ !!

৪| ০৭ ই মে, ২০২১ রাত ১১:৪৯

কামাল১৮ বলেছেন: ইসলামের সবথেকে সুন্দর নিয়ম হলো,কোন বিষয়ে প্রশ্ন করা যাবে না।যা কিছু বলবে অন্ধভাবে বিশ্বাস করতে হবে।প্রশ্ন করলে তাদের শিক্ষা দেয়ার জন্য নূরু সাহেবের মতো লোকজন ব্লগে আছে।

৫| ০৮ ই মে, ২০২১ রাত ২:৪৭

এস এম মামুন অর রশীদ বলেছেন: @কামাল১৮, আপনার মন্তব্য কিছুটা ঠিক। প্রশ্ন করা যাবে না তা নয়, তবে মুসলিম হতে গেলে ইসলামের মৌলিক বিষয়গুলো বিশ্বাস করতেই হবে, এমনকি নিজের মতো করে প্রশ্নের উত্তর না পেলেও। কিন্তু এই বিশ্বাসের মূল উদ্দেশ্য কী? ভালো মানুষ হওয়া, দ্বিমুখী আচরণ না করা। আপনি নূরু সাহেবকে খোঁচা দিলেন অন্ধবিশ্বাসী বলে, নিজেকে মুক্তমনা দাবি করে। কিন্তু আজকে যদি মন্তব্য, আচার-ব্যবহার, বাকসততার উপর ভোট নেয়া হয়, ব্লগের বেশির ভাগ মানুষ আপনার তুলনায় নূরু সাহেবকেই বেশি পছন্দ করবেন, ভালো মূল্যায়ন করবেন তাঁকে। তাহলে মুক্তমনা হয়ে আপনার কী লাভ হলো, যাকে খোঁচা দিচ্ছেন তার মতো ভালো মানুষই যদি না হতে পারলেন?

৬| ০৮ ই মে, ২০২১ ভোর ৫:০৫

কামাল১৮ বলেছেন: আপনার বকক্তব্য অনুসারে বাংলাদেশে সব মোল্লা মৌলবিরাই খারাপ।ইলেকশনে অনেক মৌলবির জামানত বাজেয়াপ্ত।বেশি লোক সমর্থন করলেই কেউ ভাল হয়ে যায় না।

৭| ০৮ ই মে, ২০২১ সকাল ৮:৫৩

আহলান বলেছেন: হুম।বর্তমানের ফেতনাবাজ কিছু দলের ভবিষ্যত ভার্সনের প্রাথমিক রুপ মনে হয় সূচিত হয়ে গেলো!

৮| ০৮ ই মে, ২০২১ সকাল ১০:১৭

এস এম মামুন অর রশীদ বলেছেন: কামাল সাহেব, কথা ঘোরানোর দরকার কী? এখানে শুধু সামু ব্লগের কথা বলা হয়েছে। নাকি আপনার মতে, ব্লগারগণ যাকে ভালো বলবেন, তিনি খারাপ, আর যাকে খারাপ, তিনি ভালো? আপনার উপর যে ল্যাঞ্জা ইজ ডিফিকাল্ট টু হাইড এরূপ কারও প্রেতাত্মা ভর করেছে, সে তো স্পষ্ট, নুরুলইসলা সাহেবের নাকি?

৯| ০৮ ই মে, ২০২১ দুপুর ১:৩৪

রানার ব্লগ বলেছেন: অদৃশ্য বিষয়ের উপর জ্ঞ্যান আনা ঈমানের অংশ !!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.