![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাহজাদপুর ট্রাভেলস বর্তমানে একটি আতংকের নাম। বাসটি ঢাকা হতে পাবনা জেলার চাটমোহর থানা পর্যন্ত চলাচল করে। কিন্তু দুখঃজনক ব্যপার হচ্ছে পাবনা জেলার তিনটি থানার ( ফরিদপুর, ভাঙ্গুড়া, চাটমোহর) এবং সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার লোকজন ভুক্তভোগী। কারণ হচ্ছে এই থানাগুলোতে ঢাকাগামী অন্যকোন গাড়ি চলাচল করে ন। আসলে চলাচল করে না তা নয়, চলাচল করতে দেয়া হয় না। তার প্রধান কারণ শাহজাদপুর ট্রাভেলস এর মালিক ক্ষমতার জোরে অন্য কোন গাড়িকে ওই থানাগুলোতে প্রবেশ করতে দিচ্ছে না। অন্য কোন গাড়ী প্রবেশ না করাতে এই চারটি থানার লোকজন কে অনেক দূর্ভোগ পোহাতে হচ্ছে। শাহজাদপুর ট্রাভেলস এর মালিক শাহজাদপুর বিসিক বাজারে অন্য কোন গাড়ির কাউন্টার বাসাতে দিচ্ছে না। অথচ এই শাহজাদপুর থানার উপর দিয়ে পাবনা এক্সপ্রেস, সরকার ট্রাভেলস, শ্যামলী পরিবহন, নাইটষ্টার, সি-লাইন প্রতিদিন ই যাতায়াত করছে। কিন্তু তাদের কোন কাউন্টার ওখানে চালু করতে দিচ্ছে না। আর কিছু হলেই শাহজাদপুরে রাস্তায় নেমে এসে রাস্তা বন্ধ করে দেয় তাদের লোকজন। এতে করে মানুষের আরো অনেক কষ্ট হয়।এই কারণে শাহজাদপুর থানার লোকজন ভুক্তভোগী। হয় তাদের উল্লাপাড়া গিয়ে অন্য কোন গাড়িতে করে ঢাকা আসতে হচ্ছে অথবা শাহজাদপুর ট্রাভেলস এই আসতে হচ্ছে। তাও মানুষ শাহজাদপুর ট্রাভেলস এই চলাফেরা করত যদি তাদের যাত্রী সেবার মান ভাল হত। আর তাদের গাড়ীর কথা কি বলব, সিটের যা অবস্থা তাতে মনে হয় প্রতিটি গাড়ীর মেয়াদউর্ত্তীন হয়ে গেছে। তবে শাহজাদপুরবাসী খোদ আন্দোলন এ নেমেছে এই গাড়ীর বিরুদ্ধে। আমার মনে হয় দলমত নির্বিশেষে সবার এই আন্দোলনে একাত্না প্রকাশ করা উচিত। আর প্রশাসনের দৃষ্টি আর্কষন করছি যেন তাদের শাহজাদপুর ট্রাভেলস বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। আর আমাদের দাবি একটাই ভাল মানের আরো কিছু গাড়ী যেন ঐ থানায় চলাচল করতে দেয়া হয়।
২০ শে জুলাই, ২০১৬ রাত ১২:১৭
মাথা নষ্ট একজন বলেছেন: লাভ নেই, কারণ পাবনার যত ঢাকাগামী গাড়ি আছে সবগুলোই শাহজাদপুর এর উপর দিয়ে আসতে হবে। অথবা বনপাড়া দিয়ে আসতে হবে। ওদের কে শায়েস্তা করতে পারবে একমাত্র সিরাজগঞ্জ এর মালিকের কোন গাড়ি যদি এই রুটে প্রবেশ করে।
©somewhere in net ltd.
১|
১৯ শে জুলাই, ২০১৬ রাত ৮:৪৭
মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: আপনারা অনলাইনে টিকিট কাটার ব্যাবস্হা করুন।অথবা এটা সদর থানার মূল কাউন্টার গুলতে ইনফর্ম করতে পারেন।