নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখক নই, তবে লিখতে ভাল লাগে।

মাথা নষ্ট একজন

পুরাই মাথা নষ্ট

মাথা নষ্ট একজন › বিস্তারিত পোস্টঃ

সংসদে জ্যেষ্ঠ সহকারী সচিবের গলা চেপে ধরলেন তৃতীয় শ্রেণির কর্মচারী।

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০৯



সংসদ সচিবালয়ের তৃতীয় শ্রেণীর এক কর্মচারীর মারধরের শিকার হয়েছেন একজন জ্যেষ্ঠ সহকারী সচিব। বুধবার দুপুরে সংসদ ভবনের পঞ্চম তলায় বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরীর কার্যালয়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরীর ব্যক্তিগত কর্মকর্তা জাহিদুল ইসলাম সংসদের জ্যেষ্ঠ সহকারী সচিব সেকেন্দার হায়াত রিজভীর উপর চড়াও হন। রিজভী সংসদের মানব সম্পদ বিভাগের কর্মকর্তা। সংসদের মেডিকেল সেন্টারে চিকিত্সাধীন রিজভী বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য আবেদন করবেন বলে জানিয়েছেন।

জানা গেছে, জাহিদুল সড়ক ও জনপথ বিভাগের তৃতীয় শ্রেণির কর্মচারী। বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির ব্যক্তিগত কর্মকর্তা (পিএ) হিসেবে সংসদে কাজ করছেন তিনি। সূত্রমতে, সংসদে জাহিদুলের নিয়োগ সংক্রান্ত জটিলতা রয়েছে, তা নিয়েই মূলত এই ঘটনা ঘটে।

আহত সেকেন্দার সাংবাদিকদের জানান, জাহিদুল তার কাছে নিয়োগ সম্পর্কিত বিষয় নিয়ে কথা বলতে যান, ওই সময় জাহিদুল তার এলাকার একজনের বদলির জন্যও তদবির করেন। কিন্তু এতে অপারগতা প্রকাশ করেন রিজভী। নিজের চাকরি ও আরেকজনের তদবির নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে জাহিদুল গলা চেপে ধরে রিজভীর চোখের উপর ঘুষি মারেন। উল্লেখ্য, জাহিদুলের স্ত্রী ওয়ালেদা খাতুন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের দপ্তরের এমএলএসএস। ওয়ালেদা এর আগে সংসদ ভবনে জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এরশাদের ব্যক্তিগত স্টাফ হিসেবে কাজ করতেন।

এই হচ্ছে আমাদের দেশের সরকারী কর্মকর্তাদের অবস্থা।

তথ্যসূত্রঃ Click This Link

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১৫

সিরাজুল লিটন বলেছেন: হেতের বাড়ি মনে হয় গোপালগঞ্জ। :||

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০১

গন্ডোলার মাঝি বলেছেন: কত কিছু যে দেখতে হবে এই দেশে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.