![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইতিহাস আমার সবচেয়ে প্রিয় একটা বিষয়। দুর্ভাগ্যজনক ভাবে আমাদের বাংলাদেশের ইতিহাস নিয়ে নির্মোহভাবে লেখা বইয়ের সংখ্যা খুবই অপ্রতুল। এই বইটি আমার কাছে প্রচলিত স্রোতের বিপরীতে অসাধারণ লেগেছে। অনুবাদও চমৎকার। একদম সরল গদ্যে লেখা সুখপাঠ্য একটা বই। ১৯৭২ সাল থেকে ১৯৮১ পর্যন্ত সময়ে বাংলাদেশের রাজনীতিতে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার প্রাঞ্জল বর্ণনা। বইয়ের ঘটনা নিয়ে কিছু বলবো না। শুধু লেখক নিয়ে কয়েকটি কথা। নেভিল অ্যান্থনি ম্যাসকারেনহাস, একজন গোয়ানিজ খ্রিস্টান। তিনি ভারতের গোয়ায় জন্মগ্রহণ করেন এবং পড়াশোনা করেন পাকিস্তানের করাচিতে। ১৯৪৭ সালে করাচিতেই সাংবাদিকতা পেশায় যোগ দেন। তাঁর প্রথম কর্মস্থল ছিল রয়টার্স। বিভিন্ন সময়ে সাংবাদিকতা করেছেন পাকিস্তান সংবাদ সংস্থা, এপিপি, নিউইয়র্ক টাইমস, টাইম, দ্য মর্নিং নিউজ এবং দ্য সানডে টাইমস এ। তিনিই বাংলাদেশে সংঘটিত গণহত্যার খবর বিশ্ববাসীর কাছে সর্বপ্রথম উন্মোচন করেন। ১৯৭১ সালের এপ্রিল মাসে তিনি ঢাকা আসেন এবং গণহত্যার তথ্যাদি সংগ্রহ করেন। ঢাকা থেকে লন্ডনে পালিয়ে গিয়ে ১৩ জুন, ১৯৭১ তারিখে সানডে টাইমস পত্রিকায় এগুলো নিয়ে একটি প্রতিবেদন করেন। তাঁর এই বিখ্যাত প্রতিবেদনে পাকিস্তানি সেনাবাহিনীর নির্মম গণহত্যার খবর সারা বিশ্বে ছড়িয়ে পড়ে যা পরবর্তীকালে বিশ্ববিবেককে নাড়িয়ে দেয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।
সংগ্রহে রাখার মত একটি বই।
২১ শে মার্চ, ২০১৭ রাত ১১:১০
যাযাবর চিল বলেছেন: নীলক্ষেত। অনলাইনেও পাবেন।
২| ১৭ ই মার্চ, ২০১৭ রাত ৩:৪৮
আরণ্যক রাখাল বলেছেন: বইটা পড়েছি। এককথায় অনন্য।
৩| ১৭ ই মার্চ, ২০১৭ ভোর ৪:০৫
চাঁদগাজী বলেছেন:
শেখ সাহেবকে সঠিকভাবে মুল্যায়ন ও জিয়াকে সঠিকভাবে কয়জন বুঝতে পেরেছেন কে জানে!
সময় পেলে দেখবো।
৪| ১৯ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:১৬
মোঃ রায়হান শেখ রনি বলেছেন: বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরবর্তী বিভিন্ন অজানা সত্যই বইটিতে প্রকাশ পেয়েছে, বইটি রকমারি ডট কম এ পাওয়া যাচ্ছে।
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০১৭ রাত ১০:৩৪
মিঃ আতিক বলেছেন: বইটা কোথায় পাওয়া যায় কিছু বলেন নি।