![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী নজরুল ইসলামকে আমার ইতিহাসের সবচেয়ে সবচেয়ে দ্বিধাগ্রস্থ খ্যাপাটে প্রতিভাধর সাহিত্যিক মনে হয়। তিনি নিজের থিওলজি সম্পর্কে তিনি নিশ্চিত ছিলেন না। আমি অবাক হয়ে যাই যে ব্যক্তি বলেন,
"আমরা বলিবো সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ"
"মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই"
"দিকে দিকে জ্বালিয়া উঠেছে দীন ইসলামের লাল মশাল"।
সেই একই ব্যক্তি আবার কিভাবে বলেন,
"কালী নামে দেওরে বেড়া
ফসলে তছরুপ হবে না"।
"আমার কালো মেয়ের পায়ের তলায়
দেখে যা আলোর নাচন
মায়ের রূপ দেখে দেয় বুক পেতে শিব
যার হাতে মরণ বাঁচন"
"অবতার শ্রীরামচন্দ্র যে জানকীর পতি
তারো হ’ল বনবাস রাবণ-কর দুর্গতি"।
তবে দুইটি লেখাই অসাধারণ, এটা স্বীকার করতে হবে।
তিনি রাসুলুল্লাহ সাঃ এর বন্দনা করে লিখলেন অসাধারণ কিছু গান..
"তোরা দেখে যা আমিনা মায়ের কোলে
মধু পূর্ণিমারই সে তো চাঁদও দোলে"
"মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে..
''ত্রিভুবনের প্রিয় মুহাম্মাদ এলোরে দুনিয়ায়
আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়''।
একটু পরেই ১৮০ ডিগ্রি ইউটার্ন। এবার হিন্দুদের মা,
"মাগো চিন্ময়ী রূপ ধরে আয়
মাগো চিন্ময়ী রূপ ধরে আয়
মৃন্ময়ী রূপ তোর পূজি শ্রীদুর্গা
তাই দুর্গতি ঘুচিল না হায়"।
"মহাকালের কোলে এসে
গৌরী হ’ল মহাকালী,
শ্মশান-চিতার ভস্ম মেখে
ম্লান হ’ল মার রূপের ডালি"।
এরপর করলেন ৩৬০ ডিগ্রি ওভার টার্ন,
" মূর্খের দল শোন, মানুষ এনেছে পুস্তক
পুস্তক আনেনি মানুষ কোন"
নজরুলের ব্যক্তি জীবনেও দ্বিধার ছাপ স্পর্ট, তিনি বিয়ে করেন একজন হিন্দু 'প্রমিলা দেবি'কে। নজরুল-প্রমিলা দম্পতির ছিল চার সন্তান। তাদের নাম যথাক্রমে কৃষ্ণ মুহাম্মদ, অরিন্দম খালেদ , কাজী সব্যসাচী এবং কাজী অনিরুদ।
তবে যতই দ্বিধাগ্রস্থ ব্যক্তি হোক, বাংলা সাহিত্যকে তিনি করেছেন সমৃদ্ধ। বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের পরের অবস্থান নিঃসন্দেহে নজরুলের। বাংলার মুসলিম সম্প্রদায় নজরুলের নিকট বিশেষভাবে ঋনী। তবে নজরুল কোন ভাবেই সাম্প্রদায়িক ছিলেন না। তিনি মুসলিম, হিন্দু উভয় সম্প্রদায়ের জন্যই লিখেছেন। তাই শ্রেষ্ঠ সাহিত্যিক না হয়েও বাঙালীর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
২| ২৬ শে মে, ২০১৭ সকাল ১০:১৫
চিন্তিত নিরন্তর বলেছেন: তার গজলগুলো সে সময়ের মৈলভিরা লুকিয়ে শুনত, এখন প্রকাশ্যেই শোনে।
©somewhere in net ltd.
১|
২৬ শে মে, ২০১৭ সকাল ৯:৫৩
চাঁদগাজী বলেছেন:
উনি সাধারণ বাংগালী ছিলেন না; ফলে, সাধারণ বাংগালীর পক্ষে উনাকে বুঝা সম্ভব হওয়ার কথা নয়; তিনি অসাধারণ ছিলেন।