![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ পলাশী দিবস।
আমাদের ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়ের দিন।
মানচিত্র, অর্থনীতি, ভাষা, সাহিত্য, শিক্ষাব্যবস্থা, ধর্ম, সম্প্রীতি সবগুলো ক্ষেত্রেই ভয়াবহ ক্ষত সৃষ্টি করে এই পরাজয়। সর্বোপরি একটা মানবিক বিপর্যয় ঘটে। যা আমরা এখনো বহন করে চলছি। ইতিহাসের অন্যতম নির্মমতম শাসন শুরু হয়েছিলো এর প্রতিক্রিয়ায়। তবে যারা পলাশী যুদ্ধের মূল কুশীলব ছিল, তাদেরকেও ইতিহাস ক্ষমা করেনি। ব্যাপারটি কি কাকতালীয়!? এর ব্যাখ্যা সামাজ বিজ্ঞানীদের আওতার বাইরে...
লর্ড-ক্লাইভ
পলাশীর যুদ্ধে ও যুদ্ধপরবর্তী তার নিষ্ঠুরতা বর্ণণার’ও অযোগ্য। যুদ্ধপরবর্তী সময়ে হত্যা,ধর্ষণ,সম্পদ-লুটতরাজসহ বিবিধ অপকর্মে লিপ্ত হয় এই ক্লাইভ ও তার হায়েনাবাহিনী। যুদ্ধপরবর্তী সময়ে হত্যা,ধর্ষণ,সম্পদ-লুটতরাজ,রাষ্ট্রীয় তহবিল তছরুপ,অস্বচ্ছ হিসাব প্রদানসহ বহু অভিযোগ উঠে। ব্রিটিশ হাউস-অব-কমন্স’এর সদস্যরাও তার অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠেন। অব্যাহত প্রতিবাদের মুখে তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে হউস-অব-লর্ডস। এক পর্যায়ে ব্রিটিশ সরকার তার সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে। ফলে, শেষ জীবনে সর্বস্ব খুইয়ে নিঃস্ব হয়ে পড়েন ক্লাইভ এবং তার পরিবারের সদস্যরাও তাকে ত্যাগ করে চলে যায়। হতদরিদ্র অবস্থায় চরম হতাশাবোধ থেকে শেষ পর্যন্ত আত্মহত্যা করতে বাধ্য হন ক্লাইভ।
জগত শেঠ
পলাশীর যুদ্ধের অন্যতম প্রধান ঘৃণ্য ষড়যন্ত্রকারী হলো জগত শেঠ। কাশিমবাজার ষড়যন্ত্রের প্রধানতম নায়ক এই জগত শেঠ। তার পরিণতি ছিলো আরো ভয়ংকর। মীর কাসিমের নির্দেশে বিহারের “মুঙ্গের দুর্গ” থেকে বস্তাবন্দী করে তাকে নদীতে ফেলে হত্যা করা হয়।এক্ষেত্রেও পরিলক্ষিত হয় যে, এক ষড়যন্ত্রকারীর হাতে আরেক ষড়যন্ত্রকারীর হয় সলিল সমাধি।
উর্মিচাদঁ
কাশিমবাজার ষড়যন্ত্রের আরেক নায়ক, অর্থদাতা উমিচাঁদ। দেশের সাথে বিস্বাসঘাতকতা করে ইষ্ট-ইন্ডিয়া কোম্পানীর সাথে যোগ দিলেও মজার ব্যাপার হলো বিস্বাসভঙ্গের অপরাধে তাকেই সাজা দেয় ইষ্ট-ইন্ডিয়া কোম্পানী। উমিচাঁদের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। ফলে মারাত্নক মানসিক আঘাত পায় উর্মিচাদঁ, স্মৃতিভ্রংশ ও উন্মাদ হয়ে রাস্তায় ঘুরতে ঘুরতে মৃত্যু হয়।
নন্দকুমার
নন্দকুমারকেও উমিচাঁদের পরিণতি বরণ করতে হয়।তহবিল তছরুপের অভিযোগে তাকে ফাঁসিকাষ্ঠে ঝুলানো হয়।
মীরজাফর
পলাশীর পরে মীর জাফর বাংলার নবাব হতে পারলেও তার এই সুখ বেশীদিন স্থায়ী হয়নি। অল্প কিছুদিনের মাঝেই তার ব্রিটিশ প্রভুরা তাকে আস্তাকুড়ে নিক্ষেপ করে,তাকে নবাব পদ থেকে সড়িয়ে দেওয়া হয়। শেষ জীবনে তাকেও অর্থকষ্টে দিনাতিপাত করতে হয়। এক পর্যায়ে কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে দীর্ঘ রোগভোগের পর মারা যায় বেইমান মীর জাফর আলী খান। কথিত আছে,কুষ্ঠ রোগে আক্রান্ত হওয়ার পর তার গায়ের চামড়া পচে খসে পড়ে যায়। এই ছিলো বেইমান মীরজাফরের শেষ পরিণতি।
মীর কাসিম
মীর কাসিমের বোধদয় হয়েছিল পলাশীর পরে। সে ব্রিটিশদের সখ্য ত্যাগ করে। তবে ইতিহাস তাকে ক্ষমা করেনি। মীর কাসিমের সাথে ইষ্ট-ইন্ডিয়া কোম্পানীর যুদ্ধ হয় যা ইতিহাসে “বক্সারের যুদ্ধ” নামে পরিচিত। বক্সারের যুদ্ধে পরাজিত হয়ে দিল্লী পালিয়ে যান মীর কাসিম।দিল্লীরপথে-প্রান্তরে শতচ্ছিন্ন বস্ত্রে অবস্থানকালীন সময়ে এক পর্যায়ে দিল্লী জামে মসজিদের নিকট মৃত্যুবরণ করেন মীর কাসিম। শেষ জীবনে ভিখারী দশায় মীর কাসিমকে মৃত্যুবরণ করতে হয়।
ঘষেটি বেগম
পলাশীর যুদ্ধের পর মীরজাফর পুত্র মীরন উপলব্ধি করতে পারে তার পিতার নবাব হবার পথে সবচেয়ে বড় বাধা ঘষেটি বেগম। তাই মীরন চক্রান্ত করে ঢাকার অদুরবর্তী ধলেশ্বরী নদীতে নৌকা ডুবিয়ে ঘষেটি বেগমকে হত্যা করে।
মীরন
পলাশীর যুদ্ধের আরেক ঘৃণ্য ষড়যন্ত্রকারী হলো মীরন। তার নির্দেশেই মোহাম্মাদী বেগ নির্মমভাবে নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করে। মিরনকে মেজর ওয়াটসন তাবুতে আগুন লাগিয়ে জীবন্ত দগ্ধ করে হত্যা করে প্রচার করে বাজ্রাঘাতে তবুতে আগুন লেগে যায়।
মুহম্মদী বেগ
তার কাছে সিরাজ প্রাণভিক্ষা চায়নি, শুধু দু রাকাত নামাজ পড়ার সুযোগ চেয়েছিলেন। মুহম্মদী বেগ তাকে সেই সুযোগ দেয়নি। তার মস্তিস্ক বিকৃতি ঘটে, এই অবস্থায় কুয়াতে ঝাপ দিয়ে মৃত্যুবরণ করে। অথচ আশ্চর্য সে সিরাজের পিতা ও মাতামহীর অন্নে প্রতিপালিত হয়েছিল।
ইয়ার লতিফ খান
হঠাৎ নিরুদ্দেশ হয়ে যায়। ধারণা করা হয় তাকে গুপ্তহত্যা করে লাশ গায়েব করে দেয়া হয়।
দানিশ শাহ
দানিশ সিরাজকে ধরিয়ে দিয়েছিলেন। বিষাক্ত সাপের ছোবলে তার মৃত্যু হয়।
রাজা রাজবল্লভ- পদ্মায় ডুবে মৃত্যু।
২| ২৩ শে জুন, ২০১৮ বিকাল ৫:৩৭
রাজীব নুর বলেছেন: পলাশী যুদ্ধের সময় নবাব সিরাজদ্দৌলাকে যখন ধরে নিয়ে যাচ্ছিলেন তখন চারপাশে এতো বাঙ্গালী দর্শক ছিলো যে তারা যদি প্রত্যেকে একটি পাথর ছুঁড়ে মারতো তাহলে ব্রিটিশরা ঘাসের সাথে মিশে যেতো!
.
এই কথাটি বলেছিলেন ব্রিটিশ লর্ড ক্লাইভ বাঙ্গালীদের জ্ঞানের সীমাবদ্ধতা বুঝানোর জন্য!
৩| ২৩ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪১
খনাই বলেছেন: পলাশীর চেয়ে বড় সংকট মনে হয় এখন আমাদের সামনে ....
৪| ২৩ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬
কাইকর বলেছেন: ইতিহাস পড়তে আগে ভাল লাগতো। এখন আর তেমন ভাল লাগে না
৫| ২৩ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: পলাশীর খলনায়ক অনেকেই! তবে মূল ভিলেন সালা মীরজাফর ও তার ডোডো সেনাবাহিনী !!
@চাঁদগাজী,
আপনার মন্তব্য পড়লে আমার মেজাজ গরম হয় কেন?
সমস্যা কি আপনার?
নাকি আমার??
আইস্ক্রিম খাবেন???
৬| ২৪ শে জুন, ২০১৮ রাত ১২:০৬
জগতারন বলেছেন:
চাঁদগাজী নিপাত ্যাক।
৭| ২৫ শে জুন, ২০১৮ রাত ১:৪৩
নিশি মানব বলেছেন: @রাজীব নুর দাদা
এই প্রশ্নটা আমরা বর্তমানে বিএনপিকে করি।
তত্ত্বাবধায়ক সরকার কালীন উভয় দলের নেতা কর্মীদেরও বলতাম।
কাদের মোল্লা আর মুজাহিদের ফাসির সময় কয়েক জন শিবির কর্মীকেও জিজ্ঞাসা করেছিলাম।
কখনো ইরাক আর লিবিয়ায় যাইনি। গেলে সাদ্দাম ও গাদ্দাফীর অনুসারীদের জিজ্ঞাসা করতাম।
এখনো জগন্নাথ বিশ্বঃ এলাকায় গেলে বিশ্বজিতের দর্শকদেরও জিজ্ঞাসা করি। গাজীপুরে গেলে আহসান উল্লাহ মাস্টারের আশে পাশে লোকজনদেরও জিজ্ঞাসা করি।
বর্ডার কিলিং এর স্টোরীটা শুনে মাঝে মাঝে ভাবি বাংগালীর ক্ষমতা কি বড়জোর বৌ-মা-স্টুডেন্ট-সন্তানকে পিটানো পর্যন্ত। দেশ স্বাধীন-বায়ান্নো আন্দোলন আর স্বৈরাচার বিরোধী তাহলে কি ছিলো? নাকি সেই আদর্শ আর সৎ সাহস আর নাই।
পলাশীর ঘটনাটা সত্যি বেদনাদায়ক।
মাঝে মাঝে ভাবি বর্তমান দুর্দশা কি সিরাজুদ্দৌলার অভিশাপ।
©somewhere in net ltd.
১|
২৩ শে জুন, ২০১৮ বিকাল ৪:৫২
চাঁদগাজী বলেছেন:
রাজায় রাজায় যুদ্ধ হতো, এক নবাবের রাজ্য অন্য নবাব দখল করতো, এটাই রাজতন্ত্র! বাংলার রাজতন্ত্র কি কোনভাবে আলাদা ছিলো? এত ম্যাঁপপ্যাঁও কেন?