![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাগো ওরা বলে সবার কথা কেরে নেবে!!
বা,
ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়...
নাহ, দুঃখিত কেউ কারো মুখের ভাষা কাইরা নিতে চায় নি।
৫২র ভাষা আন্দোলনের মূলসূত্র ছিল রাষ্ট্রভাষা। বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে হয়েছিলো আন্দোলন। ভাষা আন্দোলনের একটা ব্যানার বা ফেস্টুন দেখবেন না 'মাতৃভাষা' লেখা। 'রাষ্ট্রভাষা বাংলা চাই' লেখা সাইনবোর্ড আর ব্যানার দেখবেন সব। মাতৃভাষা নিয়ে কারো কোন রকম মাথা ব্যাথা ছিল না কোন কালেই। ৫২ সালে তৎকালীন পাকিস্তানে অনেকগুলো ভাষা ছিল যেমন বাংলা, পাঞ্জাবি, পশতু এবং উর্দু। উর্দুকে রাষ্ট্রভাষা করা হয়, এতে পাঞ্জাবি, পশতু বা বাংলা কোনটিরই 'মাতৃভাষা' মর্যাদার হানি হয়নি। মাতৃভাষার কোন ইস্যু ৫২তে ছিল না। ইস্যু ছিল রাষ্ট্রভাষা। আন্দোলন ছিল রাষ্ট্রভাষার উদ্দেশ্যে। এই রাষ্ট্রভাষা আন্দোলনকে ১৮০ ডিগ্রি ঘুরিয়ে দিয়ে মাতৃভাষা আন্দোলন/দিবসে বানানো, মাতৃভাষা রক্ষার আন্দোলন বলা একটা ইতিহাস বিকৃতি।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩১
যাযাবর চিল বলেছেন: তার মানে বাংলা ও উর্দুকে রাষ্ট্রভাষা করার হলে এতে পাঞ্জাবি, পশতু,অন্য মাতৃভাষাগুলো হারিয়ে যায়?
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:০২
নাহিদ০৯ বলেছেন: বিষয় টা তো এভাবে ভেবে দেখিনি। কিন্তু মাতৃভাষা হুমকি'র মুখে পড়েছিলো বিধায় ই ছাত্র জনতা আন্দোলন করেছিলো সেইদিন। একটা বৃহৎ জনগোষ্ঠিকে রাষ্ট্রভাষার নামে সবখানে উর্দু চর্চা যে মুটামুটি চাপিয়ে দিচ্ছিলো তার তো অনেক উদাহরন আছে। রাষ্ট্রভাষা আন্দোলন না হলে হয়তো মাতৃভাষা হুমকির মধ্যে পড়তো।
আমি রাষ্ট্রভাষা আন্দোলন এর নামে মাতৃভাষা আন্দোলন আলাদা করে দেখি না।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৯
যাযাবর চিল বলেছেন: ৫২ সালে তৎকালীন পাকিস্তানে অনেকগুলো ভাষা ছিল যেমন বাংলা, পাঞ্জাবি, পশতু এবং উর্দু। উর্দুকে রাষ্ট্রভাষা করা হয়, এতে পাঞ্জাবি, পশতু বা বাংলা কোনটিরই 'মাতৃভাষা' মর্যাদার হানি হয়নি।
৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:০৪
আর্কিওপটেরিক্স বলেছেন: রাজীব নুর বলেছেন: রাষ্ট্র কি মায়ের না?
৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৯
বাংলার মেলা বলেছেন: ৫২ সালের ভাষা আন্দোলন আমার মতে একটা ফাও আন্দোলন ছিল। দেশের রাষ্ট্রভাষা উর্দু হলে কোন সমস্যা ছিলনা। কারণ বাবা-চাচাদের কাছে শুনেছি, সরকারী অফিসে লেখালেখি এমনকি কথাবার্তাও নাকি ইংরেজীতে হত। তমুদ্দুন মজলিস একটা মিছিল বের করেছিল, সরকার ফাও ফাও তাতে গুলি করে কয়েকজনকে মেরে ফেলল। আর তাতেই বাংলাদেশের ইতিহাসে একটা মাইল ফলক হয়ে গেল।
এটি আমার নিজস্ব মতামত। আমার চিন্তাধারায় ভুল থাকতে পারে।
৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০৩
ইমরান আশফাক বলেছেন: আমাদের মাতৃভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার জন্য আমরা আন্দোলন করেছিলাম, একমাত্র রাষ্ট্রভাষা করার জন্য নয়। কারন আমাদের এই মাতৃভাষায় তৎকালীন পাকিস্তানের অধিকাংশ জনগন কথা বলতো, সুতরং যদি একমাত্র রাষ্টভাষা হিসাবে কোন ভাষাকে স্বীকৃতি দিতে হলে তবে সেটি আমাদের বাংলা ভাষাকেই দিতে হবে।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৪:৪০
যাযাবর চিল বলেছেন: উর্দু মাতৃভাষা ছিল মাএ ৩ ভাগ মানুষের, উর্দু কেন করা হল?
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:১৪
রাজীব নুর বলেছেন: রাষ্ট্র কি মায়ের না?