![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জিন্নার প্রতি / সুকান্ত ভট্টাচার্য
------------------------------
যুযুধান দেশ কে আজ নির্বিরােধ!
কুচক্রান্ত ছড়ায় রাত্রিচারী
মিথ্যার মদে ভুলবে না নির্বোধ
দিনরাত্রি যে বিদ্যুৎ সঞ্চারী।
তপস্যা শেষ, ভাঙ্গো আজ মৌনতা,
দুর্গের দ্বার খােলো বিনিদ্র দ্বারী,
শত্রুরা মূঢ়; সম্ভাষে স্বাধীনতা,
আমরা জয়ের সাগরে জমাবাে পাড়ি,
আজকে এ-দেশ শুনেছে যে ব্রত কথা
সােনার খাঁচার সঙ্গে তাইতাে আড়ি।
- উত্তরাধিকার, শ্রাবণ-আশ্বিন ১৩৯১
কায়েদে আযম জিন্দাবাদ / মোতাহের হোসেন চৌধুরী
------------------------------------------------------------
সত্যি, কায়েদে আযমের কাছে আমাদের ঋণের অন্ত নেই। আমরা মুসলমানরা কিছুতেই তাকে ভুলতে পারবাে না। আমরা যে আজ নিঃশংক জীবন যাপন করছি, সে তাে তার জন্যই। নইলে হিন্দুর ভয়ে আমাদের সংকুচিত থাকতে হত, আর সংকোচন দুমড়ে নষ্ট করে দিত আমাদের আভ্যন্তর শক্তিকে। আমরা হতােদ্যম হয়ে পড়তুম। কোনাে প্রকারে জীবনধারণ করতে সক্ষম হলেও, আমাদের সেই আনন্দবিহীন জীবনে লাগতাে না সার্থকতার ছোঁয়া। তাই কায়েদে আযমের গুণকীর্তনে পঞ্চমুখ হতেই হয়। ওটা মােটেই বাড়াবাড়ি নয়।
- মোতাহের হোসেন চৌধুরী রচনাবলী (প্রথম খন্ড) / সম্পাদনা : সৈয়দ আবুল মকসুদ ॥ [ বাংলা একাডেমী - জুন, ১৯৯৫ । পৃ: ৫০৩-৫১২ ]
জিন্নাহ/ প্রফেসর আব্দুর রাজ্জাক
------------------------------
...মিঃ ল্যাস্কি, আই ডু নট উইশ টু বি ম্যানশনড উইথ মিঃ নেহেরু। আই অ্যাম এ মেম্বার অব মুসলিম লীগ এন্ড এ ফলোয়ার অব মিঃ জিন্নাহ।
...মিঃ জিন্নাহ ত বেঙ্গল আপনেদের দিয়া দিছিলেন, আপনেগো চিত্তে সুখ অইলো না বেঙ্গল পার্টিশন করলেন।
...লর্ড রীডিং এর মৃত্যুর পর তার পুত্র তার একটা বায়োগ্রাফি প্রকাশ করেন। তিনি যতদিন ইন্ডিয়াতে ছিলেন প্রতি সপ্তাহে তার পুত্রের কাছে একটা কইর্যা চিঠি লিখতেন। ভারতের যেসকল ডিগনিটরির লগে তার দেখা অইত, তাগো সম্পর্কে লর্ড রীডিং তার প্রাইমারি ধারনাটা প্রকাশ করতেন। মিঃ গান্ধীর লগে যখন রীডিং এর দেখা অইছে, লর্ড রীডিং তার সম্পর্কে লিখছেন, এই লোকের সঙ্গে আমাগো ব্যবসা জমবে ভালা। একইভাবে যত ইন্ডিয়ান লিডারের লগে দেখা অইছে সকলকে একটা ক্যাটেগরিতে ফেলছেন কিন্তু মিঃ জিন্নাহর সঙ্গে তার দেখা হওনের পরের চিঠিতে এক্কেরে সুর পাল্টাইয়া গেল। এই লোক এক্কেরে বেয়ারা। উই উইল হ্যাভ ট্রাবল ইন হ্যান্ডলিং মিঃ জিন্নাহ। আমি বললাম, আপনি সব সময় মিঃ জিন্নাহকে বেশি বেশি নাম্বার দিচ্ছেন। জিন্নাহ্ সাহেব ওবস্টিনেট ছিলেন সত্য, কিন্তু আপনি তার প্রতি দুর্বল। স্যার হাসলেন, আমি ত আর বানাইয়া বলবার লাগছি না। (২)
- যদ্যপি আমার গুরু/ আহমেদ ছফা, পৃ: ৮৫, ৮৩, ৮৮-৮৯
জিন্নাহ এবং শেখ মুজিব/ আহমদ ছফা
-----------------------------------------
...শেখ মুজিব ছিলেন সোহরাওয়ার্দীর শিষ্য এবং গুরু-শিষ্য দু’জনেই ছিলেন জিন্নাহের ভক্ত। আমার শিক্ষক আব্দুর রাজ্জাক সেদিন কথা প্রসঙ্গে আমাকে বললেন, তার কাছে শেখ মুজিবের কিছু ছবি আছে, সেই ছবিতে জিন্নাহ মারা যাওয়ার পর শেখ মুজিব হাউমাউ করে কাঁদছেন।
- বাংলাবাজার পত্রিকা, ২ ফেব্রুয়ারি ১৯৯৯
তােমার জন্মদিনে / বেগম সুফিয়া কামাল
------------------------------------------
হে সিপাহসালার! তব দৃপ্ত মনােরথে
ছুটাইয়া টুটাইয়া জিন্দানের দ্বার
আনিলে প্রদীপ্ত দীপ্তি ঘুচায়ে শতাব্দী অন্ধকার
মৃত্যু নাহি যে প্রাণের ক্ষয় নাহি তার দেওয়া দানে
লভি আজাদীর স্বাদ, এ জাতি-জীবন তাহা জানে
তােমার জনম দিনে, তােমার স্মরণ দিনে
কায়েদে আজম। তব নাম
কোটি কণ্ঠে ধ্বনি ওঠে, কহে, লহ মােদের সালাম।
- পাক-সমাচার, ডিসেম্বর ১৯৬৩
ইতিহাস/ আবু হেনা মােস্তফা কামাল
----------------------------------
তােমাকে জেনেছি আকাশের চেয়ে বড়
সাগরের চেয়ে অনেক মহত্তর কেননা
ক্লান্ত চোখের পাতায় নতুন আলাের ঝড় তুমি এনে দিলে। নতুন জোয়ার ছুঁয়ে গেল বন্দর।
- মাহে-নও, ডিসেম্বর ১৯৫৬
জিন্নাহ-চরিত্রের বৈশিষ্ট্য / মোহাম্মদ ওয়াজেদ আলী
-----------------------------------------------
বৃদ্ধ বয়সে আজন্ম পােষিত আদর্শকে এভাবে পরিত্যাগ করতে চির নবীনের অভিসারী একটা প্রবল মনের প্রয়ােজন হয়। তা তার ছিল। কিন্তু তাঁর অপূর্বত্ব এইটুকুতেই সীমাবদ্ধ নয়। মােহাম্মদ আলী জিন্নাহ তরুণ বয়স থেকেই দেশ, জাতি ও সমাজের মুক্তির জন্যে সাধনা করেছিলেন। সারাটি জীবন এই সাধনায় কেটে গেলাে, এলাে বার্ধক্য। জরা এসে জাপটে ধরলাে তাঁর দেহকে। কিন্তু তিনি যখন অন্তরে উপলব্ধি করলেন যে, তাঁর জীবনের মহাব্রত এক নতুন কঠোরতায় সমাবৃত হয়ে তখনাে তার জন্যে অপেক্ষা করছে, তিনি দেহের জরাকে শিখায়িত মন দিয়ে জয় করেন। দুর্ধর্ষ সংগ্রামে নেমে পড়লেন দুর্জয় বিশ্বাস নিয়ে। একজন বৃদ্ধ, জরাগ্রস্ত, স্বাস্থ্যহীন মানুষ স্বভাবতঃই শান্তি চায়, বিশ্রাম চায়, নিশ্চিন্ত অবসর চায়; কিন্তু মহান কর্তব্য অসমাপ্ত দেখে মােহাম্মদ আলী জিন্নাহ কায়েদে আজমের গুরুভার দায়িত্ব এই বয়স এবং শরীরের এই অবস্থায় স্বেচ্ছায় গ্রহণ করলেন। এরূপ সাহসের দৃষ্টান্ত ইতিহাসে আর মেলে কই?
- মোহাম্মদ ওয়াজেদ আলী রচনাবলী (দ্বিতীয় খন্ড) / সম্পাদনা: আবদুল মান্নান সৈয়দ ॥ [ বাংলা একাডেমী - জুন, ১৯৯২ । পৃ: ১৭৪-১৭৬ ]
নিশান বরদার/ সিকান্দার আবু জাফর
-----------------------------------
তোমার একান্ত স্বপ্ন সাধনার মূল্যে পাওয়া
আজাদীর পরম সম্মান।
এ দিনের ক্ষয় নেই তাই
এ দিনের অধিবাসী আমরা সবাই,
জাতির মহান পিতা : তোমার স্মরণে আজ
সালাম জানাই।
- মাহে-নও, সেপ্টেম্বর ১৯৫৫
কায়েদে আজমকে/ ফজল শাহাবুদ্দীন
----------------------------------
মাঝে মাঝে দেখিয়াছি প্রভাতের আলােক রঙীন।
তবু সেই ঝড় এলাে-মেলাে সেই রাত্রির হাওয়ায়।
তুমি এলে হে নাবিক, প্রভাতের পানপাত্র হাতে
আঁধার মুখর হলাে জীবনের প্রদীপ্ত শপথে
রাত্রির বন্দর থেকে মৌসুমীর হাসিন উষায়।
- মাহে-নও, ডিসেম্বর ১৯৫৬
ছােটদের কায়েদে আযম/ হাসান হাফিজুর রহমান
-----------------------------------------------------
তিনি গড়ে তুলেছিলেন নতুন এক দেশ, হয়েছিলেন বিরাট এক জাতির মুকুটহীন রাজা। রাজার ছেলে তিনি নন, কিন্তু রাজা বাদশাদের চেয়েও অনেক। বড় কাজ তিনি করে গেছেন। অসম্ভবকে করে গেছেন সম্ভব। ঘর-হারা জাতিকে।
দিয়ে গেছেন চিরকালের অটুট এক ঘর।
#
২| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৬
রাজীব নুর বলেছেন: উত্তরাধিকার কি বাংলা একাডেমিত পত্রিকা??
২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৩
যাযাবর চিল বলেছেন: হুম!
৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৮
সাইয়িদ রফিকুল হক বলেছেন: জিন্না ও শেখ মুজিবকে জড়িয়ে আহমদ ছফার কথা অতিরঞ্জিত।
৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৫
লোনার বলেছেন: দেখুন: Click This Link.
©somewhere in net ltd.
১|
২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৭
আলমগীর সরকার লিটন বলেছেন: অনেক কিছুই জানালাম