![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি চাই লিখার জন্য বাঁচতে আর লিখে বাঁচতে।(ডেল কার্ণেগী)
কোন এক কুক্ষণে আমার আগমন ঘটে এই পৃথিবীতে।
জন্মের কিছুক্ষণের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমার জন্মধার্ত্রী মা। শুরু হয় কালবৈশাখী ঝড়।দাদুর অতি সাধের আম গাছটি উপরে পরে সেই সাথে উড়ে যায় ঘরের চাল আর এই সবকিছু দেখে বাবা আর সহ্য করতে না পেরে সে স্বীকার হোন হার্ট এ্যাটাকের।
পাঁচ মাসের মাথায় হঠাৎ একদিন বাবা ও অন্তীম প্রহর গুনে চিরবিদায় জানান পৃথিবীকে। আমার ঠিকানা তখন শুধু একমাত্র দাদু। কিন্তু তাকেও বেশি দিন ধরে রাখতে পারলাম না আমার মত অলক্ষুনের জীবনে। পাঁচ বছরের মাথায় দাদুও চলে যান না ফেরার দেশে।
শেষ আশ্রয় হিসেবে ঠাঁই হয় চাচার বাসায়।কিন্তু তাও বেশি দিনের জন্য ছিলো না।তাদেরও শুরু হয়ে গেল দুর্দিন। একটা চলনসই পরিবারের ঠিকানা হলো রাস্তা।
ভালো লাগছিলোনা এই একঘেঁয়ে জীবন। তাই আর থাকিনি এই এলাকায়। বেড়িয়ে পরি মনে দুঃখ আর যন্ত্রনা নিয়ে এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে।
পাড়ি দিলাম অনেকটা পথ নিজের দুর্ভাগ্যকে পেছনে রেখে।
জীবনের অনেকটা সময়কে যখন অতীত করে চলে এসেছি এক ভিন্ন জীবনে, ভেবেছি এবার হয়তো সেই সময় এসেছে গেছে দুর্ভাগ্য থেকে মুখ ফিরিয়ে নেবার। ঠিক তখনই আশ্চর্য ভাবে মেলে এক বন্ধুর দেখা। আর সেই তো হয়ে গেলো আমার পথপ্রদর্শক, যে কী না সময়কে পরিচালনা,ভাগ্যকে তৈরী করতে,জীবনকে বদলাতে শেখালো। শিক্ষা দিলো দুঃখকে সুখ করতে,কঠীনকে সহজ করতে,শত্রুকে বন্ধু করতে।শিখে গেলাম সূত্র জীবন পাল্টানোর। পাল্টে ফেললাম জীবনের গতি।কিন্তু সব বদলাতে পারলেও বদলাতে পারিনি পেছনে ফেলে আসা দুর্ভাগ্যকে। পারিনি দুর্ভাগ্যকে সৌভাগ্যরূপে পরিনিত করতে।
ছোটবেলায় একটা কথা শুনেছিলাম যে "গোপাল যেদিকে যায় তার কপালও নাকি সাথে যায়"। কথাটা কতটা যুক্তিযুক্ত জীবন আজ আমাকে দিয়ে তা প্রমান করে দিল।
জন্মলগ্ন থেকে আজ অব্দি যা হারিয়েছিলাম তার যন্ত্রনা ভুলেগেছিলাম যে বন্ধুকে পেয়ে তাকে আজ হারালাম নিজের জীবনের বিনিময়ে।
চলে গেল সে আমাকে বাঁচাতে, নিজের বিনিময়ে বন্ধুকে পেতে।
মায়ের মৃত্যু, বাবার হার্ট এ্যাটাক
দাদুর আমগাছ,ঘরের চাল
বাবার চলে যাওয়া,চাচার অর্থ
ভুলে ছিলাম সব, কিন্তু আবার জানান দিলো বন্ধুর বিদায় কাল,
অলক্ষুণে আমি আমার দুর্ভাগ্য রবে চিরকাল।
“সমাপ্ত”
১০ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৬
সামিয়া শিরুমনি বলেছেন: স্বাগতম,,,,,,ধন্যবাদ।
২| ১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৩
নীল মনি বলেছেন: নিজেকে অলুক্ষণে ভাবতে নেই তো।যা হবার কথা ছিল তাই ঘটেছে জীবনে।জীবনকে ভালোবাসুন
১০ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৮
সামিয়া শিরুমনি বলেছেন: জ্বী ধন্যবাদ,,,,
৩| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:১৭
পদাতিক চৌধুরি বলেছেন: কষ্ট হলেও নুতন করে স্বপ্ন দেখুন ও স্বপ্ন দেখান।অন্ধকার একদিন কাটবেই।নুতন ভোরের আশায় আমরা না হয় অপেক্ষা করি।
১০ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:২২
সামিয়া শিরুমনি বলেছেন: জ্বী,, ধন্যবাদ।
৪| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ১১:৩৭
সনেট কবি বলেছেন: এটা কি গল্প না বাস্তব! গল্প হলে বলব করুন গল্প, বাস্তব হলে বলব আপনাকে সমবেদনা জানানোর ভাষা নেই। বলতে গেলে বাকরুদ্ধ।
২৮ শে জুলাই, ২০১৮ দুপুর ২:২৭
সামিয়া শিরুমনি বলেছেন: গল্প। ধন্যবাদ।
৫| ২৮ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৩১
সনেট কবি বলেছেন: করুণ গল্প হিসেবে যথেষ্ট ভাল হয়েছে। তবে কামনা করি বাস্তবে কারো জীবনে এমনটা না ঘটুক।
©somewhere in net ltd.
১|
০৯ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৫
আবু আফিয়া বলেছেন: কষ্ট হলেও ভাল লেগেছে, আসলে জীবন কেটে যায় আর থেকে যায় বেদনাময় স্মৃতি, ধন্যবাদ