নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সামিয়া শিরুমনি।খুব সাধারণ একটা মেয়ে। বই পড়তে, লিখতে, ঘুরতে, আড্ডা দিতে খুব ভালো লাগে।

সামিয়া শিরুমনি

আমি চাই লিখার জন্য বাঁচতে আর লিখে বাঁচতে।(ডেল কার্ণেগী)

সামিয়া শিরুমনি › বিস্তারিত পোস্টঃ

কাগজের নৌকা

১২ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:০১


মধ্য নিশিতে জাগিয়া আমি
স্মরি মৃত্যুরে,
কখন জানি নিভে যায়
জীবন প্রদীপে।

আজকে আমি পিতৃছায়ায়
আশ্রয় হলো বাটি,
কাল হয়ত আর থাকবে না
ঢেকে দিবে খাটি।

আমার কবরে দিওনা স্তম্ভ
লিখনা প্রাচীরে,
জারুলতা যে স্থায়ী নয়কো
সেও যায় মরে।

কেন অযথা নিস্তেজ মনে
দখলে থাকবে ক্ষিতি?
খাতার লিখায় না ভাসিয়ে
হৃদয়ের করো জ্যোতি।

হয়ত থেকে যাবে অপূর্ণই
জীবনে স্বপ্ন যত,
তখন যে তলিয়ে যাব
কাগজের নৌকার মত।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৫০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বোঝাগেল, ক্ষিতি শব্দটা কবির খুব পছন্দ।

" আমি চাই লিখার জন্য বাঁচতে আর লিখে বাঁচতে।
--(ডেল কার্ণেগী)"


আপনি কেন লিখেন?? শুধু বাঁচার জন্য?

১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪২

সামিয়া শিরুমনি বলেছেন: জ্বী,

শুধু বাঁচার জন্য না, বেঁচে থাকা অবস্থায় শান্তি প্রাপ্তির জন্য, নিরবে প্রতিবাদের জন্য আরো ইত্যাদি কারণে,,

২| ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বেশ, বেশ।

লিখুন নিরবে প্রতিবাদের জন্য।
লিখুন দেশ, মাটি ও মানুষের জন্য।

১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪০

সামিয়া শিরুমনি বলেছেন: পাশে থাকবেন, ধন্যবাদ।

৩| ১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪২

মনিরুল ইসলাম বাবু বলেছেন: ++

৪| ১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৯

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লাগল।
সামুতে স্বাগতম।
লিখতে থাকুন অনেক শুভকামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.