![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি চাই লিখার জন্য বাঁচতে আর লিখে বাঁচতে।(ডেল কার্ণেগী)
একটা অনাকাঙ্খিত ঝড়
যা এসে জীবন নাড়িয়ে দেয়,
শত পরিবর্তন প্রতিষ্ঠা করে
আসার মতই চলে যায়।
ঠিক তেমনই এসেছিলি তুই
আমার জীবন মাঝে,
ঘুমখানা মোর ভাঙিয়ে দিলি
হাত রেখে হাতে।
দিন চেনার দিনপঞ্জিকা, হলি
সময় জ্ঞানের ঘড়ি,
তোকে বন্ধু জীবনে পেয়ে
আমি আমাতেই গর্ব করি।
২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ২:২৬
সামিয়া শিরুমনি বলেছেন: না, বান্ধুবী। নতুন নয়, অনেক পুরাতন আর প্রাণের বান্ধুবী।
২| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ৩:৪৪
উদাসী স্বপ্ন বলেছেন: ফোন আর বান্ধবী, দুইটাই সেম!
০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩৯
সামিয়া শিরুমনি বলেছেন: কীভাবে??
৩| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ১১:২৯
সনেট কবি বলেছেন: বেশ।
২৮ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৩৪
সামিয়া শিরুমনি বলেছেন: ধন্যবাদ, সাথে থাকবেন।
৪| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১০:১৩
ভ্রমরের ডানা বলেছেন:
বেশ হয়েছে!
০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩৯
সামিয়া শিরুমনি বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২২ শে জুলাই, ২০১৮ রাত ১০:১৮
উদাসী স্বপ্ন বলেছেন: নতুন ফোন???