নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সামিয়া শিরুমনি।খুব সাধারণ একটা মেয়ে। বই পড়তে, লিখতে, ঘুরতে, আড্ডা দিতে খুব ভালো লাগে।

সামিয়া শিরুমনি

আমি চাই লিখার জন্য বাঁচতে আর লিখে বাঁচতে।(ডেল কার্ণেগী)

সামিয়া শিরুমনি › বিস্তারিত পোস্টঃ

প্রতিবাদী কন্ঠ

০৩ রা আগস্ট, ২০১৮ সকাল ১০:০১




বঙ্গ মাতা,
সালাম বরকতের রক্তে তুমি পেয়েছিলে ভাষা
বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগের ফলে
পেলে স্বাধীনতা ভালবাসা।

ওদের ত্যাগ দিলো তোমায় একটি স্বাধীন আর সার্বভৌম দেশ
বিদায় দিলো ৭১' এর পাকিস্তানি হানাদারদের,
কিন্তু ১৮' এর পুলিশ নেতারা এবার ধরেছে ওদেরই বেশ।

সহপাঠী ভাইবোনের রক্তে ঘাতক রাঙালো রাজপথ সাড়া,
পুলিশ হাসে রাস্তায় দাঁড়িয়ে, আর মন্ত্রী ?
হাসে, দিয়ে ভারতের দুর্ঘটনার তুলনা।

পরে এরা টাকা ছঁড়ায়, কিনতে স্বজনদের সান্ত্বনা,
ওগো ধর্ষিতা বঙ্গ মাতা, তোমার প্রতিবন্ধী
আইনী সন্তান আর বোধ হয় সুস্থ হবেনা।

পুলিশ হাসে, নেতা হাসে, কাঁদে বাংলার জনতা,
মৌন কন্ঠে প্রতিবাদে নামে,
সারা দেশের ১৮'এর প্রতিবাদী শিক্ষার্থী জনতা।

শান্তি ওরা বজায় রেখেছে, সাথে প্রতিবাদের জোশ,
৪৭ বছরের অকর্মা পুলিশের কাজ ১দিনে করল
ঘুমন্ত কবিকে জাগ্রত করে উড়ালো নেতাদের হুশ।

কত শত স্লােগানে প্রমাণ করছে ওদের জোশটা কত প্রচন্ড,
"নিরাপদ সড়ক চাই'', আমার ভাই কবরে আসামী কেন বাইরে?
"We Want Justice" আরো কত প্রতিবাদী কন্ঠ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.