![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মল্লিকা সরকার
.
বুকের উপর ধ্বংস্তুপ নিয়ে জেগে আছি
নিলেনা খবর!
.
একসাথে চলবো বলে পা বাড়াতেই ব্যাধিগ্রস্ত
ঘোটকীর মতো বেড়ে গেল পৃথিবীর বয়স;
নদী গুলো শুষ্ক হয়ে খসখসে কাগজ!
.
ভোকাট্রা ঘুড়ি বীজবিস্তার ফেলে ছিঁড়ে ফেলে
বুকের আকাশ—নিলেনা খবর!
.
আগস্টের...
দেবো, কিন্তু দেবনা
.
বিস্বাদ চোখে তার চেয়ে চেয়ে দেখা—মনসার
মতো ফোঁসফোঁস...তারপর হঠাৎ বারুদের
মতো সশব্দে ফেটে যাওয়া।
.
মান্যবরাসু একটু দাঁড়ান—তারপর বলুন কিখাবেন?
আইসক্রিম নাকি ক্যান্ডি?
.
ঘী চিনি লবঙ্গ যা চাই সঙ্গে দেব—একটু দাঁড়ান।
.
বৃক্ষের মতো খনিজ ঢেলে...
শিরীষের ডাল মরচানো টিন পাতা ঝরা খেলা
টেশন রোডের এই বাড়িতেই কেটে যায় বেলা।
ট্রেন যায় আসে যাত্রীরা ছোটে ব্যাগ ঝোলে
কাঁধে
সে এক পাগল আবল তাবল হাসে আর কাঁদে।
রেলের ওপার রুবাদের বাড়ি কলেজের...
কথায় বিষ কথায় মধু
কথায় এতো ধার
কথায় মালা কথায় জ্বালা
কথায় মন ভার।
.
কথার মাঝে ছুরি চালিয়ে
কেউ করে ঘায়েল
কথার খাঁজে সুর বসালে
বেজে ওঠে পায়েল।
.
কথার বুকে বয় কখনো
বেদনার প্রপাত
রসের কথা বলতে গিয়ে
কেটেই যায় রাত।
.
কিছু...
কথায় বিষ কথায় মধু
কথায় এতো ধার
কথায় মালা কথায় জ্বালা
কথায় মন ভার।
.
কথার মাঝে ছুরি চালিয়ে
কেউ করে ঘায়েল
কথার খাঁজে সুর বসালে
বেজে ওঠে পায়েল।
.
কথার বুকে বয় কখনো
বেদনার প্রপাত
রসের কথা বলতে গিয়ে
কেটেই যায় রাত।
.
কিছু...
কথায় বিষ কথায় মধু
কথায় এতো ধার
কথায় মালা কথায় জ্বালা
কথায় মন ভার।
.
কথার মাঝে ছুরি চালিয়ে
কেউ করে ঘায়েল
কথার খাঁজে সুর বসালে
বেজে ওঠে পায়েল।
.
কথার বুকে বয় কখনো
বেদনার প্রপাত
রসের কথা বলতে গিয়ে
কেটেই যায় রাত।
.
কিছু...
চোখের ভেতর মাটি আমার মনের ভেতর কাদা
মাথার চুলে খরের গাদা জীবনটা এক ধাঁ-ধা।
নখের ডগায় সুঁচের বাড়ি হাতের তালুই ঘুণ
মেরুদন্ড গেছে বেঁকে স্নায়ুর দেশে ক্ষুণ।
বুকের রোমে পোড়া গন্ধ পেটে পাথর জমা
ফুসফুসে...
আরোপিত বিদ্যের চোখ-রাঙানি ঠেলে
বারবার কোথায় ছুটে গেছি!
নুয়ে পড়া আখের ক্ষেত
ধানকাটা হয়ে গেলে কৃষকের পুনঃ প্রস্তুতি
দূরে নাড়ার দহন, মাটি ফুঁড়ে সোনামুখো
বীজের উল্লাস,
মরা নদীর সুতো, আমাকে টেনে নিয়ে
সঙ্গোপনে রেখে দিয়েছে।
দুধের গ্লাসে মায়ের...
"নীল-নীল তুলির আঁচড়" পাওয়ার ঘরে
এইটুকুই জমা থাক। হাত, পা, চোখ গুলো
সেই কবে নিয়ে গেছে ঠাটানো সমুদ্দর। দেহ
এখন কাঁকড়ের ঠোল। তার ভেতরে মৃত জোছনা
আর বালির মাখামাখি। কিছু পাথরের ফসিল;
বহন করে চলেছে...
©somewhere in net ltd.