![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথায় বিষ কথায় মধু
কথায় এতো ধার
কথায় মালা কথায় জ্বালা
কথায় মন ভার।
.
কথার মাঝে ছুরি চালিয়ে
কেউ করে ঘায়েল
কথার খাঁজে সুর বসালে
বেজে ওঠে পায়েল।
.
কথার বুকে বয় কখনো
বেদনার প্রপাত
রসের কথা বলতে গিয়ে
কেটেই যায় রাত।
.
কিছু মানুষ কথায় বড়ো
চতুর চলাফেরা
কাজের বেলা তাল বাহানা
অলস ঘোরাফেরা।
.
মুখের ভাষা বহন করে
ব্যাক্তি-পরিচয়
কথার ছলে দশ পৃথিবী
কেউবা করে জয়।
.
কথার পিঠে কথা সাজিয়ে
কবিতা লেখে কবি
কতো দিনের কতো কথায়
ভাসে শোকের ছবি।
.
আস্ত্র হাতে যুদ্ধে নামে
কথার এতো ঝাঁঝ
গুলি বোমায় হয়না যেটা
কথায় হয় কাজ।
.
দিয়েছ কথা রাখোনি তুমি
এটা একটা রোগ
একটি কথা বয়ে বেড়ায়
আজীবনের শোক!
.
মাসের পর বছর যায়
কথারা থাকে বেঁচে
হিসেব করে মানুষ বুঝে
বলবে কথা বেছে।
.
উচিত কথা বললে নাকি
বন্ধু পর হয়
মিথ্যে দিয়ে হয়না জানি
সত্য টুকু জয়।
.
মা ত্রা বৃ ত