নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিহত বাতির ক্রোমোজম

শামস্ রুবেল

কবি। কবিতায় বসবাস।

শামস্ রুবেল › বিস্তারিত পোস্টঃ

হতে পারিনি কিছুই/ শামস্ রুবেল

০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:১১


আরোপিত বিদ্যের চোখ-রাঙানি ঠেলে
বারবার কোথায় ছুটে গেছি!
নুয়ে পড়া আখের ক্ষেত
ধানকাটা হয়ে গেলে কৃষকের পুনঃ প্রস্তুতি
দূরে নাড়ার দহন, মাটি ফুঁড়ে সোনামুখো
বীজের উল্লাস,
মরা নদীর সুতো, আমাকে টেনে নিয়ে
সঙ্গোপনে রেখে দিয়েছে।

দুধের গ্লাসে মায়ের সতেজ স্পর্শ থেকে গেছে,
পড়ার টেবিলে বইয়ের পাহাড় দিনে দিনে
বেড়েই গেছে
জানালার ফোঁকরে
রোদ এসে আবার ফিরে গেছে
দূর দেশ থেকে ছুটে আসা পাখিদের ক্লান্তি
নিয়ে
আমিও লুকিয়ে গেছি কুয়াশায়।

পৃথিবীতে সবচেয়ে বেশিবার শোনা
মধুর সুর -ট্রেনের হুইসেল
ডিমওয়ালা মাছের মতো -
পৃথিবীতে সবচেয়ে বেশিবার স্বপ্নে দেখেছি
মালবোঝায় ট্রেনের মুখ।
আমার পাঁজরের দুটো নল খুলে দেখ -
সেখানে দুদিক দিয়ে বয়ে গেছে রেললাইন।
'আবার আসিব ফিরে'- না এবার আর
ধান সিঁড়িটির তীরে নয়, -রেলকলোনীতে।

যখন যা দেখেছি, যা বুঝেছি, যা পড়েছি
প্রজাতির মতো কল্পনার রঙে ভেসে ভেসে
তাই হয়েছি
কখনো গোর্কির মতো নির্জন নদীতে
আত্মহত্যা করতে চেয়েছি
কীটসের মতো যক্ষ্মায় ভুগে ভুগে
তবুও লিখতে চেয়েছি দ্রোহের কবিতা
এভাবে রবীন্দ্র
জীবনানন্দ
বিষ্ণু ..
ইতিহাসের সফেদ দেয়ালে বারবার
ঘষতে চেয়েছি মাথা!

শেষ বিকেলের রোদ্রের মতো -যে দুটো
চোখ, সেই কবে মিলিয়ে গেছে জানালায়,
সে কি আজো আমার মতো
কিছু একটা হতে চেয়ে বসে আছে?

আমি আজ হতে পারিনি কিছুই
এমনকি আমার মতোও না
তবুও মনে হয়
বিশ্বকর্মার মতো যদি কেউ কেউ
আর একবার এগিয়ে আসতো
তাকে বলতাম, সুইস ব্যাংকের সমস্ত
রিজার্ভ তোমার ঝুলিতে ফেলে দিলাম,
তুমি শেষবার, - দলবল নিয়ে
স্রোতের বিপরীতে রথের চাকা ঘুরাও।
-

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৯

মাহবুবুল আজাদ বলেছেন: ওয়াও সুপার লাইক। অসাধারণ লিখেছেন
একরাশ মুগ্ধতা ।

ব্লগে স্বাগতম।

২| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৬

শামস্ রুবেল বলেছেন: ব্লগে নতুন। কখনো নিয়ম কানুন গুলো ঠিকমতো বুঝতে পারছিনা।
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.