![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অতিআবেগী, আগে ব্যাপারটা লুকানোর চেষ্টা করতাম। এখন আর করিনা।
আমি বিভিন্ন ধরনের গান শুনেতে পছন্দ করি। রবীন্দ্রসংগীত, নজরুলগিতী, লালন,ছবির গান আর ব্যান্ড তো আছেই। অন্য গানগুলো শোনা সমস্যা না হলেও ব্যান্ডের গান শুনলে গুরুজনেরনা ভুরু কুচকে তাকাত। নিষিদ্ধ কিছুর প্রতি আগ্রহ থেকেই আরো বেশি করে ব্যান্ড গানের অনুরুক্ত হওয়া। তো আমার সেরা কিছু ব্যান্ড গায়ক, গানের লিস্ট এবং মজার কিছু কাহিনী নিয়ে হাজির হলাম।
১) জেমস: তো এনাকে দেখলেই আমার দাদী ঘিন্নায় মুখ বাকাতেন। আর মাঝে মাঝে রবীন্দ্রসংগীত গুনগুন করতে থাকা আমার মাও। ও নাকি অনেক দিন ধরে গোসল করে না। লম্বা চুল!! ভুরুতে দুল। জেমসের নাম নেওয়া হারাম ছিল আমার আর আমার ২ বছরের বড় কাজিন ব্রাদারের। কিন্তু ওর গানগুলো তো জোস। শুনতেই হয়। তো আমার ভাই নিজের বাসা থেকে লুকিয়ে রেডিও আনত আমাদের (দাদুর) বাসায়। সেই রেডিও লুকিয়ে ড্রয়িংরুমে ট্রান্সফার হতো। আর দরজা বন্ধ করে আস্তে ভলিউমে রেডিওর কাছে কান লাগিয়ে ভাই বোনে মিলে গান শুনতাম। কিন্তু সেই লো ভলিউমও মা, দাদীর কানে চলে যেত আর রেডিও বাজেআপ্ত হত। এরপরে পানি অনেক দুর গড়িয়েছে জেমস বলিউডে গান গায় সেটা আবার টপ টেন চার্টে জায়গা করে নেয়। তখন বড়রা বুক ফুলিয়ে তার গান শোনে আর বলে সোনার ছেলে! আমি আর আমার ভাইকে পায় কে তখন? জোরে জোরে জেমসের গান শোনা আর বড়দের দিকে তাকিয়ে বিশ্বজয়ের হাসি দেওয়া। ওর পছন্দের কটি গান,
লাস্টলি যে গান শুনলে বড়রা সবচেয়ে রাগ করতেন।
হাসান: তো এই জনাবের দোষ ছিল লম্বা চুলের সাথে সাথে মেয়েদের মতো গলা হওয়া। এনাকে ছেলে মেয়ের মাঝামাঝি ভেবে বড়রা আমাদের দুরে রাখার চেষ্টা করতেন। কিন্তু ওর প্যাশনেট গলা, স্টাইলের ভক্ত ছিলাম আমরা। সবস্তরে বিখ্যাত হওয়া ওর একটা গান।
পাড়ায় কোন বড় ভাই ছেকা খেলে তার সামনে এই গান বাজানোর সর্বাত্মক চেষ্টা চালাত আমার দুষ্টু ভাইটা।
মাইলস: এরা অবশ্য সবার প্রিয় ছিল। আট থেকে আশির পছন্দ।
সেই লেভেলের গান!! কি যাদুকরি মিউজিক! মানুষের মনের গভীরের প্রিয়জন হারানোর ব্যাথা উঠে আসত এ গানে।
এই গান শুনলে মতো হত আমার নাম নীলা হলো না কেন? আমার নামটা অানকমন এবং এই গানে কখনো কোন মিউজিক হয়নি। এই দুঃখ কোথায় রাখি? আফসোস।
আইয়ুব বাচ্চু: এনার আর জেমসের একই স্ট্যাটাস ছিল বাড়িতে। জেমস বলিউডের গান গেয়ে ইমেজ ঠিক করতে পেরেছিলেন, ইনি পারেননি। ওনাকে টিভিতে দেখলেই আমার দাদীর কমেন্ট, "এইসব ছেলেপেলেকে দেখলেই খারাপ লাগে। লেখাপড়ার নাম নেই, খালি গান গেয়ে বেড়ায় নিজে বিগড়ায়, আর এখন আমাদের বাচ্চাগুলোকে নষ্ট করছে। চ্যানেল জলদি চেন্জ কর।" হা হা
মেহরীন: এনাকে ব্যান্ডের না বলে ব্যাতিক্রমধর্মী বলছি। মেয়ে হয়েও পুরুষের মতো চুল, পোশাক!! এধরনের মেয়েরা দেশের, দশের শত্রু। না না আমার না আমার মায়ের ভাবনা। কিন্তু ওর কিছু গান শুনলে মনে হয় আমার মনের কথা নিয়ে লিখেছে। আমি গান গাইতে পারলে এরকম গানই গাইতাম। আর গলাটাও বাংলাদেশে ওয়ান পিস। আসলেই ব্যাতিক্রমধর্মী।
সত্যিই রাজকুমার কবে আসবে? কবে হবে দেখা তোমার আমার???
আরও অনেক গান মাথায় গিজগিজ করছে। পরে দেব। এগুলো কেমন লাগল?
০২ রা মে, ২০১৬ রাত ১১:২৪
সামু পাগলা০০৭ বলেছেন: ধন্যবাদ।
২| ০২ রা মে, ২০১৬ রাত ১১:২৪
ইমরাজ কবির মুন বলেছেন:
James: Dukhini Dukkho Koro Na, BangLadesh
Hassan: Aayna Othoba Tumi, Oporicita
AB: Haste Dekho
MiLes: Firiye Dao
eguLar sathe SouLs er Nisshongota
০২ রা মে, ২০১৬ রাত ১১:২৯
সামু পাগলা০০৭ বলেছেন: AB: Haste Dekho টা আমারও অনেক প্রিয়। ওটা দেওয়া উচিৎ ছিল। পরের বার দেব। আপনার ব্যান্ড গানের চয়েস তো খুবই
ভালো। আমাকে সব খারাপ গানগুলো পাঠান কেন?
আপনার পরীক্ষা সব শেষ না? কেমন হল?
৩| ০২ রা মে, ২০১৬ রাত ১১:২৭
হুকুম আলী বলেছেন: পোষ্টটা এক কথায় সুন্দরই বলা চলে।
০২ রা মে, ২০১৬ রাত ১১:৩১
সামু পাগলা০০৭ বলেছেন: এক কথায় ধন্যবাদ।
৪| ০২ রা মে, ২০১৬ রাত ১১:৩৭
নাজিম মাহফুজ বলেছেন: ছোটবেলায় আমার সাথে ও এমন হত। এখন বেশি গান শোনা হয় না। আইয়ুব বাচ্চুর এখন অনেক রাত, সেই তুমি কেন এত অচেনা হলে গানগুলো এখনও ভালো লাগে।
০২ রা মে, ২০১৬ রাত ১১:৪২
সামু পাগলা০০৭ বলেছেন: জি আসলেই সবার ছোটবেলার কাহিনীই বোধহয় এক!! কেন? গান শুনতে থাকবেন। মন ভালো থাকবে ভাই।
৫| ০২ রা মে, ২০১৬ রাত ১১:৫৭
ইমরাজ কবির মুন বলেছেন:
আমার আকাশ দেখা ঘুড়ি,
কিছু মিথ্যে বাহাদুরি
যখনি ভেবেছি বাঁধবো সীমা চারপাশে তোমাকে ঘিরে,
তখনি ফেলেছি হারিয়ে তোমাকে-
আপন আঁধারে
সাদা-কালো এ জীবনের মাঝে রঙীন ছিলে তুমি শুধু
দিপীকা সায়রে অনিমেষ চেয়ে রই
মিথিলা বরষা, অলোক দহনে-
মেঘলা কবেকার স্মৃতিময় বাতায়ন
বলে যায় তোমায় অনব ভালবাসি
রাতেরই শত তারার মাঝে
হারিয়ে যাই দু'জনে
কোন সে স্বপ্নলোকে
০৩ রা মে, ২০১৬ রাত ১২:১০
সামু পাগলা০০৭ বলেছেন: ওরে বাবা পোস্টের চেয়ে কমেন্টে বেশি গান!! শুনছি এগুলো এবং আপনাকে কয়েকটা পাঠাচ্ছি।
https://www.youtube.com/watch?v=csvDgFA1pI8
https://www.youtube.com/watch?v=nM2hivO5nFo
https://www.youtube.com/watch?v=B1xRO0GWz4w
৬| ০৩ রা মে, ২০১৬ রাত ১২:২২
ইমরাজ কবির মুন বলেছেন:
তোমায় দিলাম ভুবন ডাঙার হাসি এ গানটা মিষ্টি তো! অনেকটা চন্দ্রবিন্দু স্টাইলের।
হে যুবক গানটার অডিও কোয়ালিটি ভাল না, বুঝিনাই কিসু।
সেই মেয়েটি সুন্দর আসে ||
০৩ রা মে, ২০১৬ রাত ১২:২৬
সামু পাগলা০০৭ বলেছেন: https://www.youtube.com/watch?v=PqFqgGRQt6M
৭| ০৩ রা মে, ২০১৬ রাত ১২:২৩
সিদ্ধার্থ. বলেছেন: দেখি আপনার এই পোস্টটাকে এপিক পোস্টে রূপান্তর করা যায় কিনা -
১)ব্ল্যাক - অবাক ভালবাসা ।
০৩ রা মে, ২০১৬ রাত ১২:২৯
সামু পাগলা০০৭ বলেছেন: মোটামুটি, আপনি কমেন্ট করলেই পোস্ট এপিক হয়ে যায় নাকি?
৮| ০৩ রা মে, ২০১৬ রাত ১২:২৬
সিদ্ধার্থ. বলেছেন: নীল রঙ -- ফসিলস
০৩ রা মে, ২০১৬ রাত ১২:২৮
সামু পাগলা০০৭ বলেছেন: এত সুন্দর একটা গান আমি কেন শুনিনি এতোদিন?? ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।
৯| ০৩ রা মে, ২০১৬ রাত ১২:২৯
সিদ্ধার্থ. বলেছেন: তোমায় দিলাম - মহীনের ঘোড়াগুলো
০৩ রা মে, ২০১৬ রাত ১২:৩১
সামু পাগলা০০৭ বলেছেন: একবারে দেন, আলাদা করে দিচ্ছেন কেন?
১০| ০৩ রা মে, ২০১৬ রাত ১২:৩৪
সিদ্ধার্থ. বলেছেন: নাহ !! এত বিখ্যাত আমি কিছু নই । তবে সব লিস্ট এই পোস্টে উজার করে দেব ।তার জন্য বল্লাম আর কি !খারাপ ভাবে নিচ্ছেন নাতো ?
ঘরে ফেরার গান - মহীনের ঘোড়াগুলি । গায়িকা - চান্দ্রেয়ী ।
০৩ রা মে, ২০১৬ রাত ১২:৪৪
সামু পাগলা০০৭ বলেছেন: না না একটুও খারাপ ভাবে নিইনি। আর ধন্যবাদ এই পোস্টে সুন্দর গানগুলো উজার করে দেওয়ার জন্যে। নীল রঙ -- ফসিলস এখনো শুনছি।
১১| ০৩ রা মে, ২০১৬ রাত ১২:৩৫
ইমরাজ কবির মুন বলেছেন:
হাহা মজাই ছিল!
তুমি জ্বরের শেষে সুর্য ধোয়া ঘর
০৩ রা মে, ২০১৬ রাত ১২:৪৯
সামু পাগলা০০৭ বলেছেন: রোমান্টিকতো।
https://www.youtube.com/watch?v=rLPuVBRVIZ4
https://www.youtube.com/watch?v=TmcPQ-aUD0U
গানগুলো আপনার টাইপের না তবুও দিলাম।
১২| ০৩ রা মে, ২০১৬ রাত ১২:৪৭
সিদ্ধার্থ. বলেছেন: মুন ভাই মনে হচ্ছে চন্দ্রবিন্দুর ফ্যান ।
কান্দে শুধু মন কেন কান্দে রে -- ভূমি
হলুদ পাখি -- ক্যাকটাস
ভালবাসা মানে আর্চিস গ্যালারী -- পরশ পাথর
০৩ রা মে, ২০১৬ রাত ১২:৫২
সামু পাগলা০০৭ বলেছেন: কমেন্টের এতো গান? সারা জীবনেওতো শেষ করতে পারব না, হা হা। ধন্যবাদ।
১৩| ০৩ রা মে, ২০১৬ রাত ১২:৫৬
ইমরাজ কবির মুন বলেছেন:
সিদ্ধার্থ কি অবস্থা? অনেকদিন পর ব্লগে দেখলাম মনে হয়।হলুদ পাখি গানটা আমার পছন্দের বেশ, শীতকালে শুনতে ভাল ফীল পাওয়া যায়।
০৩ রা মে, ২০১৬ রাত ১:২৪
সামু পাগলা০০৭ বলেছেন: এই কমেন্টটা সিদ্ধার্থকে করা তাই আমার রিপ্লাই দেওয়ার কথা না। কিন্তু পরে যদি আবার screenshot নিয়ে এসে বকেন? সেই ভয়ে রিপ্লাই দিলাম।
১৪| ০৩ রা মে, ২০১৬ রাত ১:০২
সিদ্ধার্থ. বলেছেন: মনে আর নাইরে
মনে নাই নাইয়া,
নাইয়া যায় নাওরে
ভাটিয়ালি গাইয়া -- ভূমি
রাত্রি - পটা (পটার ব্যান্ড টার নাম ভুলে গেছি )
এক ঝাক ইচ্ছে ডানা - পরশ পাথর
১৫| ০৩ রা মে, ২০১৬ রাত ১:০৯
সিদ্ধার্থ. বলেছেন: হ্যা ভাই ।এখন ব্লগে একদমই নিয়মিত নই । দেখুন তো শহরের এই মাস্টার পিসটা শুনেছেন কিনা -
যখন নীরবে দুরে
দাড়াও এসে ,
যেখানে পথ বেকেছে -
তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্তরা ;
কে জানে কি আবেশে দিশেহারা ।
আমিও ছুটে যাই সে গভীরে ...
তুমি কি মরিচীকা না ধ্রুব তারা!!? -- শহর
০৩ রা মে, ২০১৬ রাত ১:২২
সামু পাগলা০০৭ বলেছেন: সিদ্ধার্থ সত্যিই আপনি সত্যিই আমার পোস্টাকে এপিক করে ছাড়বেন।
১৬| ১৬ ই জুন, ২০১৬ রাত ৮:৫৮
শুভ_ঢাকা বলেছেন: view this link
১৭ ই জুন, ২০১৬ রাত ১২:১৯
সামু পাগলা০০৭ বলেছেন: গানটা অনেক সুন্দর। শেয়ার করার জন্যে ধন্যবাদ।
১৭| ২৮ শে জুন, ২০১৬ রাত ৯:৫৯
ফাহিম সাদি বলেছেন: ভালো লাগতে পারে
https://www.youtube.com/watch?v=dplz21YAAXI
২৯ শে জুন, ২০১৬ রাত ১:১৮
সামু পাগলা০০৭ বলেছেন: আসলেই সুন্দর, শেয়ার করার জন্যে অনেক ধন্যবাদ।
১৮| ২৯ শে জুন, ২০১৬ সকাল ৮:৩৪
ফাহিম সাদি বলেছেন: ধন্যবাদ , আর এই গানটাও আমার খুব পছন্দের । সময় পেলে শুনতে পারেন ।
https://www.youtube.com/watch?v=mSCS6oR7Kxo
২৯ শে জুন, ২০১৬ সকাল ৮:৪৮
সামু পাগলা০০৭ বলেছেন: হায় আল্লাহ এই গানটাতো আমার খুবই প্রিয় গান। অনেক ধন্যবাদ শেয়ার করার জন্যে।
আপনি যখন এত সুন্দর সব গান দিচ্ছেনই আমার আড্ডা পোষ্টে দিন, সব ব্লগার শুনতে পাবেন তাহলে। গান, আড্ডার মজলিস বসেছে সেখানে। অবশ্য আপনি যদি চান তবেই। এই লিংক। view this link
ধন্যবাদ আবারো।
©somewhere in net ltd.
১|
০২ রা মে, ২০১৬ রাত ১১:২৩
সুমন কর বলেছেন: ভালো পোস্ট তবে আরো সময় দিলে ভালো হতো।