![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অতিআবেগী, আগে ব্যাপারটা লুকানোর চেষ্টা করতাম। এখন আর করিনা।
বাংলাদেশ ক্রিকেট আমার জীবনের একটা বড় অংশ জুড়ে আছে। সেই প্রাইমারি স্কুলের বাচ্চা মেয়েটা বাচ্চা থেকে কিশোরি, কিশোরি থেকে তরুনী, তরুনী থেকে যুবতী হতে হতে বাংলাদেশ ক্রিকেটকেও একইভাবে বেড়ে উঠতে দেখেছে। আমার জীবনের সাথে সাথে কিভাবে ক্রিকেট বেড়ে উঠতে থাকল তা নিয়ে লিখব আজ। আজকে কোন কানাডার আলোচনা না, শুধুই বাংলাদেশ।
সাল ২০০৭: আমার দেখা প্রথম ক্রিকেট ম্যাচ। ভারতের সাথে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ হচ্ছে। রাতে আমি মা বাবার সাথে শুয়েছিলাম। আমার বাবা হঠাৎ খেলার দিকে তাকিয়ে বলল, "মারে আমরা তো মনে হয় জিতে যাব"!! আমি ক্রিকেট বুঝতাম না, আধো ঘুমন্ত অবস্থায় বাবার কাঁপা কাঁপা গলা শুনে জেগে উঠলাম। আমি জানতাম না ভারত কত শক্তিশালী, বা বাংলাদেশ কতো দূর্বল। পুতুল আর রান্নাবাটি খেলা আমি ক্রিকেটের কোন নিয়ম বুঝতাম না। আমি শুধু আমার বাবাকে কাঁপতে দেখে বুঝলাম ব্যাপারটা অনেক বড় কিছু। চোখ থেকে ঘুম উধাও হয়ে গেল। আমি বাবাকে প্রতিটা বলের পরে জিজ্ঞেস করছিলাম, বাবা এটা কি বাংলাদেশের জন্যে ভালো না খারাপ? আমি তো কিছু বুঝতাম না!! বাবা কি যে ধৈর্য্য নিয়ে আমাকে প্রতিটা জিনিস বুঝিয়ে দিচ্ছিল!! বাংলাদেশ জিতে গেল আর সাথে সাথে সেই রাতের বেলাতেই আশেপাশের মানুষের বিজয় উল্লাস শুনতে পাচ্ছিলাম। কি যে অসহ্য রকমের একটা আনন্দ! ওইটুকু জীবনে দুঃখ না দেখা আমি প্রচন্ড সুখ দেখতে শুরু করলাম। সেদিন মনে হয়েছিল এতদিন কেন ক্রিকেট দেখিনি! বাবাকে জিজ্ঞেস করলাম বাংলাদেশ কি কাপ জিতবে বাবা? তিনি বললেন, আমাদের জন্য এটাই বিশ্বকাপ জেতা মা! দেশপ্রেমের প্রথম অনুভূতিটা ক্রিকেটই আমাকে দিয়েছিল। না বলব না যে ক্রিকেট আমাকে দেশকে ভালোবাসাতে শিখিয়েছে, শুধু বলব দেশের প্রতি লুকিয়ে থাকা টানটা সেদিন অনুভব করেছি!
সাল ২০১০: তখনকার বাচ্চা মেয়েটা কিশোরি হওয়ার পথে। ক্রিকেট পুরোদমে বুঝি আমি। সে বোঝা থেকেই জানতাম বাংলাদেশ আর নিউজিল্যান্ডের খেলায় একটা ম্যাচ জিতলেও কি ভীষণ প্রাপ্তি হবে!! আল্লাহ প্লিজ একটা ম্যাচ জিতিয়ে দাও, প্লিজ। সাকিব আল হাসান তখন বাংলাদেশের ক্যাপ্টেন। তাকে নিয়ে আমরা স্বপ্ন দেখতে শুরু করি। সে যে বাংলাদেশের, জান বাংলাদেশের প্রাণ, সাকিব আল হাসান! সাকিব আল হাসান! আসলে বাংলাদেশ তখন ১১ জনের না দুই জনের টিম ছিল। একজন বোলার সাকিব আল হাসান! আরেকজন ব্যাটসম্যান সাকিব আল হাসান! তারই দুর্দান্ত পারফরম্যান্সে বাংলাদেশ প্রথম তিনটা ম্যাচ জিতল। আমার মনে হল বাস্তব হলে ভাল, স্বপ্ন হলে যেন কখনো না ভাংগে। লাস্ট ম্যাচ। প্রথম বড় কোন টিমকে হোয়াইটওয়াশ করার স্বপ্ন। বাংলাদেশ প্রথমে ব্যাট করে তুলল ১৭৪। নিশ্চিত হার মেনে নিয়ে খেলা দেখছি। ভাবছি বেশি লোভ করার দরকার কি? বাংলাদেশ সিরিজ জিতেছে এটাইতো বেশি। নিউজিল্যান্ড কতো বড় টিম! কোন টেনশন না নিয়ে খেলা দেখতে শুরু করলাম, কিন্তু ২০ রানে ৫ উইকেট পরে যাওয়ার পরে আবার টেনশন করতে শুরু করলাম। লোভী মন জেগে উঠল। আজকে কি হবে?
শেষ পর্যন্ত হল। বুকটা ভরে গেল যখন বিদেশী কমেন্টেটররাও আতাহার আলী খানের দেখাদেখি বারবার "বাংলাওয়াশ" শব্দটা বলছিল। আর রুবেল তো বস, ৪ বলে ৪ রান লাগা খেলা জিতিয়ে দিল। ও অনেক দিন ধরেই বাংলাদেশকে "হ্যাপি" করে চলেছে।
সাল ২০১২: আমি পুরোদমে কিশোরিত্বতে পা দিয়েছি এবং আমার জীবনের কানাডা পর্ব শুরু হয়ে গেছে। দেশে তো তাও ক্রিকেট শুধু তখন দেখতান যখন বাংলাদেশ জেতা জেতা অবস্থা। কিন্তু ওখানে গিয়ে মাথার তার ছিড়ে গেল পুরোপুরিভাবে। বাংলাদেশ ক্রিকেট হারুক জিতুক খেলা আমি দেখবই। রাত তিনটায় খেলা হলেও এলার্মের শব্দ শুনে জেগে উঠি। দিন রাত যেন কোন ব্যাপারই না! সেবার দেশের মাটিতে এশিয়া কাপ হচ্ছে। বাংলাদেশ তো বড় বড় এশিয়ান শক্তিগুলোর সাথে পারবেনা, কিন্তু আল্লাহ কম ব্যবধানে যেন হারে। আর তুমি দয়াময়, একটা ম্যাচ জিতিয়ে দেয়া তো কোন ব্যাপার না। অন্যদের দেশকে তো কতই জেতাও, আমার দেশকে অন্তত একটা ম্যাচ জিতিয়ে দেও। আল্লাহ শুধু একটা না দুটো ম্যাচ জিতিয়ে দিয়ে বাংলাদেশকে ফাইনালে তুলে বিশাল দয়াময়তার পরিচয় দিলেন।
বাংলাদেশ ফাইনাল খেলবে পাকিস্তানের সাথে। বাংলাদেশ ক্রিকেটের বহুদিনের অনুরাগী আমি জানি যে আমাদের ভালো দিন বেশি টেকে না। কেন যেন মনে হচ্ছিল পাকিস্তানই জিতবে। আমার দেশটা প্রথম কোন ফাইনাল খেলছে, প্রথম চান্সে কেউ জেতে নাকি? আমাদের এই বেশি। খেলার লাস্ট পাচ ওভার চলাকালে স্কুলে চলে যেতে হল। প্রথম দুইটা ক্লাস করার পরে ১৫ মিনিটের ব্রেকে লাইব্রেরিতে ছুটে গেলাম। ধুকপুক করা বুকে অনলাইনে প্রথম আলো খুললাম। বাংলাদেশ হেরেছে। কষ্ট হল, কিন্তু ভাবলাম ঠিক আছে, ভালো দিন আসবে।
কিন্তু যখন দেখলাম হারটা মাত্র দুই রানের, কষ্ট হল। ভেতরটা ভেংগে গুড়িয়ে, দুমরে মুচরে দেয়া কষ্ট। হে আল্লাহ এ তুমি কি করলে? এতো কাছে থেকেও এত দূরে!! আমি আরো দেখলাম বিশ্বসেরা অলরাউন্ডার কঠোর মনের, অহংকারী, (তখন ওকে তাই ভাবা হত) প্রফেশনাল সাকিব ঠোট কামড়ে কাদছে, তাকে জরিয়ে ধরে মুশফিকও বাচ্চার মতো কাদছে, সবসময় হাসিখুশি থাকা নাসিরও জার্সি তুলে কান্না মুছছে। আর মাহমুদুল্লাহর মধ্যে দিয়ে কি যাচ্ছিল তা মনে করেও মন কাপে!! আমার মনে হল আমাদের দেশের ছেলেরা শুধু মাত্র দেশের জন্যে খেলে। টাকা, ফেম তো ওদের কাছে বোনাস। ওদের মতো সোনার ছেলে যে দেশে আছে সে দেশ বিশ্বকাপ, এশিয়া কাপ দিয়ে কি করবে? আমাদের তার চেয়েও মূল্যবান কিছু আছে। সেদিন বুঝেছিলাম বাংলাদেশ ক্রিকেট দল খারাপভাবে হারলেও কেন ছ্যাবলার মতো বার বার হতাশ হতে ফিরে যাই, কেন সারা বিশ্বের টিপ্পনি আমাদের ক্রিকেটের প্রতি ভালোবাসা কমায় না বরং বাড়ায়। আমরাতো আমাদের ক্রিকেটারদের ক্রিকেট না, তাদের মন দেখে ভালোবেসেছি। তাদের জ্বলন্ত চোখের লাল সবুজ বাংলাদেশ দেখে ভালোবেসেছি। সেদিন আমি একটুও কাদিনি, কেদেছিলাম পরে, অন্য কারনে, পরে কখনো লিখব।
০৫ ই মে, ২০১৬ বিকাল ৫:২৩
সামু পাগলা০০৭ বলেছেন: জ্বী আরও জয়ের কথা লিখব সময় করে। ধন্যবাদ।
২| ০৫ ই মে, ২০১৬ রাত ১০:৪৫
রাঙা মীয়া বলেছেন: মনে পড়ে গেল ১৯৯৭ সাল ! বাংলাদেশ বনাম হল্যান্ড- বাংলাদেশ ৪ উইকেটে ৬৬ রান...আমার দুচোখ ভরে গিয়েছিলো পানিতে ...
০৫ ই মে, ২০১৬ রাত ১০:৫৫
সামু পাগলা০০৭ বলেছেন: তখন তো আমি কোলের বাচ্চা ভাই, কিছুই মনে নেই। তবে, আমার চোখও বাংলাদেশ ক্রিকেট টিম অনেকবারই ভিজিয়েছে।
ধন্যবাদ।
৩| ০৫ ই মে, ২০১৬ রাত ১১:০৯
রাঙা মীয়া বলেছেন: বাংলাদেশ ক্রিকেটের উন্মাদনার শুরূটাই তখন। রিকশাওয়ালাদের কাছেও ছোট রেডিও থাকতো।সবাই ধারাভাষ্য শুনতো।আবেগে ভেসে যাওয়ার শুরূটা অসাধারন ছিলো
০৫ ই মে, ২০১৬ রাত ১১:৫৬
সামু পাগলা০০৭ বলেছেন: সে সময়টা দেখিনি, তবে আমার মনে হয় ১৯৯৯ পাকিস্তান বধ, এবং ২০০৭ এ ভারত বধ ক্রিকেটটাকে বাংলাদেশের খেলা করে ফেলেছিল। আর কেও তখন অন্য দেশকে সাপোর্ট করত না।
আমি একপ্রকার উন্মাদনা দেখেছি, এবং আপনি আরও আগের উন্মাদনা দেখেছেন। যখন আমরা বড় টিমের সাথে জেতা তো দুরের কথা, খেলারই সুযোগ পেতাম। আর আমি দেখেছি খেলার সুযোগ পেয়ে হেরে যাচ্ছে। যাই হোক, ভালো দিনতো আমাদেরও শুরু হয়ে গেছে! আরও ভালো হোক।
আপনাকে শুভকামনা!
৪| ০৬ ই মে, ২০১৬ রাত ৩:২৪
হাসান মাহবুব বলেছেন: গ্রেইট পোস্ট।
০৬ ই মে, ২০১৬ রাত ৩:২৫
সামু পাগলা০০৭ বলেছেন: গ্রেইট কমেন্ট! হা হা ধন্যবাদ।
৫| ০৭ ই মে, ২০১৬ সকাল ৮:১৬
শামছুল ইসলাম বলেছেন: আপনার ক্রিকেট নিয়ে যে উন্মাদনা, তা ছড়িয়ে পড়ুক সকল প্রাণে - নবীন, প্রবীণ সবার মাঝে।
//না বলব না যে ক্রিকেট আমাকে দেশকে ভালোবাসাতে শিখিয়েছে, শুধু বলব দেশের প্রতি লুকিয়ে থাকা টানটা সেদিন অনুভব করেছি!// -- টানটা থাকলে কোন না কোন ঘটনার মাধ্যমে তা প্রকাশ পাবেই।
//বুকটা ভরে গেল যখন বিদেশী কমেন্টেটররাও আতাহার আলী খানের দেখাদেখি বারবার "বাংলাওয়াশ" শব্দটা বলছিল। আর রুবেল তো বস, ৪ বলে ৪ রান লাগা খেলা জিতিয়ে দিল। ও অনেক দিন ধরেই বাংলাদেশকে "হ্যাপি" করে চলেছে।// -- বাংলাওয়াশ ।
//অন্যদের দেশকে তো কতই জেতাও, আমার দেশকে অন্তত একটা ম্যাচ জিতিয়ে দেও। আল্লাহ শুধু একটা না দুটো ম্যাচ জিতিয়ে দিয়ে বাংলাদেশকে ফাইনালে তুলে বিশাল দয়াময়তার পরিচয় দিলেন।//
//কিন্তু যখন দেখলাম হারটা মাত্র দুই রানের, কষ্ট হল। ভেতরটা ভেংগে গুড়িয়ে, দুমরে মুচরে দেয়া কষ্ট। হে আল্লাহ এ তুমি কি করলে? এতো কাছে থেকেও এত দূরে!! আমি আরো দেখলাম বিশ্বসেরা অলরাউন্ডার কঠোর মনের, অহংকারী, (তখন ওকে তাই ভাবা হত) প্রফেশনাল সাকিব ঠোট কামড়ে কাদছে, তাকে জরিয়ে ধরে মুশফিকও বাচ্চার মতো কাদছে, সবসময় হাসিখুশি থাকা নাসিরও জার্সি তুলে কান্না মুছছে। আর মাহমুদুল্লাহর মধ্যে দিয়ে কি যাচ্ছিল তা মনে করেও মন কাপে!! আমার মনে হল আমাদের দেশের ছেলেরা শুধু মাত্র দেশের জন্যে খেলে। টাকা, ফেম তো ওদের কাছে বোনাস। ওদের মতো সোনার ছেলে যে দেশে আছে সে দেশ বিশ্বকাপ, এশিয়া কাপ দিয়ে কি করবে? আমাদের তার চেয়েও মূল্যবান কিছু আছে। সেদিন বুঝেছিলাম বাংলাদেশ ক্রিকেট দল খারাপভাবে হারলেও কেন ছ্যাবলার মতো বার বার হতাশ হতে ফিরে যাই, কেন সারা বিশ্বের টিপ্পনি আমাদের ক্রিকেটের প্রতি ভালোবাসা কমায় না বরং বাড়ায়। আমরাতো আমাদের ক্রিকেটারদের ক্রিকেট না, তাদের মন দেখে ভালোবেসেছি। তাদের জ্বলন্ত চোখের লাল সবুজ বাংলাদেশ দেখে ভালোবেসেছি। সেদিন আমি একটুও কাদিনি, কেদেছিলাম পরে, অন্য কারনে, পরে কখনো লিখব।//
-- শেষে এসে এমন ভাবে লিখলেন, আবেগটা চোখের পাতায় এসে গেল।
ভাল থাকুন। সবসময়।
০৭ ই মে, ২০১৬ সকাল ৮:৩৫
সামু পাগলা০০৭ বলেছেন: আপনার প্রথম কথাটা আসলেই হয়ে গেছে। আজকাল ক্রিকেট দাদুর বয়সী মানুষদেরও বাচ্চা করে দিচ্ছে। মুশফিকুর রহিমের বাবাকেই দেখুন না। কি যে ভালো লাগে। কয়েকঘন্টার জন্যে হলেও আমি শিউর তাদেরও বেচে থাকার ইচ্ছে হাজারগুন বেড়ে যায়!
আর আমাদের বাচ্চাদের মাথাতো কবে থেকেই ক্রিকেটের কারনে খারাপ হয়ে আছে! হা হা।
আমি নিজেও লিখতে লিখতে আবেগী হয়ে গিয়েছিলাম, এই ছেলেগুলোকে নিয়ে কিছু লিখতে বা বলতে গেলেই বুক কাপে!
আমার সব লেখা পড়ার জন্যে অনেক ধন্যবাদ।
আপনিও পরিবার পরিজন নিয়ে অনেক ভাল থাকুন ভাই।
৬| ০৭ ই মে, ২০১৬ সকাল ৯:১৪
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
দারুণ পোস্ট।
২০১২ সালের ফাইনালটা আজীবন কষ্ট হয়ে থাকবে।
০৭ ই মে, ২০১৬ সকাল ৯:৩১
সামু পাগলা০০৭ বলেছেন: মনে করিয়ে দেওয়ার জন্য মাফ করবেন ভাই। কিন্তু ভালো দিন খুব জলদিই আসবে বা এসেই গেছে!
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৫ ই মে, ২০১৬ সকাল ১০:১৮
অরন্যে রোদন - ২ বলেছেন: পাকিস্তানের বিপক্ষে ১৯৯৯ বিশ্বকাপ, ভারতের বিপক্ষে ২০০৪, ২০০৭ বিশ্বকাপে দঃ আফ্রিকা ও ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানো। এমন কত জয়।