নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি বলা যায়! কিছু কথায় নিজেকে ব্যক্ত করা সম্ভব না আমার পক্ষে। তাই একটা সিরিজে কিছু কিছু করে সবই বলছি।

সামু পাগলা০০৭

আমি অতিআবেগী, আগে ব্যাপারটা লুকানোর চেষ্টা করতাম। এখন আর করিনা।

সামু পাগলা০০৭ › বিস্তারিত পোস্টঃ

মাত্র ২৮ জন? এভাবে চলবে না। আরো ৩০ জন ব্লগারকে আনুন। সামুকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করুন।

২৮ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:০৭

ব্লগে একটিভিটি আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্যে নানা পোস্টই আসছে।
একটি আমি নিজে দিয়েছি: ব্লগের বর্তমান পরিস্থিতি, এই কঠিন সময়ে ব্লগারদের অবশ্য করণীয় কাজের লিস্ট (সবার দৃষ্টি আকর্ষণ করছি)
ভুয়া মফিজ দিয়েছেন একই রকম বক্তব্যের আরেকটি পোস্ট: আসুন, আবার ঝাপিয়ে পরি......

কাজের কাজ যে কিছুই হয়নি তা নয়, আমার মনে হয় কিছুটা বেড়েছে ব্লগার একটিভিটি। তবে এখনো তা স্বাভাবিক সময়ের অর্ধেকেরও কম। এই সময়ে ব্লগে প্রচুর মানুষ থাকে। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ব্লগারের সংখ্যা ৭০ থেকে ১০০র কাছাকাছি হয়। আর এখন কি অবস্থা তা দেখতেই পারছেন। ব্লগে আমার যারা পরিচিত তারা সবাই আসছেন। আমি বেশিকিছু করতে পারছিনা তাই।
তবে ফেসবুক সহ অন্যকোন মাধ্যমে যদি আপনার কোন পরিচিত ব্লগার থেকে থাকেন, তবে দয়া করে লগইন করার উপায়টি তাদের সাথে শেয়ার করুন। কি হলো বসে আছেন কেন? আরেকটি ট্যাবে ফেসবুক, ইমেইল ইত্যাদি অন করে জলদিই দলে দলে পরিচিত ব্লগারদেরকে ডেকে আনুন। তাদেরকে জানান, খুব সহজেই ব্লগে ঢুকে আগের মতো ব্লগিং করা যাচ্ছে। তারা যদি এখন ব্লগিং না করেন তবে হয়ত ব্লগ এমন অচল অবস্থায় যাবে যে পরে সামুর মাটিতে কিছু লেখার সুযোগটা পুরোপুরি হারাবেন। সামুতে লগইনের উপায় নিচে দেওয়া হলো। শেয়ার করুন নিজের সকল সামাজিক মাধ্যমে।

অনলাইনে আছেন অংশে "৬০ জন ব্লগার" যেন দেখা যায় সেটাই লক্ষ্য! সর্বোচ্চ চেষ্টা করুন। যারা লগইন করতে পারছেন তারা সবসময় লগডইন থাকুন।

মন্তব্য ৫৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:১০

সামু পাগলা০০৭ বলেছেন: একটা অদ্ভুত ব্যাপার। আমি dotvpn ব্যাবহার করে কিভাবে সামুতে ঢুকতে হবে সেই নির্দেশাবলী এই পোস্টেও দিয়েছিলাম, কিন্তু তখন পোস্টটি প্রকাশিত হচ্ছিল না। সেই অংশটুকু মুছে দেবার পরে পোস্ট প্রকাশিত হলো। বুঝতে পারছিনা কি সমস্যা!
তবে সেই তথ্য পেতে আমার পূর্বের পোস্টটি চেক করে নিতে পারেন।

২| ২৮ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:১৬

সামু পাগলা০০৭ বলেছেন: ৩৬ জন! গ্রেট গ্রেট!

৩| ২৮ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮

আরোগ্য বলেছেন: ৪০ জন। আরো আসবে ইনশাআল্লাহ।

২৮ শে মার্চ, ২০১৯ রাত ৮:০৩

সামু পাগলা০০৭ বলেছেন: এখন আবার ৩১ জনে নেমে এসেছে! :(

ইনশাল্লাহ ৬০ এর লক্ষ্যমাত্রা অর্জন করতে পারব আমরা।

৪| ২৮ শে মার্চ, ২০১৯ রাত ৮:০০

আরোগ্য বলেছেন: আমি টর ইউজ করছি।

২৮ শে মার্চ, ২০১৯ রাত ৮:০৪

সামু পাগলা০০৭ বলেছেন: হুমম সেটাও সহজ আরেকটি উপায়। টর ব্রোজারটি প্রথমে ডাউনলোড করতে হবে, তারপরে ডাউনলোডেড ফাইলস থেকে নিয়ে অন্য যেকোন ব্রোজারের মতোই ব্যবহার করা যাবে টরকে। (অন্যদের সুবিধার্থে বলে দিলাম)।

ধন্যবাদ।

৫| ২৮ শে মার্চ, ২০১৯ রাত ৮:০৩

পদাতিক চৌধুরি বলেছেন: আজ দুপুর থেকে ব্লগে ঢুকতে না পেরে আমাদের সবার প্রিয় রাজীব নূর ভাইয়ের প্রচন্ড মন খারাপ। এক্ষুনি আমার সঙ্গে মেসেঞ্জারে কথা হল । শুনে আমার এতটা খারাপ লাগছে যে বলে বোঝাতে পারবো না ।

২৮ শে মার্চ, ২০১৯ রাত ৮:০৮

সামু পাগলা০০৭ বলেছেন: ওমা উনি কি অন্য উপায়গুলোর মাধ্যমেও ঢুকতে পারছেন না? ডটভিপিএন সাইট, টর ব্রোজার কিছুই কি কাজ করছে না?

আমারো ভীষন খারাপ লাগছে বিষয়টি জেনে।

৬| ২৮ শে মার্চ, ২০১৯ রাত ৮:১৯

পদাতিক চৌধুরি বলেছেন: দেখলাম, দুটোর পর থেকে উনি আর ঢুকতে পারছেন না।
আমি বললাম টর কিংবা অপেরা ব্রাউজার ইউজ করতে।
কিন্তু কথা শুনে কিছুটা অসহায় বলে মনে হল।

২৮ শে মার্চ, ২০১৯ রাত ৮:২৩

সামু পাগলা০০৭ বলেছেন: আপনি পারলে ওনাকে স্ক্রিনশটস দিয়ে ডিটেইলে স্টেপসগুলো বলুন। ডটভিপিএন সবচেয়ে ইজি ওয়ে। সেটাই নাহয় ওনাকে এক্সপ্লেন করুন।

৭| ২৮ শে মার্চ, ২০১৯ রাত ৮:৪১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: লগইন থাকার চেষ্টা করছি। ধন্যবাদ সামু পাগলা।

২৮ শে মার্চ, ২০১৯ রাত ৮:৪৮

সামু পাগলা০০৭ বলেছেন: চেষ্টায় চলবেনা, থাকতেই হবে লগডইন। এমনিও আপনার মতো বোকা অলসের কি আর এমন কাজ আছে যে একটু লগডইন থাকা যাবেনা? :P

মোস্ট ওয়েলকাম!

৮| ২৮ শে মার্চ, ২০১৯ রাত ৮:৫১

পুলক ঢালী বলেছেন: ভাল পোষ্ট কিন্তু ভিপিএন ছাড়া ঢোকা যায়না, এইমাত্র স্বভাবিক ভাবে ঢুকতে চাইলাম পারলাম না। এমন অবস্থায় স্বভাবিক ব্লগিং কিভাবে চলবে বুঝা যাচ্ছে না। পর্ন ছবি আপলোড হতে পারে সেই আশঙ্কায় ছবি আপলোড বন্ধ আছে তাই কোন স্ক্রিন শটও মনে হয় দেওয়া যাবেনা।

২৮ শে মার্চ, ২০১৯ রাত ৯:৪৯

সামু পাগলা০০৭ বলেছেন: ঠিক বলেছেন পুলক ভাই। আমার আগের পোস্টেও লিখেছি যে এভাবে অন্যদেশের ভিপিএন দিয়ে আমরা ঢুকতে চাইনা। স্বাধীন ও স্বাভাবিক ভাবে ব্লগিং করতে চাই। কিন্তু যতদিন না ওপর মহলের মন গলছে, এভাবেই ব্লগকে প্রাণবন্ত রাখার আপ্রাণ চেষ্টা করে যেতে হবে। নীরবে বসে ব্লগকে ধ্বংস হতে আমরা দেখবনা।

হুমম। কোন ছবি দেওয়া যাচ্ছে না। কদিন আগে আড্ডাঘরে একটি ছবি আপলোড করতে গিয়ে ব্যাপারটি খেয়াল করি। জলদিই সকল সমস্যার সমাধান করতে হবে কর্তৃপক্ষ ও ব্লগারদেরকে মিলে।

৯| ২৮ শে মার্চ, ২০১৯ রাত ৯:১৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ঢালী ভাই সফল লগইন করেছেন? আপনিতো আগে থেকেই জানেন।

১০| ২৮ শে মার্চ, ২০১৯ রাত ১০:০৫

জাহিদ অনিক বলেছেন: ব্লগার রাজিব নুর আমাকে ফেসবুকে জানিয়েছেন আজ দুপুরের পর থেকে তিনি ব্লগে আসতে পারছেন না। তিনি ভিপিএন ও অন্যান্য নিয়ম জানেন না। তাই তিনি জানিয়েছেন আমি যেন এটা ব্লগারদের জানিয়ে দেই যে, তিনি ব্লগে আসতে পারছেন না এবং ব্লগকে খুব মিস করছেন।

৩১ শে মার্চ, ২০১৯ সকাল ৯:৪৩

সামু পাগলা০০৭ বলেছেন: অনিক, খবরটি আরেকজন ব্লগারের কাছ থেকেও জানলাম। ওনাকে কোনভাবে শিখিয়ে দেওয়া যায়না বিকল্প পদ্ধতিগুলো?

ওনাকে জানিয়ো, আমরাও ওনাকে এবং অন্যান্য মিসিং ব্লগারদেরকে মিস করছি।

১১| ২৮ শে মার্চ, ২০১৯ রাত ১০:০৫

আকতার আর হোসাইন বলেছেন: আশা করি ৬০ জনের লক্ষ্য পূরণ হয়ে যাবে। মন্তব্য পড়ে জানলাম রাজীব ভাইয়ের মতো সক্রিয় একজন ব্লগার ঢুকতে পারছেন না। খবরটা জেনে সত্যিই অনেক কষ্ট পেলাম।

৩১ শে মার্চ, ২০১৯ সকাল ৯:৪৬

সামু পাগলা০০৭ বলেছেন: হলো না রে। ৬০ এর অর্ধেকও হচ্ছেনা। :(

হুমম ব্যাপারটি দুঃখজনক, তবে নিচের মন্তব্যে ওনাকে দেখে ভালো লাগছে।

লগইড থাকুন এবং অন্যদেরকে সাহায্য করুন ব্লগে আসতে। ধন্যবাদ।

১২| ২৮ শে মার্চ, ২০১৯ রাত ১১:০৬

মাহমুদুর রহমান বলেছেন: আমি সবচেয়ে সহজ ভিপিএন সাজেষ্ট করেছিলাম অনেকেই সেটা অনুসরন করেন নি।

মোবাইলের জন্য প্রক্স্যি মাস্টার আর পিসির জন্য ভিপিএন বুক যা সম্পূর্ণ ফ্রি।

৩১ শে মার্চ, ২০১৯ সকাল ৯:৪৭

সামু পাগলা০০৭ বলেছেন: অনেকে কোন নিয়মই অনুসরণ করতে চাচ্ছেন না। দূরে থাকতে চাচ্ছেন সবকিছু থেকে। ব্যাপারটি দুঃখজনক! :(

১৩| ২৯ শে মার্চ, ২০১৯ দুপুর ১:১১

রাজীব নুর বলেছেন: যে সরকার ব্লগ বন্ধ করে দেয়, সেই সরকার আমি চাই না। অথচ আমি নিজেই লাইনে দাঁড়িয়ে এই সরকারকে ভোট দিয়েছি।

৩১ শে মার্চ, ২০১৯ সকাল ৯:৪৯

সামু পাগলা০০৭ বলেছেন: আপনি ব্লগে আসতে পারছেন না জেনে সবাই অনেক কষ্ট পেয়েছিলাম। এখন আপনাকে দেখে স্বস্তি পেলাম।

কোন পক্ষকেই দোষারপ করছিনা, পর্দার পেছনের কাহিনী যেহেতু জানিনা। ব্যাস আশা করি সবকিছু জলদি স্বাভাবিক হয়ে যাবে।

১৪| ২৯ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:২৫

আর্কিওপটেরিক্স বলেছেন: কেমন আছো তুমি?

৩১ শে মার্চ, ২০১৯ সকাল ৯:৫১

সামু পাগলা০০৭ বলেছেন: ভালো নেই। তুমি কেমন আছ?

১৫| ২৯ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:০০

আরোগ্য বলেছেন: রাজিব ভাই ভোট দিয়ে ধরা খেয়েছে,। :P

১৬| ৩০ শে মার্চ, ২০১৯ রাত ১:১৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা সুন্দর বলেছেন প্রিয় সামুর স্বাভাবিক অবস্থা ফিরে আনতে।
সবারই সরব উপস্থিত থাকাটা জরুরী হয়ে পড়েছে, নয়তো পাঠকের সংখ্যা আরও কমে যাবে, তখন লেখকদের মন আরও খারাপ হতে পারে। তাই সময় পেলেই আমরা যারা ব্লগে ঢুকতে পারি তারা যেন সামুতে থাকি।

ফিরে আসুক দ্রুত সামুর স্বাভাবিক অবস্থা এই কামনা স্রষ্টায়

৩১ শে মার্চ, ২০১৯ সকাল ৯:৫৩

সামু পাগলা০০৭ বলেছেন: নয়ন সাহেব, একদম ঠিক বলেছেন। এখনি সবাই মিলে হাল না ধরলে, পরে অনেক দেরী হয়ে যাবে। তখন সামুর প্রাণ পুনরায় ফেরানো কঠিন হবে!

তাই সময় পেলেই আমরা যারা ব্লগে ঢুকতে পারি তারা যেন সামুতে থাকি।

আমিও একই কামনা করি.......

১৭| ৩০ শে মার্চ, ২০১৯ রাত ৯:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন:
এ যেন দম আটকে আসার মতো এক হাল!
গভীর জলে মূখের কাপড় জড়িয়ে আসার মতো হাসফাস যাতনা!
বলতে চাই বলতে পারিনা, শুনতে চাই শুনতে পাইনা
সবচে' আপনার জনা যেন বহু বহু যোজন দূরের কোন অদৃশ্য স্বত্ত্বা!

হায়! সামু
কি প্রেমে বাঁধলি মামু ;) :P

দু:সময়ের শুরুতে টর ব্যবহার করতাম। কিন্তু স্লো পারফর্ম করতো।
এখন অপেরাতে ঝাক্কাস ছলছি :)
শুধু লগিন সমস্যাই নয়- যেহেতু নিষিদ্ধতার কাল চাঁদরে ঢাকা, অনেকেই সে কারণেই দু কদম পিছে বোধকরি!
আমাকেই আমার নিকটজন সামু নিয়ে ফেসবুকে কেন ষ্ট্যাটাস দেই প্রশ্ন তুলেছে।
ইশারায় বিশারায় মানাো করেছে! এমন বাঁধাো একটা কারণ!
জুলভার্ণ ভাই নিখোঁজ হল কে ক'দিন খবর নিতে পেরেছি দিতে পেরেছি!
পরিবারই কেবল বুঝে গুমের জ্বালা!

নিষেধাজ্ঞা উঠানোর জন্য আন্তর্জাতিক এবং উচ্চ পর্যায়ের চেষ্টা ছাড়া মনে হয়না কাজ হবে।

আর দেশের দমবন্ধ করা পরিবেশে আমজনতা নিরুপায় তেলাপোকা তত্ত্বেই বসে আছে।
প্রধান বিরোধীদলের ব্যার্থতা, সরকারের আগ্রাসী নীতি সবমিলিয়ে রাজপথ মৃতপ্রায়!
মানব বন্ধনের মতো নিরিহী কর্মসূচীতেও অনুমতি লাগে. ভন্ডুল করে দেয়!

সবশেষে আছি সামুর সাথে। যতদিন শ্বাস ততদিন আশ!
সখির আন্তরিক আহবানে মুগ্ধ। সামুর প্রতি ভালবাসায় সিক্ত!
এমন গভীর যেখানে বাঁধন সেখানে কোন ভয় নেই। থাকতে পারেনা। থাকা উচিত নয়।

যুগ যুগ জিও সামু :)


৩১ শে মার্চ, ২০১৯ সকাল ৯:৫৭

সামু পাগলা০০৭ বলেছেন: হেই সখা!

প্রথম চার লাইনে তো ছক্কা পেটালেন! বাহ বাহ!

একদম ঠিক ধরেছেন। ঢুকতে পারছেন না বলে নয়, আসতে চাইছেন না বলেই সামুর ব্লগার সংখ্যা এত কমে গিয়েছে। খুবই দুঃখজনক ব্যাপারটি। কঠিন সময়েই বন্ধু চেনা যায়, আবারো প্রমাণিত হলো।

কর্তৃপক্ষের যেখানে যাবার দরকার যাক, ব্লগারদের যতটা সরব থাকার উচিৎ থাকুক, সামুকে ফেরাতেই হবে। নাহলে শুধু সামু নয়, বাংলা ব্লগিং জগৎ অন্ধকারে ডুবে যাবে!

এমন গভীর যেখানে বাঁধন সেখানে কোন ভয় নেই। থাকতে পারেনা। থাকা উচিত নয়।

১৮| ৩০ শে মার্চ, ২০১৯ রাত ১০:১৪

নীলপরি বলেছেন: আশা রাখছি ।

৩১ শে মার্চ, ২০১৯ সকাল ৯:৫৮

সামু পাগলা০০৭ বলেছেন: আমিও আশা রাখছি পরি আপু। সামু ফিরবেই।

১৯| ৩০ শে মার্চ, ২০১৯ রাত ১১:০৭

নীল আকাশ বলেছেন: আপ
আমি সবচেয়ে ভালো কাজ করেছি। ব্লগে লগঅফ করা বন্ধ করে দিয়েছি। আমার নাম সব সময় অনলাইনে থাকে। অন্ততঃ একজনের নাম তো থাকল।
আশা করি পুরানো সব ব্লগাররা আবার ফিরে আসবেন এই জঘন্য কাজের প্রতিবাদে..
ধন্যবাদ।।

৩১ শে মার্চ, ২০১৯ সকাল ৯:৫৯

সামু পাগলা০০৭ বলেছেন: আমিও একই কাজ করছি নীল আকাশ। সবসময় আমাকেও দেখবেন। অটোমেটিক লগঅফ হলেও পুনরায় লগইন করছি। এ যেন আশার প্রদীপ দুহাত দিয়ে আগলে রাখার মতো কিছু!

আমারো একই আশা।

ওয়েলকাম, ধন্যবাদ আপনাকেও পাশে থাকায়।

২০| ৩১ শে মার্চ, ২০১৯ সকাল ৯:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সবাই আসতে পারবে।
সময় লাগবে।
সমাধান হয়ে যাবে।

৩১ শে মার্চ, ২০১৯ সকাল ১০:০০

সামু পাগলা০০৭ বলেছেন: সাজ্জাদ ভাইয়া, আপনার কথাগুলো অনেক ভালো লাগল। অন্ধকারে আশার আলো যেন!

২১| ৩১ শে মার্চ, ২০১৯ সকাল ৯:৫৮

হাবিব বলেছেন: এতো এতো মন্তব্য.......... জবাব কই?? পাগলি কি পাগলা হয়ে গেল???

৩১ শে মার্চ, ২০১৯ সকাল ১০:০১

সামু পাগলা০০৭ বলেছেন: হেই হাবিস স্যার!

ওমা আমি তো সবগুলোরই জবাব দিলাম। দেখতে পারছেন না বুঝি? সানগ্লাসটা খুলে দেখুন, হয়ত পারবেন। :D

২২| ৩১ শে মার্চ, ২০১৯ সকাল ১০:০৩

হাবিব বলেছেন:



১,২ বাকি....... :P
১৫, ০৯ ও বাকি

৩১ শে মার্চ, ২০১৯ সকাল ১০:১১

সামু পাগলা০০৭ বলেছেন: আরেহ বাহ, এখন আবার বেশি বেশি দেখছেন!
সেই মন্তব্যগুলো আমাকে করা হয়নি, অন্য ব্লগারকে উদ্দেশ্য করে করা হয়েছে। আমার জবাব দেবার মতো কিছু ছিল না তাই।

আর পাগলা আমার নামে লাগানো কিন্তু আপনি পাগলের মতো কথা বলছেন! আমি নিজেরই কমেন্টের জবাব দেব কেন? হেহে।
আপনার নিক নেম হওয়া উচিৎ। হাবিব পাগলা! :D

২৩| ৩১ শে মার্চ, ২০১৯ সকাল ১০:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: আস্তে আস্তে সবাই আসবে বিকল্প পদ্ধতি ব্যবহার করে।
++++++

০২ রা এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭

সামু পাগলা০০৭ বলেছেন: ইনশাল্লাহ আপনার কথা ফলে যাবে।
প্লাস ও মন্তব্যে ধন্যবাদ।

২৪| ৩১ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৩৩

হাবিব বলেছেন: আপনার নিক নেম হওয়া উচিৎ। হাবিব পাগলা! ......................... B-) B-)

০২ রা এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৪৯

সামু পাগলা০০৭ বলেছেন: ওমা! আপনার নিক এখনো হাবিব স্যারই দেখাচ্ছে! কবে যে আপনার পাগলামিতে মুগ্ধ হয়ে ব্লগ কর্তৃপক্ষ হাবিব পাগলা করে দেয়!!! :P

২৫| ৩১ শে মার্চ, ২০১৯ রাত ১১:২২

আর্কিওপটেরিক্স বলেছেন: আমি ভালো আছি :)

মন খারাপের কারনটা জানতে পারি?

০২ রা এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৫১

সামু পাগলা০০৭ বলেছেন: হ্যাঁ জানতে পারো। ব্লগের এই প্রাণহীন অবস্থা হচ্ছে কারণ।

২৬| ০১ লা এপ্রিল, ২০১৯ রাত ১:০৮

কাওসার চৌধুরী বলেছেন:



কেমন আছেন, আপনি? আশা করি ভাল আছেন। অনেক দিন পর ব্লগে ঢুঁকলাম।

০২ রা এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৫২

সামু পাগলা০০৭ বলেছেন: ব্লগের বর্তমান অবস্থা মনকে চিন্তিত করে রেখেছে। তাছাড়া বাকিসব ঠিকঠাক।
আপনি কেমন আছেন?

ঢুকতে যখন পারছেনই প্লিজ লগডইন থাকুন সবসময়।

২৭| ০৬ ই মে, ২০১৯ দুপুর ২:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: লগ ইন ই তো থাকি

কিন্তু বাকিরা আসে না ক্যান

০৯ ই মে, ২০১৯ সন্ধ্যা ৬:৪২

সামু পাগলা০০৭ বলেছেন: সেটা তো আমিও বুঝতে পারছিনা আপু। এত বিকল্প পদ্ধতি থাকার পরেও কেন অনেকে আসছেন না? কোন ভয়ে? আপনার কি মনে হয়?

২৮| ০৯ ই মে, ২০১৯ রাত ৮:০২

সুমন কর বলেছেন: ভিপিএন দিয়ে সবাই লগইন করতে চায় না, সেটাও একটা বিরাট সমস্যা !!

১৭ ই মে, ২০১৯ সকাল ৯:২৮

সামু পাগলা০০৭ বলেছেন: অবশ্যই বিরাটটট সমস্যা। কঠিন সময়ে একটু কষ্ট তো করতেই হয়। সেটা করতে রাজী না হলে কঠিন সময়গুলো পার হব কি করে আমরা? :(

২৯| ১২ ই মে, ২০১৯ সকাল ১০:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেকেই আলসেমীর কারণেও আসে না। অনেকে ভিপিএন ইউজ করলে অন্য ওয়েবসাইটের জন্য অসুবিধা হয়। আবার অনেকেই ঠিকমত ভিপিএন ইউজ করতে পারছেন না।

১৭ ই মে, ২০১৯ সকাল ৯:৩৩

সামু পাগলা০০৭ বলেছেন: অন্য ওয়েবসাইটের সমস্যাটাই মেইন কারণ ছবি আপু। সবাই বেশ কয়েকটি ট্যাব খুলে নানা কাজ করতে থাকেন ব্যস্ত জীবনে। ব্লগিং করতে করতে পেপার পড়া, বিল দিয়ে দেওয়া, মেইল করা, ইনফরমেশন সার্চ করা ইত্যাদি নানা কিছু। অন্য উপায়গুলো অনেক সময় স্লো হয়। সময় ও কষ্টসাধ্য মাধ্যমগুলো কেউ পছন্দ করছেন না। কিন্তু এভাবে করলে কিভাবে হবে? সামুর সমস্যাগুলো তো মিটবেই না এভাবে চলতে থাকলে.... :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.