![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামুরাই যোদ্ধা; জীবনের পথে পথে খালি হাতে এক সরল যুদ্ধ
তবে একটা কবিতা হোক
শীতের সন্ধ্যা।
কালো কফির মগে ধোঁয়া উঠা।।
তবে একটি কবিতা হোক
রবি ঠাকুর।
অন্যমনস্ক ভোরে আনমনে গেয়ে উঠা।।
তবে একটি কবিতা হোক
ডাকটিকেটের খাতা।
যত্ন করে রেখে দেয়া।।
তবে একটি কবিতা হোক
বিকেলের বটগাছ।
আনমনে অনেকক্ষণ বসে থাকা।।
তবে একটি কবিতা হোক
চায়ের আড্ডা।
নদীর ধারের টঙ দোকান।।
তবে একটি কবিতা হোক
হারিয়ে যাওয়া স্কুলের বন্ধু।
ফিরে আসা কাকতাড়ুয়া।।
তবে একটি কবিতা হোক
জন্মদিনের শুভেচ্ছা।
বৈশাখী উপহার।।
তবে একটি কবিতা হোক
পিছু ফিরে, ভুলে যাওয়া
কোন বন্ধুর হঠাৎ ডাক।।
তবে একটি কবিতা হোক
সাঁঝের আকাশ।
মায়াবী একলা শুকতারা।।
তবে একটি কবিতা হোক
জোৎস্না রাত, হিমেল চাঁদ।
ভীষণ চেনা — অচেনা।।
তবে একটি কবিতা হোক
উদাস মন।
গোধূলি লগন, বিষণ্ণ দিকরেখা।।
তবে একটি কবিতা হোক
শেষ বিকেল।
গোধূলি লগ্নে তোমার দেখা।।
তবে একটি কবিতা হোক
ভীষণ একা, একরোখা কারোর
সবাইকে বন্ধু বানিয়ে ফেলার
কাল্পনিক রূপকথা।।
তবে একটি কবিতা হোক
দেশপ্রেম।
বীর বিক্রমে অমর হৃদয়।।
তবে একটি কবিতা হোক
অজর গান।
ভুলে গিয়েও ফিরে আসার টান।।
তবে একটি কবিতা হোক
মালাকাইটের ঝাঁপি।
মলাটবাঁধা, ছোটদের ছোট্ট গল্প!
তবে একটি কবিতা হোক,
সোনালি রোদ্দুর।
শীতের সকালে, আলতো উত্তাপ।
তবে একটি কবিতা হোক
বন্ধুত্ব,
ফিরে পাওয়া বহুদিন পর!
তবে একটি কবিতা হোক
জাপানী সামুরাই।
লড়াকু, অমর বীর।।
তবে একটি কবিতা হোক
অসমাপ্ত গল্প।
শেষটা খুঁজে ফেরা।।
তবে একটি কবিতা হোক
সুখকর অনিদ্রা।
স্বপ্ন খুঁজে ফেরা।।
তবে একটি কবিতা হোক
একচিলতে বারান্দা।
রক্তজবায় নুয়ে পড়া ডাল।।
তবে একটি কবিতা হোক
ক্লান্ত পথিকপ্রবর।
অজানায় হেঁটে যাওয়া।।
তবে একটি কবিতা হোক
দুঃখু মিয়া।
কবি নজরুল, বিদ্রোহী বিঘু।।
তবে একটি কবিতা হোক
নীল সমুদ্র।
ফেনিল, ঢেউয়ে ঢেউয়ে বিলীন।
তবে একটি কবিতা হোক
সবুজ অরণ্য।
রহস্যময় চীবর পাহাড়।
শান্তিপুর, অরণ্য কুটির।।
তবে একটি কবিতা হোক
সরোদ সন্ধ্যা, নীলাচল।
নীল আকাশ, নীল সমুদ্দুর।।
তবে একটি কবিতা হোক
শেষের কবিতা।
অমিত লাবণ্যর না বলা কথা।।
-------------------------------------
২৫শে নভেম্বর, ২০১৪,
মর্ত্যলোক।
*** ছবি: নিজস্ব (দারুচিনি দ্বীপ)
©somewhere in net ltd.