নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"রব হিসেবে আল্লাহকে, দীন হিসেবে ইসলামকে ও নবী হিসেবে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দ করেছি।\"কোনো দল পছন্দ করি না, তবে সরকারের হিতাকাঙ্খী ও তার ভালো কাজের সহযোগী হওয়া পছন্দ করি।

মুনাজির

যা বলবো সত্য বলবো, তবে সব সত্য বলবো না।

মুনাজির › বিস্তারিত পোস্টঃ

প্রতিবছর জন্ম দিন হয় কিভাবে?!

১২ ই জুন, ২০১৩ সকাল ৮:২১

জন্ম দিনের শুভেচ্ছা দেখে হটাৎ মনে পড়ল, জন্ম তো একদিনই হয়, বারবার তো কেউ জন্মে না। ধরে নিলাম ‘সেন্টু’ ১৯৯০ই. সালে জনু মাসের ১৫-তারিখ, সোমবার, সকাল ১০-টায় জন্ম গ্রহণ করেছে। এটাই তার জন্ম তারিখ। এ-সন তার জীবনে আর আসবে না, ২০১৩ই. সনের জুন তার জন্ম তারিখ নয়, কারণ সে জন্ম গ্রহণ করেছে ১৯৯০ই. সনের জুনের ১৫-তারিখ। তখন সে একদিনের শিশু মাত্র, এখন সে ২৩-বছরের যুবক। বিয়ে করে থাকলে হয়তো পিতাও হয়েছে সে। কিন্তু তার জন্ম তারিখ ১৫/৬/১৯৯০ই. এতে কখনো পরিবর্তন আসবে না। অতএব ২০১৩ই. তার জন্ম-সন নয়, কারণ মানুষ জন্মে একবার, পরের ধাপ মৃত্যুর। কোন বিবেকে ২০১৩ই. সনকে জন্ম-সাল বলি!



আবার জুন-মাসে সে জন্ম গ্রহণ করেছে, কিন্তু সকল জুন মাসে নয়, নির্দিষ্ট একটি জুন মাসেই তার জন্ম, সেটা হচ্ছে ১৯৯০ই. সনের জুন মাস।



অনুরূপ প্রতি সোমবার সে জন্ম গ্রহণ করে না, এ রকম সোমবার মাসে চারটা, কখনো পাঁচটা আসে। তাই মাসে সে চার বা পাঁচবার জন্ম গ্রহণ করে না। তার জন্মের সোমবারে হয়তো রোদ ছিল, আজ বৃষ্টি হচ্ছে ইত্যাদি। বিপত্ত হচ্ছে সোমবারকেও জন্ম দিন গণনা করা হয় না, গণনা করা হয় মাসের তারিখ, দেখা যায় ১৯৯০ই. সালের ১৫-জুন সোমবার হলে ২০১৩ই. সালের ১৫-জুন বৃহস্পতিবার। সোমবার কি অপরাধ করল, তাকে কেন গণনা করা হয় না! সোমবার কেন ২০১৩ই. সনে এসে বৃহস্পতিবার হল, সত্যিই অবাক করার বিষয়! হে হে!!!



অতএব, জন্ম দিন পালনকারীদের বোকা রাজ্যে আমি বাস করতে রাজি নই। জন্ম দিন পালনকারীরা আমাকে বিবেকী না-বলুক, এটাই আমি চাই, বা কেউ বললে বোকা-রাজ্য থেকে ফিরে আসুক। এভাবে মৃত্যু বার্ষিকী, বিয়ে বার্ষিকী, বিচ্ছেদ বার্ষিকীও বোকাবি।



মনে হয়, এই বোকামির জায়গা ইসলামে নেই বলেই, জন্ম দিন পালন করা তার দৃষ্টিতে হারাম।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৩ সকাল ৯:৩১

জুন বলেছেন: লিঙ্কটা পড়ার জন্য সবিনয় আবেদন জানিয়ে গেলাম :)
Click This Link
সবশেষে অনেক অনেক ধন্যবাদ এত্ত সুন্দর পোষ্ট মর্টেমের জন্য :!>

২| ১৪ ই জুন, ২০১৩ রাত ৮:২৫

জুন বলেছেন: কি ব্যপার জুন আবার ছেন্টু হয়ে গেল কি করে মুনাজির ভাইয়া :-* B:-)

১৮ ই জুন, ২০১৩ রাত ৮:৫৮

মুনাজির বলেছেন: দ্বিতীয়বার সম্পাদনার সময় পরিবর্তন করে দিয়েছি, মনে হল খাস না করে ব্যাপক করাই শ্রেয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.