নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"রব হিসেবে আল্লাহকে, দীন হিসেবে ইসলামকে ও নবী হিসেবে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দ করেছি।\"কোনো দল পছন্দ করি না, তবে সরকারের হিতাকাঙ্খী ও তার ভালো কাজের সহযোগী হওয়া পছন্দ করি।

মুনাজির

যা বলবো সত্য বলবো, তবে সব সত্য বলবো না।

মুনাজির › বিস্তারিত পোস্টঃ

নিশ্চিত ধ্বংসের দিকেই কি আগুয়ান বীর এরদোগান?!

২১ শে আগস্ট, ২০১৬ রাত ১১:১৫

রাশিয়া ও ইরানের সাথে জোট করতে মরিয়া তুর্কের এরদোগান। ইনকিলাব নামী রেডিও তেহরানের প্রিন্ট মিডিয়ায় প্রচারিত। (পাশ্চাত্যের মোকাবিলায় জোটবদ্ধ হচ্ছে আঙ্কারা-মস্কো-তেহরান। ইনকিলাব: ২১/৮/১৬) সংবাদ যদি সত্য হয় এরদোগান থেকে আশা করার কিছু নেই, তবে তার অনিষ্ট থেকে যদি আল্লাহ মুসলিম উম্মাহকে সুরক্ষা দেন অনেক বড় পাওনা। এরদোগান যদি ইরান ও রাশিয়ার সাথে জোট করে, এবং তাদের যৎকিঞ্চিত স্বার্থও বাস্তবায়ন করে, (যেমন সিরিয়ার আসাদ সরকারকে টিকিয়ে দেওয়া) সেই অনিষ্টের ব্যাপ্তি কী পরিমাণ হবে ভাবতে শরীর শিউরে ওঠে। যারা মধ্যপ্রাচ্য এবং শিয়াদের ইতিহাস জানেন, তারা অবশ্যই জানেন ইরান ইহুদি মুদ্রার উল্টা-পিট, বা বলা যায় ইহুদিদের হাতের খেলনা, অনুরূপ আমেরিকা ঘনিষ্ঠ বন্ধু ইরান। আর দ্বিমুখী আচরণ শিয়াদের ধর্মীয় ইবাদত। এ সম্পর্ক অনেকে জানলেও আবার অনেকেই জানে না। এমতাবস্থায় ‌এরদোগানের ইরানের গর্তে মাথা গোজার অর্থ আমেরিকা-ইসরাইলের গর্তেই মাথা গোজা। এভাবে ইরান-এরদোগান হয়ে যদি আমেরিকা তুর্কীতে ঢুকে তবে তুর্কী আরেকটি শিয়া-ইরাকি রাষ্ট্র হবে, যেভাবে আমেরিকা শিয়াদের হাতে ইরাক ছেড়ে দিয়েছে, তার চেয়ে হয়তো নির্মমভাবে তুর্কীকে দিবে ইরানের হাতে। আর শিয়া-ইরান, সে তো ইরান-রাফেজি... ফলশ্রুতিতে হয়তো আরেকটি ফাতেমি, বাতেনি ও কারামতি যুগ অপেক্ষা করছে। সন্দেহ নেই, আমেরিকা শত্রু, তবে রাশিয়া তার চেয়ে বড় শত্রু, উপড়ে বা লক্ষ্যে আমেরিকার ভেতর মানবতার চেহারা থাকলেও রাশির যে সেটুকুও নেই, সুতরাং নদী ডিঙ্গিয়ে সমুদ্রে ঝাপ দেওয়া বড়ই বোকামি। আল্লাহ তুমি মুসলিম উম্মাহকে হিফাজত কর।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.