![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখতে দেখতে অভিজিৎ রায় হ্ত্যার ১ বছর চলে গেল-
"রোম যখন পুড়ছিলো নিরো তখন বাঁশি বাজাচ্ছিলো..."
নিরো তো তাও সম্রাট ছিলো...
বাঙালি আজ সম্রাট না হয়েও দুই মিনিট পর পর লুঙ্গি ঠিক করতে করতে নিপুণ হাতে বাঁশি বাজিয়ে যাচ্ছে... বাজিয়েই যাচ্ছে... সাত সাতজন ব্লগার মরলো... প্রকাশক মরলো... বুয়েটের দীপ মরলো... মাওলানা ফারুকের মত উপস্থাপক মরলো... সাইদির সাক্ষি মরলো... সুবাহানের সাক্ষি মরলো... গোলাম আজমের সাক্ষি দিয়া আহমেদ ইমতিয়াজ বুলবুলের ভাই মরলো... ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই দুইজন অত্যন্ত জনপ্রিয় শিক্ষকের সন্তান মরলো... অফিসে যাওয়ার পথে দুইজন মরলো... বই মেলায় হাজার মানুষের সামনে মরলো... বাসায় ঢুকে একজনকে মারলো... ভর দুপুরে অফিসের ভেতর তিন তিনটা মানুষকে কোপালো...
মানুষ নিষ্ক্রিয়...
পাছে লোকে নাস্তিক বলে...
পাছে লোকে নাস্তিক বলে...
ব্রাহ্মণ বাড়ির বউটি গোসল করে পুকুর ঘাট দিয়ে ফিরছিলেন... কোন মতে একটা গামছা দিয়ে সম্ভ্রম রক্ষা করে চলছেন... পথে দেখা হয় বৃদ্ধ পুরোহিত মহাশয়ের সাথে... দ্রুত গামছাটা গা থেকে খুলে মাথায় দিলেন... গুরুজন বলে কথা...
বাঙালী...
লুঙ্গি উচাইয়া দেখাইতে থাকো...
তোমরা মুসলমান...
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১১
পাউডার বলেছেন: ব্লগার-পীর-বিদেশি-পুরোহিত হত্যার ঘটনাগুলো খুব বড় সমস্যা নয়। আমার ধারনা এইগুলা বড় সমস্যার লক্ষন।
সম্ভবত সামনের দুই-চার বছর পরে দাঁড়ি-টুপি না থাকলে চাবকানো হবে কিংবা পায়ের গিড়ার নিচে প্যান্ট থাকলে রগ কাটা হবে। ঢাকা শহরে গাড়ি বোমা আর গ্রামে মাইন ফাটবে। এবং সবশেষ হামলার শিকার হবে দেশের সাধারন মুসলিম সমাজ।
৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:০১
বিজন রয় বলেছেন: দুঃখজনক।
©somewhere in net ltd.
১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫৯
মারুফ তারেক বলেছেন: চুপ করে থাকতে থাকতে একদিন বাঙালী- পুরপুরি চুপ হয়ে যাবে।