![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ভালোবাসাকে যদি তুমি অবহেলা কর,
তবে পৃথিবী থেকে ভালবাসা উঠে যাবে
আর কোন ছেলে'ভালোবাসি' বলবে না কোন মেয়েকে,
কোন মেয়ে চোখ তুলে তাকাবে না কোন ছেলের দিকে
ডিকশনারিতে ঠাঁই হবে না 'ভালোবাসা' শব্দটির
যদি ঠাঁই না হয় তোমার বুকে আমার
তুমি যদি আমাকে প্রত্যাখ্যান কর
প্রত্যাখ্যাত হবে নজরুলের কবিতা
আর রবি ঠাকুরের ছোটগল্প
কবিতাগুলো ছন্দ হারাবে আর গল্পগুলো প্রাণ
যেমন তুমি হারিয়েছ আমার মুঠো মুঠো প্রেম
তুমি যদি আমার হাতটি না ধরো,
শহীদ মিনার আর পার্কে বসা যুগল
ছেড়ে দেবে এ ওর হাত
বেইলি রোডে হেঁটে যাওয়া কপোত-কপোতী
বিচ্ছিন্ন হবে নিমিষেই
দুজনের চলার পথ কখনো এক হবেনা
হারিয়ে যাবে যে যার পথে
তুমি আমাকে ফিরিয়ে দেওয়ার পর
চায়ের দোকানগুলো জনশূন্য হবে
ছোট ছোট চুমুকে যে চায়ের কাপে ঝড় উঠত
ধূলো পড়ে ব্যবহারের অযোগ্য হবে সেই কাপ
বিকেলে টিএসসি হবে নিষ্প্রাণ
যেখানে ছেলেমানুষি আর দুষ্টামিতে
প্রাণ খুঁজে নিতো কপোত-কপোতীরা
তুমি আমাকে ধারণ না করলে
রমনার সবুজ চত্বর ধারণ করবে না কোন ফুল
ফলের গাছগুলো চৈত্রের দুপুরের মত
খাঁ খাঁ করবে, প্রকৃতি হবে বিবর্ণ
পুকুরের জল শুকোবে, ধূ ধূ মরুভূমি হবে নাটক পাড়া
তুমি আমার বিপরীতে গেলে
ভয়াবহ প্রতিবাদ হবে
রাস্তায় নামবে পুরো প্রেমিক জাতি
মিছিলে মিছিলে গর্জে উঠবে দেশ
আরেকবার বাংলার মাটিতে যুদ্ধ হবে
শুধুমাত্র আমাকে 'না' বলার কারণে
তাই তুমি আমাকে ফিরিয়ে দিওনা
বরং এস আমরা সন্ধি করি
ভালোবাসার সন্ধি, আজীবন পাশে থাকার সন্ধি
পুরো দেশ মাতুক আনন্দে,
পুরো পৃথিবী হোক প্রেমের রাজ্য
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:২৯
বিজন রয় বলেছেন: ভালবাসাকে অবহেলা করা ঠিক নয়।
++++++
©somewhere in net ltd.
১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:২৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
তুমি যদি আমাকে প্রত্যাখ্যান কর
প্রত্যাখ্যাত হবে নজরুলের কবিতা