![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেখান থেকে ডাক এসেছিল স্বাধীনতার
সেখান থেকে আসছে এবার লাশের মিছিল
শবের মিছিল নিয়ে সেহেরায়ার্দী পেড়িয়ে,
সন্ত্রাস-বিরোধী চিহ্নিত ভাষ্কর্য মোড় থেকে
শবের পোশাক পরে যোগদেয় আরো একটি...
গ্রাম, নদী, রাজপথ, বহুতল ভবন, বইয়ের বাজার
একেক করে লাশ আসতে থাকে মিছিলে
তারপর লাশেরা বাড়ছে, মিছিল বাড়ছে...
শবের মিছিলে শ্লোগান নেই রক্তগরম ভাষণ নেই
বিদ্রোহ নেই বিপ্লব নেই, নিশ্চুপ প্রতিবাদ ।
একেকটি লাশ আরেকটি লাশ বহন করে আনছে
শবেরা মিছিল নিয়ে না-জানি কীসের মোহে হাটছে!
নিজদেশেই যাদের নির্বাসন, তাদের আবার বাগানের বড় সখ!
আম-জাম-বাম আছে গাছেই
শুধু তাদের গাছটাই তাদের নেই
শবগোত্রে লোক বাড়লে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে মিষ্টি বিক্রি বেড়ে যায়।
শুয়োর শুধু শুয়োরেই নয় মানুষেরা জন্মদেয়
আমরা এখন নিন্ম থেক মধ্য সীমার শুয়োর
এক অপ্রতিরোধ্য গতিতে মানুষ থেকে সব শুয়োর হচ্ছে
বৈজ্ঞানিক বিবর্তন ভুল প্রমান করে মাত্র কয়েক বছরে!
©somewhere in net ltd.
১|
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৮
বিষাক্ত স্বপ্ন বলেছেন: এটাই জীবন! জীবনের শ্রী