![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেদিন দেখা হয়েছিলো আমাদের। খুব করে সেঁজে এসেছিলো সে। কথা
বলার সময় অন্যদিনের মতো একটুও লাজুক ভাব ছিলোনা। আমি
একটা পাঞ্জাবী পরেছিলাম, তারই দেয়া। পাঞ্জাবীর প্রতিটি ভাঁজে
ভাঁজে তার ঘ্রান,তার ভালোবাসা। নিজ হাতে বেঁছে বেঁছে আমার জন্য
পাঞ্জাবী কিনেছিলো। দিয়ে বলেছিলো - যত্ন করে রেখো,ভালোবেসে
কিনেছি, পাঞ্জাবীটা ভালোবাসার। সে শাড়ি পড়ে এসেছিলো,কপালে
টিপ। সে জানতো আমি টিপ পছন্দ করিনা। তাও পরেছিলো। কেন
পরেছিলো তা আমার জানা।
তারপর একসময় বিকেল চারটা বেজে গেলো। আমার জন্য ওর
নির্ধারিত সময় ফুরিয়ে গেলো। তাড়াহুড়া করতে লাগলো। আমি
বুঝতে পেরে হাসিমুখে বিদায় জানিয়ে চলে এলাম। তার কপালের
টিপ,হাতের চুড়ি, ঠোঁটের কোনে সেই হাসি আর চোখের কাজল
শেষবারের মতো দেখে এলাম।আমি যখন পার্ক থেকে বেরুলাম
তখনই ছেলেটা বাইকে করে ঢুকলো, আমাকে দেখেনি। আমি ছবি দেখেছি
তাই চিনে ফেলেছি।
রিক্সার ড্রাইভারের পাঞ্জাবীটা সাদা। বেশ ক'জায়গায় ছেড়া। আমি
বাসার সামনে নেমে আমার পাঞ্জাবীটা গা থেকে খুলে ড্রাইভারকে
দিয়ে দিলাম। জোর করেই দিলাম। বেশি ভালোবাসার জিনিষ নিজের
হাতে রাখা যায়না। অন্যের হাতে দিয়ে দিতে হয়।
©somewhere in net ltd.
১|
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৬
বিজন রয় বলেছেন: দারুন!!!!
++++++++++