নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

সানবীর খাঁন অরন্য রাইডার

এক জন নিভৃতচারী

সানবীর খাঁন অরন্য রাইডার › বিস্তারিত পোস্টঃ

কল্পনাপ্রসূত‬ কথাবার্তা

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৭


আজ ২৯ শে ফেব্রুয়ারি । লীপ ইয়ার । খুবই মহত্ত্বপূর্ণ দিন । যেহেতু প্রতি চার বছরে একবারই আসে । তাই ভাবছি এমন কিছু করা দরকার যা দিনটাকে পরবর্তী ৪বছরের জন্য স্মরণীয় করে রাখে।যেই চিন্তা সেই কাজ,আজ থেকে ৪ বছর পর বাচ্চা কাচ্চা বা বৌ কে বতে পারব ৪ বছর পর এমন কিছু লিখেছিলাম..................................
প্রিয় তুমি,
জানো তো ইদানিং একটা জিনিস খুজে পাচ্ছি না...অনেক খুঁজেছি,তন্ন তন্ন করে,এতটা খুঁজেছি যে নিজেকেই ভুলে গেছি,ঠিক মনে নেই কবে তোমাকে দেখেছিলাম?কিন্তু যখন দেখেছিলাম তখনই স্বপ্ন দেখার শুরু,খুব যে একটা দেখি তা নয়,কিন্তু যখনই দেখি তোমাকে পাবার জন্য যুদ্ধ করার স্বাদ জাগে,তোমাকে ভেবে অসংখ্য বার মনের মাঝে রক্ত ঝরে,খুব বেশী তোমাকে কিছু বলতে পারি না,কারন তোমাকে আমি দেখতে পাই ইন্দ্রজালের মাধ্যমে,সেটা থেকে যদি দূরে ঠেলে দাও,তা কখনও আমার সহ্য হবে না,তাইতো আনেক কথা বলতে গিয়েও বলি না,তবু এতটুকু বলি আমার মনের কোনায় কোনায় তোমারই বিচরন,আমার সকল আহবান এর পরও তুমি নিশ্চুপ
থাকো যদি,নিজেকেই খুব তুচ্ছ মনে হবে।শুধু এতটুকু বলি তোমার ওই চোখের গভীরতায় ডুবে মরতে চাই,তুমি যতই নিশ্চুপ থাকো তোমাকে এভাবেই ভালবাসতে চাই,আর নিশ্চুপ থাকে না প্লিজ,বলনা
আমায় আর দূরে রাখবে না।তোমার সাথে চুলোচুলি করে আর তোমার খামচি খেয়ে তোমার আভিমান সহ্য করে এ জীবনটা কাটাতে চাই,এতটুকু প্রত্যাশায়.............
পুনশ্চ:অনেক বছর পর আমাদের ছেলেকে বলবো তোর মায়াবতী মা আমার জীবন জ্বলিয়ে খেয়েছে,তবুও তুমি তোমার যৌবনে এমন একটা মায়াবতী খুজেঁ নেবে।আর একটা শেষ কথা,তোমাকে আমি এতটা মনে করিযে এভাবে আল্লাহ্ কে মনে করলে আজ আমার বেহেশত্ নিশ্চিত হয়ে যেত।এটাই অনুরোধ যে পৃথিবীর সব কিছু তুচ্ছ করে দুমরে মুচরে ফেলে দিয়ে তুমি আমরই কাছে আসবে আর মায়াবতীর মতো ভালোবাসবে,অন্যান্য গুণের মত এই গুণ টা তোমার মধ্যে থাকবে বলে আশা রাখি।
ইতি
আমি

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৯

মাসুদ মাহামুদ বলেছেন: চমৎকার লিখেছেন।

২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৫

রাইসুল ইসলাম রাণা বলেছেন: বাহ! সুন্দর হইছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.