![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবেগ মিথ্যে হয় না। মিথ্যে হয় না গলার কাছে দলা পাকিয়ে থাকা না বলা অনুভুতি গুলো। চোখ পুড়িয়ে দেয়া অভিমান কাউকে দুম করে বলে ফেলতে যেয়ে চুপ হয়ে যেতে হয়। মানুষ ভান প্রিয়। সেই ভান মানুষ মিশিয়ে দেয় চোখের জলে। চোখের জলে ভনীতা মিশে থাকলেও...জল টুকু কিন্তু সত্যই। জলের মিথ্যে বলে কোন কথা নেই।
তবুও প্রতি রাতে শুধু একবার কি-বোর্ডের ইন্টার প্রেস করার সাহসের অভাবে অপ্রকাশিত থেকে যায় কত কত অনুভুতি।
"এই শোন আজ আকাশটা অদ্ভুত হলুদ ছিলো" "আজ বিকেলে তোমায় আমি খুব ভেবেছি..."
মুঠোফোনের লাল বাটনের সাথে হারিয়ে যায় ভিশন রকম মুখস্থ্য নাম্বারটার ভালোবাসার গল্প।
একা লাগার ভিশন একলা রাতে ফেসবুকের নীল সাদা দেয়ালে জলজল করতে থাকা সবুজ আলো জানিয়ে ওপাশে কেউ আছে। শুধু জানিয়ে দিতে পারেনা দু পাশের দুটো গুমোট প্রান কতটা ছটফটিয়ে ওঠে।
প্রতিটি মুছে ফেলা অক্ষরের ডট ডট ডট এর ব্যাক স্পেস এর সাথে অনেক গুলো পাজর লিক করে দেয়া 'তোমাকে...হুম, শুধু তোমাকেই মনে পরছে' মিশে থাকে। হলোনা, তোমাকে আজো বলা হলোনা...
ডিলেট বাটন টা খুব খারাপ জিনিস। শুধু মুছে ফেলতে পারে...ওপাশের মানুষটাকে কিছু বোঝাতে পারেনা। কিছুই বোঝাতে পারেনা।
২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৬
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩
মুসাফির নামা বলেছেন: অনুভূতি প্রকাশের মধ্যে ছন্দ চমৎকার।