![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নন্দলাল তো একদা একটা করিল ভীষণ পণ,
ফেসবুকে স্ট্যাটাস দিয়া সবাইরে করিবে সে সচেতন!
সকলে কহিল,আহা আহা কর কি কর কি নন্দলাল!
নন্দ কহিল,মেগাবাইটগুলো পড়িয়া রহিবে কি চিরকাল?
নন্দর ভাই মাথা ফাটাইলো মারামারি করিতে গিয়া,
সকলে কহিলো,হাসপাতালে যাও ভাইকে সঙ্গে নিয়া।
নন্দ কহিল,ভাই কে নিয়া হাসপাতাল যদি যাই,
মারামারি নিয়া সচেতনতামূলক
স্ট্যাটাস দেবে কে ছাই?
এই বলিয়া মাউসে নন্দ করিতে লাগিল ক্লিক,
সকলে কহিল,তা বটে নন্দ,তোর কথাটাই ঠিক!
নন্দ একদা হঠাৎ একটা পেজ খুলিয়া বসিল,
তার স্ট্যাটাসের ঝাঁকুনিতে সব জ্ঞান-বিজ্ঞান খসিল!
পড়িল সবাই,করিল শেয়ার,পানে লাগাইল চুন,
লেখে যতো তার দ্বিগুণ কমেন্ট,লাইক তার দশ গুণ!
স্ট্যাটাস দিতে দিতে নন্দ তুলিয়া ফেলিল কি-বোর্ডের ছাল,
সকলে বলিল,বাহবা বাহবা,বাহবা নন্দলাল!
নন্দ লিখিয়া ভরিয়া তুলিল ফিজিক্স,কেমিস্ট্র দিয়া,
লিখিতে লিখিতে ভেবে পায় না,আর লিখিবে সে কি নিয়া?
লেখার জন্য ঘাঁটে সে এবার বায়োলজী বই খানি,
নাক ফুঁড়ানি,কান ফুঁড়ানি,পিরিয়ড,মুসলমানি!
সব নিয়াই সে লিখিতে থাকে,লেখার হয়না শেষ,
সকলে বলিয়া উঠিল,বাহবা,বাহবা বাহবা বেশ!
ইন্টারনেটে নন্দ এখন আগুনেরই যেন গোলা!
বাহিরে তো সে কিছুজানে না,অতি নিরীহ পোলা।
এভাবে কষ্টে লিখিয়া বাঁচিয়া রহিল নন্দলাল,
সকলে বলিল,ভ্যালা রে নন্দ,স্ট্যাটাস দে চিরকাল।
২| ০২ রা মার্চ, ২০১৬ রাত ১২:৪৪
মাসুদ মাহামুদ বলেছেন: ভালো থাকবেন, শুভ রাত্রি।
৩| ০২ রা মার্চ, ২০১৬ রাত ১:১২
মুসাফির নামা বলেছেন: স্ট্যাটাস দিতে দিতে নন্দ তুলিয়া ফেলিল কি-বোর্ডের ছাল,
৪| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ৭:২৭
জনৈক অচম ভুত বলেছেন: বেশ মজা পাওয়া গেল পড়ে।
৫| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ৭:৩৯
শাহাদাত হোসেন বলেছেন: বাহঃ কবিতায় সুন্দর বার্তা দিয়েছেন ।
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১৬ রাত ১২:১২
অগ্নি কল্লোল বলেছেন: বাহ চমৎকার!!!
কবিতাটা নোবেল পাওয়া যোগ্য।