![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয়তমেষু,
তুমি চলে যাওয়ার পর,
আমার বল পয়েন্টের বলটা না আর আগের মত মসৃণ নেই,
তোমাকে নিয়ে কিছু লেখতে গেলে খেই হারিয়ে যায়।
নিউজপ্রিন্টের হালকা বাদামি কাগজ গুলোকে মনে হয় এক এক খানা আস্ত শিরিষ কাগজ ।
জানো,
আগে যখন বল পয়েন্টের বলে চড়ে বেড়াতাম আমার স্বপ্নের রাজ্যে,
শূন্য দশমিক পাঁচ সাইজের ছোট্ট বলটা কি সুন্দর না ছুটে চলত, আমায় নিয়ে।
মনে হত যেন সিন্দুরমাখা অঙ্গুলি বেয়ে চলেছে প্রেয়সি বধুর স্মৃতি ।
এক একটা পৃষ্টা লিখে বার বার তার উপর হাত বোলাতাম।
আর এখন...
নাহ! থাক,
দিনে দিনে ভাবনাগুলো না কেমন অগোছালো হয়ে যাচ্ছে,
রুচিহীন কল্পনা গুলো বারংবার উকি মারে এই মনে,
সঙ্গোপনে, নিরবে নিস্তব্ধে।
প্রিয়তমেষু,
ফিরে এসো, আরো একটা জড়িয়ে ধরাতে চাই তোমার নরম দুটি হাত ,
তুলতুলে গাল দুখানায় দিতে চাই ভালবাসার জ্লছাপ
রংপেন্সিল এর মত আমাদের জীবনকে রাঙিয়ে তুলতে চাই প্রতিনিয়ত
নাইবা হলাম তোমার প্রিয় রং,তবে শপথ করে বলি তোমায়
হৃদয়ে আঁকা জীবন ছবিটির সমাপ্তির কোন একস্থানে
সেন্টার পয়েন্টে আমাকে লাগবেই তোমার।
খুব বেশি কিছু নয় ঝুম বৃষ্টিতে শহরের আলিগলি
আর আমার হৃদয়ের বেলকনিতে প্রতিদিন চাই তোমায়
বিশ্বাস করো এর থেকে বেশি কিচ্ছু না।
তুমি চলে এসো।
২| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ৮:০৯
রাশেদ রাহাত বলেছেন: অসাধারণ কবিতা। রন্দ্রে রন্দ্রে স্বাধখোচায়িত।
৩| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৪০
অভ্রনীল হৃদয় বলেছেন: কবিতা যেন মনের কথা বলল। ভালো লাগল খুব।
৪| ০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫৩
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ধন্যবাদ সবাইকে
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০১৬ সকাল ৭:৫৮
বিজন রয় বলেছেন: প্রিয়তমেষু!!
++++