![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকে ভালবাসি বলেই
এই বৃষ্টি ভেজা ঘুম ভাঙ্গা ভোরে
মৃত্যু হয়েছে বিষাদের,
হাতরে খুজেঁছি তোমায়,তুমিও যে খুঁজেছ সেও ত জানি,
অথচ আজ দুজনেরই একাকীত্ব মুখ লুকিয়েছে।
তোমাকে ভুলে যাওয়া আমার পক্ষে অসম্ভব হয়ে দাড়িয়েছে
তোমাকে ভুলে যেতে হলে পৃথিবীর সমস্ত আলিঙ্গনকে ভুলে যাব
অনেকগুলো স্মৃতি শত শত চুম্বনকে ভুলে যাব,যা হৃদয়ে লেপটে আছে
ভুলে যেতে হবে বুকের ভেতর এক মানবীর উদাম নৃত্য
তারচেয়ে চল এক কাজ করি,ভুলে যাই তুমি আমি
সকল কষ্ট,এ নিষ্ঠুর পৃথিবী ও একটি আর্তনাদ
ভুলে যাই ভালবাসার বিপরীতে,হিরোশিমার প্রলয়
চলো একটা পৃথিবী তৈরী করি,যেখানে তুমি জড়িয়ে আছো
চলো আরেকবার বুকপাঁজরের খাঁচা তৈরী করি,যেথায় শুধু তুমি থাকো
১৩ ই মার্চ, ২০১৬ রাত ১:৩৮
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: কৃতজ্ঞতা
২| ১৩ ই মার্চ, ২০১৬ রাত ১২:২৬
অবাক ভালবাসা বলেছেন: তোমাকে ভালোবাসি বলেই,
এখনও অপেক্ষায় আছি
১৩ ই মার্চ, ২০১৬ রাত ১:৩৮
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: এ অপেক্ষা জন্মান্তরের
৩| ১৩ ই মার্চ, ২০১৬ রাত ১:০১
রোদেলা বলেছেন: অনেক সুন্দর।
১৩ ই মার্চ, ২০১৬ রাত ১:৩৯
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: কৃতজ্ঞতায়
৪| ১৩ ই মার্চ, ২০১৬ রাত ১:০৫
তানজির খান বলেছেন: অসম্ভব ভাল লাগল কবিতা। কবিতায় হৃদয় পুড়েছে আমার।
১৩ ই মার্চ, ২০১৬ রাত ১:৩৯
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ধন্যবাদ
৫| ১৩ ই মার্চ, ২০১৬ রাত ১:৩২
রুদ্র জাহেদ বলেছেন: অসম্ভব সুন্দর কবিতা
+
১৩ ই মার্চ, ২০১৬ রাত ১:৩৯
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: কৃতজ্ঞতা
©somewhere in net ltd.
১|
১৩ ই মার্চ, ২০১৬ রাত ১২:২০
শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লাগা রেখে গেলাম। ধন্যবাদ