![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় “মেঘবালিকা”,
কি দিয়ে শুরু করব !? কি বলবই বা তোমায় ?! আচছা, তোমায় কিছু বলার সময়ই আমার কি হয় বল তো । কেমন যেন এলোমেলো হয়ে যাই আমি । পৃথিবীর সকল ভাষাই যেন দুর্বোধ্য হয়ে দাঁড়ায় আমার কাছে ।
বালিকা ,তুমি কি জানো , তোমায় ভেবে প্রতি রাতে এখন একটার পর একটা কবিতা লিখে যাই আমি । প্রতিটা কবিতার শিরোনামেও তুমি ,উপসংহারেও তুমি । কবিতাগুলিকে কি একবার পড়বে তুমি ?শুধু একবার ।
আচছা ,তোমায় নিয়ে কিনতু আমার একটা গুরুতর অভিযোগ আছে । আমার প্রতিটা সপনে তুমি কি করো বলো তো ? হোক না সেটা তোমাকে পাওয়ার সুখসপন কিংবা তোমাকে হারানোর দুঃসপন । তুমি তো দেখি আমার পিছুই ছাড়ছো না ।
জানো এখন না আমার পৃথিবীটাই বদলে গেছে । সবকিছুই কেন যেন অন্যরকম লাগে । প্রভাতের ঐ লাল টকটকে সূর্যটা কিংবা রাতের ঐ ভরা জোছনা । সবকিছুই । অদভুত একটা আবেশে যেন আচছাদিত আমি ।এই যেন আমার নিয়তি ।
তোমাকে আমি কিছু বলতে চাই । অনেক দিন ধরেই বলি বলি করেও বলা হচছে না । কতো যে দিধা ,কতো যে সংশয় ! কি শুনবে তো আমার কথা ?
ভালবাসি
মেয়ে, তোমাকে ভালোবাসি । বডড বেশিই ভালোবাসি ।
জানি ,আমি তোমার যোগ্য নই । তুমি আমার থেকে অনেক ভাল কাউকে পেতে পার !!! কিনতু জেনে রেখো , আমার মতন ভালোবাসতে তোমাকে আর কেউ পারবে না । কেউ না ।
এটাও জানি যে , আমাদের পথটা হয়তো বা খুব সহজ হবে না । কিনতু দেখে নিও , তুমি পাশে থাকলে যেকোন বাঁধা দুজনে একসাথে পার করে ফেলব ।শুধু আমার হাতটা শকত করে ধরে রেখো । কি,ধরবে তো আমার হাত ?
অনেক কিছুই বলার ছিল । কিছুই বলা হলো না ।
শুধু এটুকুই বলতে চাই,
"মানে না মানে না এই মন আমার,
বোঝে না বোঝে না তোকে ছাড়া কিছু আর"
ইতি .
তোমার "রাখাল বালক”
©somewhere in net ltd.
১|
১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ২:১৩
বিজন রয় বলেছেন: সুন্দর, অন্যগুলির মতো।
+++