![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয়তমা রাজকুমারী,
প্রিয় বলি না তোমায় বলি প্রিয়তমা। আশা ছিলো তোমার সাথে কোন এক পাহাড় চূড়ায় ভরা পূর্ণিমার রাতে জোসনা বিলাস করতে করতে চিৎকার করে বলবো, "ভালোবাসি।" আর সেই শব্দটি সাতটি পাহাড় ঘুরে এসে সহস্র বার প্রতিধ্বনিত হয়ে ফিরে আসবে তোমার কাছে। আর তুমি মন্ত্রমুগ্ধের মতো শোনবে সেই ধ্বনি। আর প্রতিউত্তরে তুমিও বলবে, "ভালোবাসি। " অথচ আজ এই ভরা পূর্ণিমায় তুমি নাই। আর আমারো হলো না তোমার সাথে জোসনায় অবগাহন।
বন্ধুরা বলে, আমি নাকি এতবেশি ভালোবাসতে পারি যে,একদিনের জন্যেও নাকি আমার ভালোবাসার ভার বহন করার মতন কেউ নেই! তাই তুমি আসছো না। একবার এসে দেখিয়ে দাও ভালোবাসার এই ভার শুধু একদিন নয় আজীবন বহন করার ক্ষমতা তোমার আছে। এই পূর্ণিমায় না হয় নাই বা এলে। সামনের পূর্ণিমায় আসার নিমন্ত্রণ রইলো। যদি তাও না আসো তবে তার পরের পূর্ণিমায় নয়তো তার পরের। তবুও এসো। কথা দিলাম দুই পৃথিবী সমান ভালোবাসবো এর বেশি নয়।
ইতি,
ইডিপাস
২| ১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩০
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: খুব ভাল হয়েছে। ধন্যবাদ।
৩| ১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৫১
নীলপরি বলেছেন: চিঠি ভালো লাগলো ।
২০ শে মার্চ, ২০১৬ রাত ১২:১০
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ধন্যবাদ
৪| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:৫২
বিজন রয় বলেছেন: লিখতে থাকুন।
২০ শে মার্চ, ২০১৬ রাত ১২:১০
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: পাশে থাকুন
©somewhere in net ltd.
১|
১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:১৪
অগ্নি কল্লোল বলেছেন: ভালো লাগলো কিন্তু প্রেমে চিঠি এত ছোট কেন?