![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার নরম নরম বাগানে
আমি এক উন্মত্ত এঁড়ে গরু।
সব কিছু ভেঙেচুড়ে তছনছ করে দেবো।
লতা-পাতাগুলোকে আমি পিষে দেবো ;
ফুলগুলোকে শুঁকতে গিয়ে, খেয়েই নেবো।
ডালপালা আর গাছটাকে-- এফোঁড় ওফোঁড় করে দেবো।
ক্লান্তি এলে ঘুমিয়ে পড়বো--
তোমার বাগানের নিবিড় ছায়ায়
অথবা-- তোমার বাগানের ক্ষত বিক্ষত রাস্তায়।
আবার-- যেই না তুমি বাগানটা সাজাবে ;
অকস্মাৎ আমি জেগে উঠবো--
এবার আমি আরও উন্মত্ত ; আরও ক্ষুধার্ত।
বলো তো, অসহায় তুমি--
আমার তান্ডব ভিক্ষা ছাড়া, আর কি করবে ?
২৭ শে মার্চ, ২০১৬ রাত ১২:২১
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ধন্যবাদ
২| ২১ শে মার্চ, ২০১৬ রাত ১০:০৯
সুফিয়া বলেছেন: খুব ভাল লেগেছে।
২৭ শে মার্চ, ২০১৬ রাত ১২:২১
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ধন্যবাদ
৩| ২২ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৫৫
আরাফআহনাফ বলেছেন: "বলো তো, অসহায় তুমি--
আমার তান্ডব ভিক্ষা ছাড়া, আর কি করবে ?"
++। ভালো লাগলো।
২৭ শে মার্চ, ২০১৬ রাত ১২:২১
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২১ শে মার্চ, ২০১৬ রাত ১০:০৪
বিজন রয় বলেছেন: দারুন প্রতিবাদের কবিতা।
+++