![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বলা হয়ে থাকে, ভালোবাসলে উদার হতে হয়। কত মানুষ এই চেষ্টা করেছে। চরম উদার হবার। বিশাল মনের অধিকারী হবার।
জানি না কত জন পেরেছে। তবুও সেই প্রিয়জনের পাশে অন্য কারো ছবি দেখে দীর্ঘ রাত না ঘুমিয়ে কাটিয়েছে।
তার কোন এক লাফাঙ্গার একটি কমেন্টের রিপলাই পুরো রাত অভিমানে ভরিয়ে দিয়েছে। কমেন্টের প্রতিটি অক্ষর কাঁটার মত বিধঁছে মনে।
একটি চেক ইন তার সাথে কোন একটি লোকের, খচ খচ করেছে সারাদিন। ভাবতে ইচ্ছা করে না কে সে।
সহ্য হয় না তাদের নোট বিনিময়, সাজেশন বিনিময়। কেন এত বিনিময় ? আমি কেন নেই সেখানে?
তার অতীতের কোন এক প্রেমের গল্প, লোক মুখে শুনে সারা রাত চোখ ভিজিয়েছে।
তার হ্যাভিং মাস্তি ইউথ স্পেশাল ফ্রেন্ড, সারা দিনটিকে মাটি করে দিয়েছে। কে এই স্পেশাল ফ্রেন্ড?
সহ্য হয় না এসাথে তাদের নি:স্বার্থ(!) খাবারের কথা শুনে। কেন এত খেতে হবে একসাথে?
তার প্রোফাইল পিকচারে বিশেষ কারো বিশেষ কমেন্ট এবং তাতে তার লাইক....... জ্বলে পুড়ে নিশ্বেষ হওয়া শুধু তা দেখে।
অনেকে দিন পর ছোটবেলার বন্ধুর সাথে দেখা, তার সাথে সেলফি দেখে জ্বলে পুড়ে মরেছে কত আশিক। কেন এই ছোটবেলার বন্ধুটি সে হতে পারলো না।
শিক্ষাসফর কিংবা পিকনিক..... যদি নতুন কেউ তার খুব আপন হয়ে যায় ? এই ভেবে কত দুশ্চিন্তাগ্রস্ত রাত দিন কাটিয়েছে। কোন এসএমএস আর কল না পাওয়াকে ধরে নিয়েছে সে তাকে ভুলে গিয়েছে.... তার ইয়াত্তা নেই।
সকালে অফিসে বিদায় দিতে গিয়ে কত শত চিন্তা আসে তার মাথায়। যদি তার থেকে সুন্দর কিংবা স্মার্ট কেউ থেকে থাকে সেখানে ? ক্ষেত তাকে কে মনে রাখবে ?
রাতের একটি মিসকল কিংবা এসএমস..... একটি ইনবক্সের হাস্যমুখী রিপলাই বুকে ধক করে বাধে।
রাতে কাউকে সে বাসায় পৌছে দিয়েছে, কিংআ তাকে কেউ বাসায় দিয়ে গেছে। অদ্ভুত অশান্তি মনে জাগে।
খুব সহজেই সবাই বলে দিবে- আপনি মানসিক রোগী। আপনি কাউকে বিশ্বাস করেন না। আপনার চিকিৎসা হওয়া দরকার। মন কে উদার করুন।
শুধু কেউ বোঝে না..... কতটা ভালোবাসলে এসব সম্ভব।
সবাই উদারতা আর মন বড় করার কথায় সব হারিয়ে যায়।
কিন্তু উদার হওয়া আর বিশাল মন.... সব অভিনয়.....তবুও হয়তো বড় বড় কথা বলে যাবে অনেকেই.... বলুক.... কিন্তু আমি যে স্বার্থপর.... নীচুমনের একটি ছেলে....
স্বার্থপরতার নীচে, ছোটলোকিপনার নীচে কি বিশাল ভালোবাসা লুকিয়ে আছে... তা কেউ বোঝে না। কারন তারা বলে, ভালোবাসা বড় হলে, এগুলো কোন ব্যাপার না। তারপরও.... এই ছোটলোক স্বার্থপর নীচু মনের ইনসিকিউর মানুষ গুলোর ভালোবাসায় কোন খাদ নেই।
২৭ শে মার্চ, ২০১৬ রাত ১২:২২
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: সহমত
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৬ সকাল ১০:০৮
বিজন রয় বলেছেন: ভালবাসা অন্ধ হওয়া ভাল।
+++