![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মস্তিষ্কের ডোপামিন হরমোন গুলো নিঃসরিত হয়ে ঝরে পড়ে ভালবাসা, ভাল থাকা কিংবা মন খারাপের মুহূর্ত।
কিবোর্ডের অক্ষর গুলো মিলিয়ে বলে দেয় খুব বেশি ভাল নেই প্রিয় মানুষ হীন সময় টা।
প্রতিক্ষন তাকিয়ে থাকা ফোনের স্ক্রীনের দিকে, একটু হাত ছাড়া না করা রূপকথার দৈত্যের মত লুকিয়ে থাকা জীবন পাখি ফোনের ভেতরে। টুং করে একটা শব্দ হয়, একটু ভাইব্রেট করে পকেটের ফাঁকে গুজে রাখা জীবন পাখি, স্ক্রীনে লেখা
"you have a message"
আশায় বুক বাধে এপাশের অপেক্ষায় থাকা ছেলেটা,কালো দাগে ছেয়ে যাওয়া নিদ্রাহীন চোখ দুটো ছল ছল করতে থাকে, শিহরীত হয় নিউরন গুলো, "এই বুঝি অভিমান ভেঙেছে ওর, সব ঠিক হয়ে যাবে এক্ষুনি"। কাপা কাপা হাতে ওপেন করে মেসেজ টা,
" সেরা কলরেট,
মাত্র ১৯ টাকা রিচার্জ করলেই পাচ্ছেন ১জিবি ডাটা
বোনাস, সাথে দেশের সবচে কম রেটে কথা বলার
সুযোগ"
স্তব্ধতা কেড়ে নেয় শুদ্ধ আবেগ, টুপ করে গড়িয়ে পড়ে একফোটা অশ্রু ফোনের স্ক্রিনে ভালবাসা হয়ে। যে জলে ভিজে যায় অধর, ভিজে যায় নীরবতা, ভিজে যায় ঘন্টার পর ঘন্টা প্রতিক্ষা। কিন্তু ভালবাসার জলে ভিজে যায় না ওপাশের মেয়েটার মন। অনেক গুলো ফোন কল, অনেক গুলো টেক্সট জমা হয়ে থাকে মেয়েটার ইনবক্সে দেখার সময় হয় না।
টিউনিং হয় হৃদয়ে"এত কষ্ট কেন ভালবাসায়"
২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৭
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: হিহিহি
©somewhere in net ltd.
১|
২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ২:২৪
বিজন রয় বলেছেন: টিউনিং হয় হৃদয়ে"এত কষ্ট কেন ভালবাসায়"
হা হা হা