![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীতে কত মানুষ হাজার কোটি,তাতে আমার বয়েই গেছে
আমি ভাবি পৃথিবীটা কেবল তোমার আর আমার,বাকি যে সব অদৃশ্যতায়,
সবাই খালি সাইট চরিত্রে অভিনয়ে দিচ্ছে সময় অথবা সব জীবন নিয়ে
করছে কত হিসেব নিকেশ জীবন জুড়ে হাজার পাতায়।
হাজার হাজার মানুষ যদি দুঃখ দেয় তোমায় আমায়
আমি তো জানি তুমি আছো,এক নিঃশ্বাসে উড়িয়ে দিতে পারো
আমার সব দুঃখকে করতে পরো ঝেটিয়ে বিদায়,
একটা পাঁজরভাঙ্গা আলিঙ্গনে রাখতে পারো তোমার মাথা আমার জামায়।
নিংড়ে নিয়ে লাল ঐ ঠোঁটের উষ্ণতা দিয়ে নিজেকে আমি সতেজ করি
এর চাইতে মধুর পরশ কোথায় আছে আর কি লাগে বেঁচে থাকতে?
রবি ঠাকুর কবি নজরুল তাদের কাছে ফালতু আমি বড্ড মিছে
তবু তুমি ছুয়ে দিলে আধম আমি লিখতে গিয়ে হৃদয় হতে কলম দিয়ে রক্ত ঝড়ে।
আমার ওসব লাগে না কিছুই,অমৃত আমি -তাও চাইনা ,তোমার ছোঁয়া পেলেই
আমি তোমাকে পাই দিনের মধ্য মরছি শত,তুমি ছাড়া কেউ দেখেনা।
৩০ শে মার্চ, ২০১৬ রাত ২:২৫
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ধন্যবাদ,পাশে থাকুন ভুল হলে ধরিয়ে দিন
২| ২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:০৭
বিজন রয় বলেছেন: সুন্দর।
+++
৩০ শে মার্চ, ২০১৬ রাত ২:২৬
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ধন্যবাদ,পাশে থাকুন ভুল হলে ধরিয়ে দিন
৩| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ১২:০৪
ডায়নামিক ইকবাল বলেছেন: আপনার লিখাগুলো পড়েছি সত্যই সুন্দর।প্রেমপত্র গুলো মারাত্বক ভাল লেগেছে আমার।
৩০ শে মার্চ, ২০১৬ রাত ২:২৬
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ধন্যবাদ,পাশে থাকুন ভুল হলে ধরিয়ে দিন
©somewhere in net ltd.
১|
২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৫০
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: খুব চমৎকার আবেগ মথিত প্রেমের কবিতা খুব ভাল লাগল।।