নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

সানবীর খাঁন অরন্য রাইডার

এক জন নিভৃতচারী

সানবীর খাঁন অরন্য রাইডার › বিস্তারিত পোস্টঃ

প্রেমপত্র-১৬

৩০ শে মার্চ, ২০১৬ রাত ১:১৮

এই মেয়ে শোন,
তোমার কাছে অনেক কিছু চাইনা আমি, অল্প ক'টা ইচ্ছে পূরন করতে চাই।
অল্প কিছু আবদার,অল্প কিছু ভাললাগা এক জীবন এইতো আর কিছু না,আমি আসলে অসম্ভবে বিশ্বাসী নই।তোমাকে চেয়েছি আমি জীবনের স্বাভাবিক নিয়মে।কি জানবে না আমার ইচ্ছে গুলো,তোমাকেই তা বলি
জীবনের সবচে সুন্দর সকালটা যখন সূর্যের প্রথম আলো তোমার মায়াবী মুখে পড়ে চিকচিক করবে সে সৌন্দর্য আমি উপভোগ করতে চাই।
এক পূর্নিমার রাত ছাদে তোমার সাথে বসে কাটাতে চাই,এক ঝুম বৃষ্টিতে চায়ের কাপ হাতে তোমার পাশাপাশি হাঁটতে চাই,হুডখোলা রিক্সায় পুরো শহর বৃষ্টির পানিতে কাকভেজা হয়ে ঘুরতে চাই তোমার সাথে।তোমাকে জাপটে ধরে আগামী ভবিষ্যৎ এর আগমনী গান শুনতে চাই।যখন অভিমানে চুপচাপ আড়াল হতে চাইবে, শক্ত করে আগলে রাখতে চাই।
তোমার একটুখানি খুনশুটি, একটু ন্যাকামি, একটু আহ্লাদ দেখানো বিরক্ত ও রাগী স্বাসন গুলো উপভোগ করতে চাই।
তোমার সাথে নেপালের বড় পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মেঘের ভেতর লুকাতে চাই,মালদ্বীপে সাগরের নিচে রঙিন মাছেদের ভিড়ে তোমার সাথে হারাতে চাই।পিঠে প্যারাসুট বেঁধে ওই আকাশ হতে তোমার হাত ধরে লাফ দিতে চাই,একটা উজ্জ্বল বিকেলে চুপচাপ তুমি আমার কাঁধে মাথা রেখে বসবে এতটুকু চাই।কোন দীর্ঘশ্বাস মাখা সন্ধ্যায় চোখ বুজে শক্ত করে ধরে জাপটে রাখতে চাই,ঘুমহীন কোন রাত্তিতে তোমার পাশের বালিশটায় মাথা রেখে, নিঃশব্দে তোমার ঘুমন্ত নিঃশ্বাসের শব্দ শুনতে চাই।আর কোন মিষ্টি ভোরবেলায়, ঘুম ভেঙে তোমার একটুখানি ভালোবাসা মেশানো দৃষ্টি দেখতে চাই।বিশ্বাস করো,এতটুকু পেলে আমি আর কিচ্ছু চাইনা,এক জীবনও চাইনা,মাত্র এই সখগুলো পূরন করতে চাই।
যতগুলো দিন হলে পুরোপুরি বিরক্ত হবে না তুমি, একঘেয়ে লাগবে না আমাকে,যতগুলো দিন হলে বাকী জীবনটা শুধু স্মৃতি গুনে গুনে পার করে দেয়া যায় ঠিক ততগুলো, তার চেয়ে একটুও বেশী চাই না, একদম না
জানো বহুদিন চাঁদ দেখা হয় না।মাঝে মাঝে প্রচন্ডভাবে চাঁদটা দেখতে ইচ্ছা করে। মনে হয় লকেটের মত মিষ্টি চাঁদটাকে আমার চাঁদের পাশে বসে উপভোগ করি।যখনই একথা ভাবি তখনই তুমি দূরে থাকার ক্ষত গুলো কেমন জানি মাথা চাড়া দিয়ে উঠে। জানি তোমাকে অনুভব করাটা বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কিন্তু কি করা মন বেটা বড় বজ্জাত, বড় বেশি বেয়াড়া। আমার কথা না শুনলে কি করবো? এক জনইতো তুমি আমার,আরতো কেউ তোমার মত নেই। আচ্ছা তুমি কি চাদ দেখ?অবশ্য চাঁদ যে তোমার চোখের মায়াবী গভীরতায় প্রতিদিন ডুব দেয়,তুমি চোখ মেললেই মায়াবী আলো এসে পড়ে তোমার চোখে। আর আমি চাইনা তোমার ও চোখ অন্য কেউ দেখুক,শুধু আমি ওখানে হারিয়ে ফেলতে চাই নিজেকে। তাইতো চাঁদের আলো আর আমি আর খুজি না।তুমি চোখ মেললেই শত আলো এসে পড়ে আমার চোখে,হুমম ভাবছো পাগলামি,হুমম আমিতো বদ্ধপাগল হয়েছি তোমারই জন্যে, কি করবো বলো? ভালোবাসিতো..........
ইংরেজীতে কিছু কথা আছেনা"Even If I Have Hundreds Of Reasons To Be Sad,
Thousands Of Reasons To Frown,
Millions Of Reasons To Cry,
You Are The Only Reason I Need To Smile
কথাটা হয়ত মিলে গেছে আমার জীবনে,আমার জীবনে তুমি সত্য তুমি সত্য তুমি সত্য বাকি সব মিথ্যে।
সহজ ভাবে বলি মেয়ে আমি তোমাকেই চাই,এখানে কোন ইফ,হাউ,নো,কুড বা বাট নাই।আমি তোমাতেই মজে আছি।
ইতি
মায়াবতীর পাগল মেঘবালক

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.