নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

সানবীর খাঁন অরন্য রাইডার

এক জন নিভৃতচারী

সানবীর খাঁন অরন্য রাইডার › বিস্তারিত পোস্টঃ

একটা \'তুই\' চাই...

৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৫

আমি একটা 'তুই' চাই...
একটা সত্যিকারের 'তুই' চাই। যে জানবে
আমার পুরো ভিতরটা... জানবে আমার
লুকানো সব দোষ... আমার বদমাইশি,
আমার নোংরামি... আমার কলঙ্ক...
যে নিজে থেকে আমার ভুলগুলোর
অংশীদার হবে...
আমার পাপগুলোকে অর্ধেক
করে লিখে নেবে নিজের খাতার প্রথম
পাতায়...
আমি এমন একটি 'তুই' চাই...
যাকে আমি নির্দ্বিধায় উপহার দেব
আমার সব অনিয়ম...
আমার অপারগতা... আমার বদভ্যাস...
আমার উশৃঙ্খলতা...
আমি পিঠ চাপড়ে তার
কাঁধে তুলে দেব আমার অসহায়ত্বের
ঝুলি...
আমার একাকীত্ব, আমার নিঃসঙ্গতার
কষ্ট, আমার দুশ্চিন্তা, আমার হতাশা...
সবগুলো ঝাড়ুদারের
মতো কুড়িয়ে নিয়ে সে বাধবে মস্ত বড়
এক বস্তা...
তারপর কুলির মতো মাথায়
করে বয়ে নিয়ে যাবে সেইসব অভিশাপ...
আর হাসতে হাসতে বলবে--
"ভীষণ ভারী রে... কি করে এতদিন বইলি
এই বোঝা??"
তারপর
ঠিকানা ছাড়া পথে হাটতে থাকবে
অসীম সমুদ্র পর্যন্ত...
সাগর পাড়ে এসে প্রচন্ড শক্তিতে ছুড়ে
ফেলে দেবে সেই বোঝা...
ঠিক সাগরের
মাঝখানে হারিয়ে যাবে আমার সব
অভিশাপের ঝুলি...
আমি ঠিক এরকম একটা 'তুই' চাই... যে
কোনদিন "তুমি" বা "আপনি"গুলোর
মাঝে হারিয়ে যাবে না।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৭

ফারিহা নোভা বলেছেন: আমার একাকীত্ব, আমার নিঃসঙ্গতার
কষ্ট, আমার দুশ্চিন্তা, আমার হতাশা...
সবগুলো ঝাড়ুদারের
মতো কুড়িয়ে নিয়ে সে বাধবে মস্ত বড়
এক বস্তা.
চমৎকার কথাগুলো।

৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫৯

সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ধন্যবাদ

২| ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:০৬

নেয়ামুল নাহিদ বলেছেন: অনেক ভাল হয়েছে।

৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫৯

সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ধন্যবাদ

৩| ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:০৯

ইয়াকুব আলী জয় বলেছেন: অসাধারণ কবিতা.।

৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫৯

সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ধন্যবাদ

৪| ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫০

কানিজ রিনা বলেছেন: আমার নোংরামী, বদমাইশী,বদঅভ্যাস,
জীবনের পঙ্কীলতায় ভরা পাপ গুলি
নেবেগো কোনও বালিকা যুবতি,তেযট্টি
বস্তা পাপ তুমি ঘারে করে টেনে সাগরে
ফেলে দাও যদি, দেব তোমাকে সকালের
সুরজু ধরে। আরও দেব পুরনিমা চাঁদ
নীল সাগরের পদ্যফুল। আরও দেব জমি
দাড়ি টাকার বস্তা। বেশ বেশ তাই হোক।

৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:০০

সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: তাই হোক

৫| ৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৪

জ্যোস্নার ফুল বলেছেন: আমি ঠিক এরকম একটা 'তুই' চাই... যে
কোনদিন "তুমি" বা "আপনি"গুলোর
মাঝে হারিয়ে যাবে না।


বাহ!
ইচ্ছা গুলো পুরন হোক :)

৬| ৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৫

বিজন রয় বলেছেন: খুব বেশি ভাল লাগল।
++++

৭| ৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪১

আরাফআহনাফ বলেছেন: দারুন লিখেছিস 'তুই'।
++

শুভ কামনা রইলো আপনার জন্য।

৮| ৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৫

কানিজ রিনা বলেছেন: ইশ্ দারুন জয় জয় হোক ভীমরতির চাওয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.